Ajker Patrika

করোনা চিকিৎসায় নতুন বড়ির অনুমোদন, তৈরি হবে দেশেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২৩: ২৫
করোনা চিকিৎসায় নতুন বড়ির অনুমোদন, তৈরি হবে দেশেই

কোভিড চিকিৎসায় অ্যান্টিভাইরাল বড়ির অনুমোদন দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দেশেই উৎপাদনের জন্য কয়েকটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার রাতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আইয়ুব হোসেন আজকের পত্রিকাকে জানান, দেশে করোনা চিকিৎসায় মোলনুপিরাভির অ্যান্টিভাইরাল বড়ির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 

গত ৪ নভেম্বর যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দিয়েছে। তবে শুধু ১৮ বা এর বেশি বয়সীদের জন্য কোভিড চিকিৎসায় এই বড়ি ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেন সরকার। এর একদিন পরই কোভিড চিকিৎসায় নিজেদের উৎপাদিত মুখে খাওয়ার (অ্যান্টি-ভাইরাল) ক্যাপসুলকে ৮৯ শতাংশ কার্যকর বলে দাবি করেছে কোভিড টিকা প্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফাইজার। 

মার্কিন ওষুধ কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকের মোলনুপিরাভির অ্যান্টিভাইরাল বড়ি বাজারে নিয়ে এসেছে। এটি মুখে খাওয়ার ওষুধ। 

এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ওষুধ কোম্পানি এই ওষুধ উৎপাদনের অনুমোদন চেয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করেছে। এর মধ্যে এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান রয়েছে। 

ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আইয়ুব হোসেন জানিয়েছেন, দেশের কয়েকটি প্রতিষ্ঠান মোলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। অধিদপ্তর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এর মধ্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান দেশে মোলনুপিরাভির উৎপাদন ও বিপণনের অনুমতি পেয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত