কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের কারও সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি বলে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড যে মন্তব্য করেছেন, তা মিথ্যা’ বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
রাষ্ট্রদূতের বক্তব্য প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সাংবাদিকেরা জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা মিথ্যা কথা বলেছেন।’
মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থসচিব বৃহস্পতিবার তাঁকে [মন্ত্রী] জানিয়েছেন যে তাঁরা তথ্য চেয়েছেন। আজ আমি জিজ্ঞেস করেছি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে, নতুন অর্থসচিবও ছিলেন। আর উনিও [গভর্নর] আগে অর্থসচিব ছিলেন। উনি বলেছেন, আমরা আগে চেয়েছি। তাঁরা কোনো উত্তর দেয়নি। আমি বলেছি, তাহলে এটা মানুষকে জানিয়ে দিতে। এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।’
বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিলে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সুইস কর্তৃপক্ষের কাছে তুলবে বলে মন্ত্রী জানান।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের কারও সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি।
নাথালি শুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির ২০২২ সালের জুন মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশিরা প্রায় ৩ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা করেছেন।
তিনি বলেন, ‘সুইস ব্যাংকে রাখা অর্থের বিষয়ে তথ্য পেতে কী করতে হবে, সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি। কিন্তু নির্দিষ্ট কোনো তথ্যের জন্য আমাদের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়নি।’
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা থাকা নিয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়, তা নিতান্তই অনুমাননির্ভর বলে তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, সুইস ব্যাংকে সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের উৎস থেকে অর্থ জমা হয়। কাজেই কোনো একক ব্যক্তির জমা অর্থের আনুমানিক পরিমাণ থেকে এটা বোঝা সম্ভব নয়, ওই অর্থ জমার প্রেক্ষাপট কী।
সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের কারও সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি বলে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড যে মন্তব্য করেছেন, তা মিথ্যা’ বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
রাষ্ট্রদূতের বক্তব্য প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সাংবাদিকেরা জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা মিথ্যা কথা বলেছেন।’
মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থসচিব বৃহস্পতিবার তাঁকে [মন্ত্রী] জানিয়েছেন যে তাঁরা তথ্য চেয়েছেন। আজ আমি জিজ্ঞেস করেছি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে, নতুন অর্থসচিবও ছিলেন। আর উনিও [গভর্নর] আগে অর্থসচিব ছিলেন। উনি বলেছেন, আমরা আগে চেয়েছি। তাঁরা কোনো উত্তর দেয়নি। আমি বলেছি, তাহলে এটা মানুষকে জানিয়ে দিতে। এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।’
বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিলে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সুইস কর্তৃপক্ষের কাছে তুলবে বলে মন্ত্রী জানান।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের কারও সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি।
নাথালি শুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির ২০২২ সালের জুন মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশিরা প্রায় ৩ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা করেছেন।
তিনি বলেন, ‘সুইস ব্যাংকে রাখা অর্থের বিষয়ে তথ্য পেতে কী করতে হবে, সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি। কিন্তু নির্দিষ্ট কোনো তথ্যের জন্য আমাদের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়নি।’
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা থাকা নিয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়, তা নিতান্তই অনুমাননির্ভর বলে তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, সুইস ব্যাংকে সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের উৎস থেকে অর্থ জমা হয়। কাজেই কোনো একক ব্যক্তির জমা অর্থের আনুমানিক পরিমাণ থেকে এটা বোঝা সম্ভব নয়, ওই অর্থ জমার প্রেক্ষাপট কী।
আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার তিনি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
১ ঘণ্টা আগেসরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
২ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা...
৪ ঘণ্টা আগেসরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘তাদের দাবি পূরণে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে অনেক কিছু করে ওঠা সম্ভব নয়। তবে আগামীতে ভালো কিছু হবে বলে প্রত্যাশা করি।’ সোমবার দুপুরে ঢাকা...
৪ ঘণ্টা আগে