Ajker Patrika

বিরোধী দলগুলো স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে কি না পুলিশের কাছে জিজ্ঞাসা ইইউর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৩, ২১: ৫৭
বিরোধী দলগুলো স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে কি না পুলিশের কাছে জিজ্ঞাসা ইইউর

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। 

আজ সোমবার ইইউ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তাঁরা জানতে চেয়েছেন, বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না। বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি এই বিষয়টি জানিয়েছেন। 

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানের নেতৃত্বে সাত সদস্যের পুলিশ কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। 

বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি জানান, ইইউ প্রতিনিধিদল নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়েই মূলত কথা বলেছে। নির্বাচন সুষ্ঠু হতে পুলিশের ভূমিকা কী রকম হবে তা জানতে চেয়েছে। এ ছাড়া বিরোধী দলেগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না, তা নিয়েও তাদের আগ্রহ ছিল। 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. মনজুর রহমান বলেন, ইইউ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে এসেছিল। তাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। মূলত নির্বাচন সামনে রেখে তাঁরা যে আসা-যাওয়া করবেন, তাঁদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তায় আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না বলে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত