Ajker Patrika

‘ডিসেম্বরের মধ্যে আরও ৫ কোটি মানুষ পূর্ণ ডোজ টিকা পাবে’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ জুন ২০২১, ১৬: ২৪
‘ডিসেম্বরের মধ্যে আরও ৫ কোটি মানুষ পূর্ণ ডোজ টিকা পাবে’

ঢাকা: আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৫ কোটি মানুষকে পূর্ণ ডোজ কোভিড টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার জাতীয় সংসদের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 

বাজেট পাসের সময় মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৫৯টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে তিনটি মন্ত্রণালয়/বিভাগ নিয়ে আলোচনা হয়। এগুলো হলো–আইন মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য সেবা বিভাগ। জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই প্রস্তাবেরও পর তাঁদের বক্তব্য দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের দুই/তিন তারিখের মধ্যে ২৫ লাখ মডার্নার টিকা চলে আসবে। চীনা টিকাও একই সময়ে চলে আসবে। আমরা কোভ্যাক্স সুবিধা থেকে ৬ কোটি ৩০ লাখ ডোজ টিকা ডিসেম্বরের মধ্যে পাব। চীনা সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। আমাদের হাতে এখন ডিসেম্বর পর্যন্ত ১০ কোটি ডোজ টিকার ব্যবস্থা রয়েছে। এ দিয়ে ৫ কোটি লোককে পূর্ণ ডোজ টিকা দিতে পারব। 

তিনি বলেন, আমাদের জনসন অ্যান্ড জনসন, যেটা আমরা সম্প্রতি সম্মতি দিয়েছি, সেটার আছে ৭ কোটি ডোজ টিকা। সেটি দিয়ে ৭ কোটি লোককে টিকা দিতে পারব। সেটি আগামী বছরের প্রথম কোয়ার্টারে (জানুয়ারি–মার্চ) পাব। অর্থাৎ আগামী বছরের প্রথম কোয়ার্টারেই ৮০ ভাগ লোককে টিকা দিতে পারব। 

উল্লেখ্য, জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা এক ডোজের। অন্যগুলোর কোর্স পূর্ণ করতে দুটি করে ডোজ নিতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত