Ajker Patrika

আগামী বছর হজের বিমান ভাড়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী

আগামী বছর হজের বিমান ভাড়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘হজের বিমান ভাড়া নিয়ে কথা হচ্ছে বেশি। করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং হজ যাত্রীদের ফ্লাইট ডেডিকেটেড হওয়ায় বিমানে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হয়। হাব থেকেও টেকনিক্যাল কমিটি গঠন করে বিমান ভাড়া নির্ধারণ করার দাবি উঠেছে। তাই আগামী বছর হজ প্যাকেজ নির্ধারণের আগে ভাড়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলব।’ 

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে হজ সংক্রান্ত নিউজ সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) উদ্যোগে ‘হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সেমিনারে অন্য বক্তারা বলেন, এবারের হজ প্যাকেজে বাড়তি মূল্য ধরায় জনমনে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। যা সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রায় সাত লাখ টাকার প্যাকেজে অন্তত এক লাখ টাকা কমালে সরকারে ভাবমূর্তি উজ্জ্বল হবে। 

আরআরএফের সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমেদ সরদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি ও দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানীসহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আরআরএফের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু। 

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হজ প্যাকেজ নিয়ে অসন্তোষ আছে। হজের খরচ বাংলাদেশ সৌদি অংশে নির্ধারণ হয়। সৌদি অংশের খরচ সব দেশের জন্য সমান। কিন্তু বাংলাদেশের অংশে খরচ বেশি হওয়ার অন্যতম কারণ বেশি বিমান ভাড়া। আমাদের দাবি ছিল হজের বিমান ভাড়া নির্ধারণ করার জন্য টেকনিক্যাল কমিটি গঠন করার। এটা করতে পারলে বিমানের সঠিক ভাড়া নির্ধারণ করা সম্ভব হতো। বিমান ভাড়া কমলে হজ খরচ কমবে। বিমান ভাড়া কমানোর জন্য সব জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি। আশা করছি তিনি মানবিক কারণে এটা দেখবেন। বিমান ২০২১ ও ২০২২ সালে করোনাও ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ায়। এবার কেন বিমান ভাড়া বাড়াল। সে ব্যাপারে তাঁদের কোনো উত্তর নেই।’ 

এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনর্নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একই সঙ্গে বিমান ভাড়া নির্ধারণে অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠনের প্রস্তাবও করেছে হাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত