নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাহাত্তরের সংবিধানে ফিরতে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিআইএলআইএ) কার্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যে প্রসঙ্গ তাঁর তৎনগদ জবাব দেওয়া সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আলাপ–আলোচনা এবং যে দল সরকার গঠন করেছে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে তারপর এমন সিদ্ধান্তে আসতে হবে।’
আনিসুল হক বলেন, ‘আমি যেটা মনে করি ১৫ তম সংশোধনীর মাধ্যমে অরিজিনাল বা বাহাত্তরের সংবিধান আমরা অনেকাংশেই ফিলআপ করেছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আমরা আর কিছুটা তার মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করেছি।’
তবে এখানেও অনেক বাধা বিপত্তি আসছে বলেও উল্লেখ করেন তিনি।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য কোনো আপিল করা হয়েছে বা হবে কিনা জানতে চাইলে নির্দিষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনায় তারেক রহমানের হাত ছিল এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারণ তিনি ভিকটিম। তাঁর কাছে শুনে আমরাও বলেছি। এখন আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে যে, হামলায় তারেক রহমান জড়িত। তাঁর যাবজ্জীবন সাজা হয়েছে। অ্যাপিলেট কোর্টে এই মামলার শুরু হয়েছে। দেখেন আগে কি হয়।’
‘বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে’—প্রধানমন্ত্রীর এমন উক্তি উল্লেখ করে এক্সিকিউটিভ পাওয়ার যখন-তখন ব্যবহার করা যায় কিনা, এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এক্সিকিউটিভ পাওয়ার যেকোনো সময়ে বাড়ানো যায় বা ব্যবহার করা যায়। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ৪০১ ধারা ও নির্বাহী আদেশ অনুযায়ী সাজা স্থগিত করা হয়েছে। স্থগিত মানে যেকোনো সময়ে আবারও চালু করা যাবে।’ তবে এখনো তেমন কোনো চিন্তা ভাবনা নেই বলে জানান তিনি।
বাহাত্তরের সংবিধানে ফিরতে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিআইএলআইএ) কার্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যে প্রসঙ্গ তাঁর তৎনগদ জবাব দেওয়া সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আলাপ–আলোচনা এবং যে দল সরকার গঠন করেছে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে তারপর এমন সিদ্ধান্তে আসতে হবে।’
আনিসুল হক বলেন, ‘আমি যেটা মনে করি ১৫ তম সংশোধনীর মাধ্যমে অরিজিনাল বা বাহাত্তরের সংবিধান আমরা অনেকাংশেই ফিলআপ করেছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আমরা আর কিছুটা তার মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করেছি।’
তবে এখানেও অনেক বাধা বিপত্তি আসছে বলেও উল্লেখ করেন তিনি।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য কোনো আপিল করা হয়েছে বা হবে কিনা জানতে চাইলে নির্দিষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনায় তারেক রহমানের হাত ছিল এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারণ তিনি ভিকটিম। তাঁর কাছে শুনে আমরাও বলেছি। এখন আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে যে, হামলায় তারেক রহমান জড়িত। তাঁর যাবজ্জীবন সাজা হয়েছে। অ্যাপিলেট কোর্টে এই মামলার শুরু হয়েছে। দেখেন আগে কি হয়।’
‘বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে’—প্রধানমন্ত্রীর এমন উক্তি উল্লেখ করে এক্সিকিউটিভ পাওয়ার যখন-তখন ব্যবহার করা যায় কিনা, এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এক্সিকিউটিভ পাওয়ার যেকোনো সময়ে বাড়ানো যায় বা ব্যবহার করা যায়। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ৪০১ ধারা ও নির্বাহী আদেশ অনুযায়ী সাজা স্থগিত করা হয়েছে। স্থগিত মানে যেকোনো সময়ে আবারও চালু করা যাবে।’ তবে এখনো তেমন কোনো চিন্তা ভাবনা নেই বলে জানান তিনি।
বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’-এর খসড়া প্রণয়ন শেষে তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবারই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী কমিশন। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের যে বিষয়গুলোয় রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেগুলোই অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে।
৭ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা, গুম, হামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সারা দেশে এখনো বিশেষ অভিযানে প্রতিদিন এক-দেড় হাজার আসামিকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব আসামিকে পাঠানো হচ্ছে কারাগারে।
৭ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের ৮০০ কোটি টাকার কাজ বাকি রেখে উধাও হয়েছেন ১৬ ঠিকাদার। তাঁরা কাজ না করে আগেভাগে বিল তুলে ৫ আগস্টের পর থেকে পলাতক। ফলে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট এবং বগুড়ায় সেচের সুবিধার্থে নেওয়া এ প্রকল্পের তিনটি সেক্টরের মধ্যে একটির কাজ বন্ধ রয়েছে।
৭ ঘণ্টা আগেবোরোর সংগ্রহ আশানুরূপ হওয়ার দেশের সরকারি গুদামে খাদ্যদ্রব্যের মজুত এখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সরকারি গুদামগুলোতে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত ধান, চাল ও গম—এই তিন ধরনের খাদ্যের মজুত দাঁড়িয়েছে রেকর্ড ২০ লাখ ৭৩ হাজার টনে।
৭ ঘণ্টা আগে