Ajker Patrika

সরকারি অফিসে ওয়ান টাইম প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৫৯
সরকারি অফিসে ওয়ান টাইম প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশ

একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম বা সিঙ্গেল ইউজ) প্লাস্টিক সামগ্রী থেকে সৃষ্ট পরিবেশদূষণ নিয়ন্ত্রণে দেশের সব সরকারি অফিসে এর বিকল্প পণ্যসামগ্রী ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

নির্দেশনায় প্লাস্টিকের ফাইল, ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব অন্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার এবং প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ, প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ও কাচের গ্লাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফেব্রিক, জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার এবং দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিকের ল্যামিনেট পরিহার করতে বলা হয়েছে। বিভিন্ন সভা–সেমিনারে সরবরাহকৃত খাবারের প্যাকেট যেন কাগজের হয়। পরিবেশবান্ধব হয় —সেটি নিশ্চিত করার পাশাপাশি একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, স্টু, কাটলারিসহ সব ধরনের পণ্য পরিহার করতে বলা হয়েছে। 

এ ছাড়া প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ও বার্ষিক প্রতিবেদনসহ সব ধরনের প্রকাশনায় ল্যামিনেট মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা এবং ফুলের তোড়াতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণে সব মন্ত্রণালয় বা বিভাগ এবং আওতাধীন দপ্তর বা সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সব সিনিয়র সচিব–সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত