সৌদি আরব সরকার হজ প্যাকেজের খরচ কমিয়ে দেওয়ায় বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। খরচ কমানোর সঙ্গে হজের জন্য নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বুধবার (২২ মার্চ) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব দেশের জন্য সৌদি আরব মিনা মিনার তাঁবুর ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খরচ বাবদ ৪১৩ রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৭২৫ টাকা কমিয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি অর্থাৎ হজ এজেন্সিজ অব বাংলাদেশের (হাব) ব্যবস্থাপনায়— দুই ক্ষেত্রেই ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ হিসাব করা হয়েছে। তাই খরচ কমে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা ও ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকায় নামবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং সম্মানিত হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেক হজযাত্রী নতুন করে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত থাকবে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নিবন্ধনের সময় বাড়ায় হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে ২৫ মার্চ সব ব্যাংকের শাখাসমূহ ও ২৭ মার্চ অফিস সময়ের পরেও শাখা খোলা রাখার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২১ মার্চ) হজ নিবন্ধনের চতুর্থ দফার শেষ দিন থাকলেও কাঙ্ক্ষিত সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়।
হজ নিবন্ধন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনো নিবন্ধনের বাকি ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে সরকারিভাবে ৫ হাজার ১৭৩ আর বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধনের বাকি রয়েছে ৬ হাজার ৪৩১ জন।
ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক ২ লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ৮ হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ২ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।
আগামী ২১ মে থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে। ২১ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩০০১ নামে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করবে হজযাত্রীদের নিয়ে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।
এ ছাড়া এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।
সৌদি আরব সরকার হজ প্যাকেজের খরচ কমিয়ে দেওয়ায় বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। খরচ কমানোর সঙ্গে হজের জন্য নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বুধবার (২২ মার্চ) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব দেশের জন্য সৌদি আরব মিনা মিনার তাঁবুর ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খরচ বাবদ ৪১৩ রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৭২৫ টাকা কমিয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি অর্থাৎ হজ এজেন্সিজ অব বাংলাদেশের (হাব) ব্যবস্থাপনায়— দুই ক্ষেত্রেই ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ হিসাব করা হয়েছে। তাই খরচ কমে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা ও ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকায় নামবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং সম্মানিত হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেক হজযাত্রী নতুন করে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত থাকবে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নিবন্ধনের সময় বাড়ায় হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে ২৫ মার্চ সব ব্যাংকের শাখাসমূহ ও ২৭ মার্চ অফিস সময়ের পরেও শাখা খোলা রাখার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২১ মার্চ) হজ নিবন্ধনের চতুর্থ দফার শেষ দিন থাকলেও কাঙ্ক্ষিত সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়।
হজ নিবন্ধন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনো নিবন্ধনের বাকি ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে সরকারিভাবে ৫ হাজার ১৭৩ আর বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধনের বাকি রয়েছে ৬ হাজার ৪৩১ জন।
ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক ২ লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ৮ হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ২ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।
আগামী ২১ মে থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে। ২১ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩০০১ নামে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করবে হজযাত্রীদের নিয়ে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।
এ ছাড়া এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।
৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে এ ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার...
১ ঘণ্টা আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তির জন্য বিয়ের বিকল্প নেই। আজ সোমবার দুপুরে ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) কর্তৃক পিতৃহীন...
১ ঘণ্টা আগেবগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে এ কথা জানান তিনি।
২ ঘণ্টা আগেপবিত্র রমজান মাসে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (বিআরইবি) বিদ্যুৎ বিতরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি গতকাল রোববার (২০ এপ্রিল) তাঁর সরকারি বাসভবন যমুনায় এই ধন্যবাদ জ্ঞাপন করেন।
২ ঘণ্টা আগে