নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী এবং বান্দরবানের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর বাহাদুর উশৈসিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রুর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (৩ আগস্ট) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক এমপি বীর বাহাদুর উশৈসিং ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে, তাঁর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধেও ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
দুদক জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতার পটপরিবর্তনের পরপরই বীর বাহাদুর এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন। একই মাসে আদালতের আদেশে বীর বাহাদুর, তাঁর স্ত্রী মে হ্লা প্রু এবং তাঁদের তিন সন্তান—উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
দুদক সূত্র বলছে, এই অনুসন্ধানের সময় তাঁরা বিভিন্ন ব্যাংক হিসাব, সম্পত্তি রেকর্ড, লেনদেন ও স্থানীয় সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। যাচাই-বাছাই শেষে মামলা দুটি দায়ের করা হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী এবং বান্দরবানের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর বাহাদুর উশৈসিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রুর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (৩ আগস্ট) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক এমপি বীর বাহাদুর উশৈসিং ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে, তাঁর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধেও ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
দুদক জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতার পটপরিবর্তনের পরপরই বীর বাহাদুর এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন। একই মাসে আদালতের আদেশে বীর বাহাদুর, তাঁর স্ত্রী মে হ্লা প্রু এবং তাঁদের তিন সন্তান—উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
দুদক সূত্র বলছে, এই অনুসন্ধানের সময় তাঁরা বিভিন্ন ব্যাংক হিসাব, সম্পত্তি রেকর্ড, লেনদেন ও স্থানীয় সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। যাচাই-বাছাই শেষে মামলা দুটি দায়ের করা হয়।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হতো, তাহলে শেখ হাসিনা সমিতির সভাপতি হতে পারতেন। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্যের আগে এসব কথা বলেন তিনি।
৯ মিনিট আগেস্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপ কামনা করেছেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। আজ রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অফিশিয়াল প্যাডে তাঁর স্বাক্ষরিত একটি চিঠি প্রধান উপদেষ্টাকে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ। জবানবন্দিতে তিনি বলেছেন, যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পাখির মতো গুলি করেছে।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপের মাধ্যমে তৈরি করার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে বিশেষজ্ঞদেরও সঙ্গে আলোচনা চলবে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে