নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমলেও নানা আঘাতজনিত ও পানিবাহিত রোগে মৃত্যু বেড়েই চলেছে। শঙ্কার ব্যাপার হলো, দুদিনের ব্যবধানে সেটি এবার শতক ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পানিতে ডুবে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত প্রায় দেড় মাসে বন্যাকবলিত চার বিভাগে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে বন্যাকবলিত এলাকাগুলো পানিতে ডুবে, ডায়রিয়া, সাপের কামড় ও আঘাতজনিত নানা কারণে ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯২ জন, আক্রান্ত ছিল সাড়ে ৯ হাজার। দুদিনের ব্যবধানে রোববার সকাল পর্যন্ত সেটি দশজন বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে। যাদের সবাই পানিতে ডুবে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৬৬২ জন।
সবচেয়ে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। দ্বিতীয় সর্বোচ্চ বজ্রপাতে ১৫ জন, ডায়রিয়ায় একজন, সাপের কামড়ে ২ জন এবং অন্যান্য রোগের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ মে থেকে ৩ জুলাই পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এর বাইরে ময়মনসিংহে ৩৫ জন এবং রংপুরে ১০ জন।
এতে আরও বলা হয়, পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে ডায়রিয়ার শিকার হয়েছেন সর্বোচ্চ সাত হাজার ৪৮৬ জন। চোখের রোগে (আরটিআই) আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন, বজ্রপাতে আহত ১৫ জন, সাপের কামড়ের শিকার ১৪ জন, পানিতে ডোবা ৫৮ জন, চর্মরোগে ভুগছেন ৯৫৩ জন, চোখের প্রদাহ ২২৬ জন, বিভিন্ন আঘাতের শিকার হয়েছেন ৩০৭ জন এবং অন্যান্য রোগের শিকার হয়েছেন দুই হাজার ১৬২ জন।
সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমলেও নানা আঘাতজনিত ও পানিবাহিত রোগে মৃত্যু বেড়েই চলেছে। শঙ্কার ব্যাপার হলো, দুদিনের ব্যবধানে সেটি এবার শতক ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পানিতে ডুবে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত প্রায় দেড় মাসে বন্যাকবলিত চার বিভাগে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে বন্যাকবলিত এলাকাগুলো পানিতে ডুবে, ডায়রিয়া, সাপের কামড় ও আঘাতজনিত নানা কারণে ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯২ জন, আক্রান্ত ছিল সাড়ে ৯ হাজার। দুদিনের ব্যবধানে রোববার সকাল পর্যন্ত সেটি দশজন বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে। যাদের সবাই পানিতে ডুবে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৬৬২ জন।
সবচেয়ে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। দ্বিতীয় সর্বোচ্চ বজ্রপাতে ১৫ জন, ডায়রিয়ায় একজন, সাপের কামড়ে ২ জন এবং অন্যান্য রোগের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ মে থেকে ৩ জুলাই পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এর বাইরে ময়মনসিংহে ৩৫ জন এবং রংপুরে ১০ জন।
এতে আরও বলা হয়, পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে ডায়রিয়ার শিকার হয়েছেন সর্বোচ্চ সাত হাজার ৪৮৬ জন। চোখের রোগে (আরটিআই) আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন, বজ্রপাতে আহত ১৫ জন, সাপের কামড়ের শিকার ১৪ জন, পানিতে ডোবা ৫৮ জন, চর্মরোগে ভুগছেন ৯৫৩ জন, চোখের প্রদাহ ২২৬ জন, বিভিন্ন আঘাতের শিকার হয়েছেন ৩০৭ জন এবং অন্যান্য রোগের শিকার হয়েছেন দুই হাজার ১৬২ জন।
৬ মে রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত বছর অভ্যুত্থানের সময় আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে একটি মামলার আসামি তিনি। তিনি দেশ ছেড়েছেন বলে অনেক গণমাধ্যম সংবাদ প্রকাশের পর সরকার তাঁর বিদেশগমন নিয়ে তদন্তে নেমেছে।
১ ঘণ্টা আগেশেষ মুহূর্তে স্থগিত হলো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের অনুষ্ঠান। রাষ্ট্রপতির জরুরি কর্মব্যস্ততার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত নয় মাস ধরে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম। কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকেরা চাকরি হারিয়েছেন, তা গণমাধ্যমের মালিক নিজেকে রক্ষায় ছাঁটাই করেছেন। তাঁদের চাকরিচ্যুত করার জন্য সরকারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি।
৩ ঘণ্টা আগেবগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনে দুষ্কৃতকারীদের বাধা প্রদান ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
৩ ঘণ্টা আগে