অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কানাডার ফ্লাইট ধরতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান। কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তাঁকে আটক করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কানাডা যাওয়ার জন্য বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, তার স্ত্রী ও সন্তান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তাঁকে থামান ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়। এরপর তার স্ত্রী সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দেন। আর বিজিবি সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় চলে যান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং বেসামরিক লোকসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কানাডার ফ্লাইট ধরতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান। কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তাঁকে আটক করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কানাডা যাওয়ার জন্য বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, তার স্ত্রী ও সন্তান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তাঁকে থামান ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়। এরপর তার স্ত্রী সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দেন। আর বিজিবি সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় চলে যান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং বেসামরিক লোকসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
২৫ মিনিট আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
৩১ মিনিট আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
৪ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
৫ ঘণ্টা আগে