Ajker Patrika

সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও স্ত্রীর নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক এমপি বীর বাহাদুর উশৈসিং। ছবি: সংগৃহীত
সাবেক এমপি বীর বাহাদুর উশৈসিং। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী এবং বান্দরবানের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর বাহাদুর উশৈসিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রুর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (৩ আগস্ট) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক এমপি বীর বাহাদুর উশৈসিং ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে, তাঁর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, তাঁর স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধেও ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

দুদক জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতার পটপরিবর্তনের পরপরই বীর বাহাদুর এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন। একই মাসে আদালতের আদেশে বীর বাহাদুর, তাঁর স্ত্রী মে হ্লা প্রু এবং তাঁদের তিন সন্তান—উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুদক সূত্র বলছে, এই অনুসন্ধানের সময় তাঁরা বিভিন্ন ব্যাংক হিসাব, সম্পত্তি রেকর্ড, লেনদেন ও স্থানীয় সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। যাচাই-বাছাই শেষে মামলা দুটি দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...