Ajker Patrika

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পা টেনে ধরতে চায়: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পা টেনে ধরতে চায়: তথ্যমন্ত্রী 

বাংলাদেশের কয়েকটি সংস্থার প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা মানবাধিকারের কথা বলে বাংলাদেশের পা টেনে ধরতে চায়। অথচ তাদের নিজের দেশেই মানবাধিকারের কোনো খবর নেই। মানবাধিকারের কথা বলার আগে তাদের নিজের দেশে আগে মানবাধিকার প্রতিষ্ঠা করা উচিত। 
 
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, আজকে যেসব রাষ্ট্র মানবাধিকারের ধোঁয়া তোলেন, সেসব দেশেই মানবাধিকারের কোনো খবর নেই। রাস্তার মধ্যে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়, টেলিভিশনে তা সম্প্রচার হয়। 

তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ জন্য বাংলাদেশের পা টেনে ধরতে হবে। টেনে ধরার উপায় কী? মানবাধিকার। আমি স্পষ্ট করে বলছি, কেউ পা টেনে ধরে আমাদের দমাতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। 

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন ফরিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. শাহজাহান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত