নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী শুক্রবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (আগের নাম কর্ণফুলী টানেল) দ্বিতীয় টিউবের মুখ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ডিসেম্বরে খুলে দেওয়ার কথা ছিল। তবে কাজ শেষ হয়ে যাওয়ায় আগামী শুক্রবার খুলে দেওয়া হবে। এই টানেল সময়ের আগে খুলে দেওয়ার কারণে ব্যয় কিছুটা হলেও সাশ্রয় হবে। আগামী শুক্রবার মধ্যরাতে টানেলের দ্বিতীয় মুখ উন্মোচন করা হবে। তবে এখনই পরিবহন যাতায়াত করতে পারবে না। পুরোপুরি সম্পন্ন করতে আরও কিছু দিন সময় লাগবে।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেন বিশিষ্ট সড়ক টানেল নির্মাণ করা হয়েছে। মূল টানেল দুটি টিউব সম্বলিত ও ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ। টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশশিক ৩৫ কিলোমিটার এপ্রোচ রোড এবং ৭২৭ মিটার ওভার ব্রিজ (ভয়াডাক্ট) সম্পন্ন এই টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।
এর প্রকল্প ব্যয় ৯ হাজার ৮৮০ দশমিক ৪০ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহয়তা ৩ হাজার ৯৬৭ দশমিক ২১ কোটি টাকা এবং চীন সরকারের অর্থ সহয়তা ৫ হাজার ৯১৩ দশমিক ১৯ কোটি টাকা।
এদিকে একনেক বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা শুধু কারখানার ভেতরে না করে কারখানা এলাকায় ইটিপি স্থাপনে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোনো প্রকল্পে বৈদেশিক সহায়তা না পেলে রিজার্ভ থেকেও ঋণ নেওয়া যেতে পারে এবং ওই ঋণ রির্জাভ থেকেই শোধ করতে হবে। কোনো এলাকা যাতে অবহেলিত না হয় সেজন্য দেশের সব এলাকায় সমানভাবে উন্নয়ন কাজ করা এবং নদী ও খাল নিয়মিত ড্রেজিংয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
আজ একনেক সভায় ৬ হাজার ৫১১ কোটি টাকা ব্যয়ে নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী শুক্রবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (আগের নাম কর্ণফুলী টানেল) দ্বিতীয় টিউবের মুখ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ডিসেম্বরে খুলে দেওয়ার কথা ছিল। তবে কাজ শেষ হয়ে যাওয়ায় আগামী শুক্রবার খুলে দেওয়া হবে। এই টানেল সময়ের আগে খুলে দেওয়ার কারণে ব্যয় কিছুটা হলেও সাশ্রয় হবে। আগামী শুক্রবার মধ্যরাতে টানেলের দ্বিতীয় মুখ উন্মোচন করা হবে। তবে এখনই পরিবহন যাতায়াত করতে পারবে না। পুরোপুরি সম্পন্ন করতে আরও কিছু দিন সময় লাগবে।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেন বিশিষ্ট সড়ক টানেল নির্মাণ করা হয়েছে। মূল টানেল দুটি টিউব সম্বলিত ও ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ। টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশশিক ৩৫ কিলোমিটার এপ্রোচ রোড এবং ৭২৭ মিটার ওভার ব্রিজ (ভয়াডাক্ট) সম্পন্ন এই টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।
এর প্রকল্প ব্যয় ৯ হাজার ৮৮০ দশমিক ৪০ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহয়তা ৩ হাজার ৯৬৭ দশমিক ২১ কোটি টাকা এবং চীন সরকারের অর্থ সহয়তা ৫ হাজার ৯১৩ দশমিক ১৯ কোটি টাকা।
এদিকে একনেক বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা শুধু কারখানার ভেতরে না করে কারখানা এলাকায় ইটিপি স্থাপনে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোনো প্রকল্পে বৈদেশিক সহায়তা না পেলে রিজার্ভ থেকেও ঋণ নেওয়া যেতে পারে এবং ওই ঋণ রির্জাভ থেকেই শোধ করতে হবে। কোনো এলাকা যাতে অবহেলিত না হয় সেজন্য দেশের সব এলাকায় সমানভাবে উন্নয়ন কাজ করা এবং নদী ও খাল নিয়মিত ড্রেজিংয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
আজ একনেক সভায় ৬ হাজার ৫১১ কোটি টাকা ব্যয়ে নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন সরাসরি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে করা যাবে। এই মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি দাখিল করতে
৩৩ মিনিট আগেকমডোর মো. শফিউল বারীকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এই নৌ কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিতে তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে ডিএমপির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিটটি দায়ের করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার...
২ ঘণ্টা আগে