নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে তিনজন এনবিআরের সাম্প্রতিক ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির নেতৃত্বে ছিলেন।
এ নিয়ে দুই দিনে এনবিআরের মোট ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।
আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
এরই অংশ হিসেবে গত ২৮ জুন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তাঁরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টম হাউস, আখাউড়া, বেনাপোলসহ দেশের সব স্থলবন্দরে শুল্ক-কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এই অচলাবস্থা কাটাতে গত রোববার আন্দোলনরত এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এক বিবৃতিতে এনবিআরের আওতাধীন সব কাস্টম হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যক পরিষেবা (এসেনশিয়াল সার্ভিস) ঘোষণা করা হয়।
এমন প্রেক্ষাপটে সেদিনই বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) তেজগাঁও কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআরের কর্মকর্তারা।
এই ঘোষণার পরদিন গতকাল সোমবার এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা জানায় সংস্থাটি। তাঁদের মধ্যে পাঁচজনই ওই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন।
আজ নতুন করে অনুসন্ধানে আসা পাঁচ কর্মকর্তা হলেন এনবিআরের অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার ও ঐক্য পরিষদের সদস্য মো. তারেক হাসান।
অভিযোগের বিষয়ে দুদকের নথিতে বলা হয়, এই পাঁচ কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে ঘুষ গ্রহণের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁরা করদাতাদের প্রকৃত কর নির্ধারণ না করে কম কর আদায় করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এই দুর্নীতির কারণে সরকার প্রতিবছর বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। কিছু ক্ষেত্রে কর কর্মকর্তারা ঘুষ না পেলে মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করতেন বলেও নথিতে উল্লেখ করা হয়।
তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অভিযোগ পর্যালোচনা করে দুদক জানতে পারে, অনেক করদাতা আগাম বা অতিরিক্ত কর দেওয়ার পরও তা ফেরত পেতে হয়রানির শিকার হন। ফেরতের বিপরীতে করদাতাদের অনেক সময় করের সমপরিমাণ ঘুষ দিতে হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরত প্রক্রিয়ায়ও অনৈতিকভাবে অর্থ আত্মসাৎ করেন বলে জানায় দুদক।
এ ছাড়া বিভিন্ন বন্দরে চাকরিকালে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুল্ক, ভ্যাট ও আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে নিজেদের লাভবান হওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে তিনজন এনবিআরের সাম্প্রতিক ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির নেতৃত্বে ছিলেন।
এ নিয়ে দুই দিনে এনবিআরের মোট ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।
আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
এরই অংশ হিসেবে গত ২৮ জুন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তাঁরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টম হাউস, আখাউড়া, বেনাপোলসহ দেশের সব স্থলবন্দরে শুল্ক-কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এই অচলাবস্থা কাটাতে গত রোববার আন্দোলনরত এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এক বিবৃতিতে এনবিআরের আওতাধীন সব কাস্টম হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যক পরিষেবা (এসেনশিয়াল সার্ভিস) ঘোষণা করা হয়।
এমন প্রেক্ষাপটে সেদিনই বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) তেজগাঁও কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআরের কর্মকর্তারা।
এই ঘোষণার পরদিন গতকাল সোমবার এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা জানায় সংস্থাটি। তাঁদের মধ্যে পাঁচজনই ওই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন।
আজ নতুন করে অনুসন্ধানে আসা পাঁচ কর্মকর্তা হলেন এনবিআরের অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার ও ঐক্য পরিষদের সদস্য মো. তারেক হাসান।
অভিযোগের বিষয়ে দুদকের নথিতে বলা হয়, এই পাঁচ কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে ঘুষ গ্রহণের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁরা করদাতাদের প্রকৃত কর নির্ধারণ না করে কম কর আদায় করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এই দুর্নীতির কারণে সরকার প্রতিবছর বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। কিছু ক্ষেত্রে কর কর্মকর্তারা ঘুষ না পেলে মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করতেন বলেও নথিতে উল্লেখ করা হয়।
তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অভিযোগ পর্যালোচনা করে দুদক জানতে পারে, অনেক করদাতা আগাম বা অতিরিক্ত কর দেওয়ার পরও তা ফেরত পেতে হয়রানির শিকার হন। ফেরতের বিপরীতে করদাতাদের অনেক সময় করের সমপরিমাণ ঘুষ দিতে হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরত প্রক্রিয়ায়ও অনৈতিকভাবে অর্থ আত্মসাৎ করেন বলে জানায় দুদক।
এ ছাড়া বিভিন্ন বন্দরে চাকরিকালে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুল্ক, ভ্যাট ও আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে নিজেদের লাভবান হওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১ তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। পরে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। ওই রিট নিষ্পত্তি করে ২০১৯ সালের...
৪ মিনিট আগেনিবন্ধন স্থগিত হওয়ার আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ১৩ জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত
৩ ঘণ্টা আগেমন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগেমালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসী ঠেকাতে আরও কঠোর হয়েছে। ভিজিট ভিসায় যাওয়া সন্দেহভাজনদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ফেরত পাঠানো হচ্ছে। গত সোমবার ওই বিমানবন্দর থেকে ফেরত পাঠানো বিভিন্ন দেশের ১৩১ ব্যক্তির ৯৬ জনই বাংলাদেশি।
১২ ঘণ্টা আগে