Ajker Patrika

জুনে সড়কে দৈনিক প্রাণ ঝরেছে ১৩ জনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৮: ১৯
জুনে সড়কে দৈনিক প্রাণ ঝরেছে ১৩ জনের

গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২৭টি। এর মধ্যে নিহত হয়েছেন ৩৯৮ জন এবং আহত ৪২৩ জন। সে হিসাবে দৈনিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গড়ে ১৩ জন। এসব দুর্ঘটনার মধ্যে ১৪২টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন ১৫১ জন। যা গত মাসে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৭ দশমিক ৯৩ শতাংশ। আর মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল ৪৩ দশমিক ৪২ শতাংশ। 

আজ বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। 

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৩ জন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এসব দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী মানুষ নিহত হয়েছেন ৩২৯ জন। অর্থাৎ মোট নিহতের ৮২ দশমিক ৬৬ শতাংশই এই বয়সসীমার মধ্যে। 

এ ছাড়া, দিন হিসাবে জুন মাসে দৈনিক গড়ে ১৩ দশমিক ২৬ জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। অথচ মাসটির অর্ধেক জুড়ে এলাকাভিত্তিক লকডাউনে বিভিন্ন জেলা শহরে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। আবার ২৮ জুন থেকে সর্বাত্মক লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ। এরপরও দুর্ঘটনা ও প্রাণহানির এই চিত্র উদ্বেগজনক বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত