নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ আলোচনা সভাটির আয়োজন করে।
হাইকমিশনার বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সহায়তা দেওয়া ভারতের নীতি। আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম।’
বাংলাদেশকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
হাইকমিশনার বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘপথ চলায় দুই দেশ আজ বিশ্বে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। মহামারি, সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ বিশ্বমঞ্চে একত্রে কাজ করছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে দুই দেশ অর্থনীতি, সমাজ ও জনগণের মধ্যে সুদৃঢ় যোগসূত্র স্থাপন করতে চায়।
শহীদ বুদ্ধিজীবী দিবসকে শোকের দিন অভিহিত করে প্রণয় ভার্মা বলেন, বুদ্ধিজীবীদের আত্মদান বৃথা যায়নি। সার্বভৌমত্ব অর্জনের পর থেকে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ৫২ বছর আগে তাঁদের অকুতোভয় আত্মত্যাগ চির-অমর হয়ে থাকবে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ অন্যরা।
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ আলোচনা সভাটির আয়োজন করে।
হাইকমিশনার বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সহায়তা দেওয়া ভারতের নীতি। আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম।’
বাংলাদেশকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
হাইকমিশনার বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘপথ চলায় দুই দেশ আজ বিশ্বে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। মহামারি, সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ বিশ্বমঞ্চে একত্রে কাজ করছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে দুই দেশ অর্থনীতি, সমাজ ও জনগণের মধ্যে সুদৃঢ় যোগসূত্র স্থাপন করতে চায়।
শহীদ বুদ্ধিজীবী দিবসকে শোকের দিন অভিহিত করে প্রণয় ভার্মা বলেন, বুদ্ধিজীবীদের আত্মদান বৃথা যায়নি। সার্বভৌমত্ব অর্জনের পর থেকে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ৫২ বছর আগে তাঁদের অকুতোভয় আত্মত্যাগ চির-অমর হয়ে থাকবে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ অন্যরা।
তিনি বলেন, ‘আমি কারাগারে থেকে বের না হলে তারা সবাই কাজ হারাবে। আমার ব্যবসা ধরার কোনো লোক নেই। আমার দুই ছেলে লন্ডনে পরিবার নিয়ে থাকে। আমার কোম্পানিতে ৮০-৯০টি ট্রাক ছিল। এখন ২০টা আছে। আমাকে জামিন দেন, যাতে আমি সব টাকা পরিশোধ করতে পারি। দুদকের অভিযোগের বিষয়ে আমি পুরোপুরি অবগত নই।
২৫ মিনিট আগেগতকাল সোমবার (২১ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখনো সম্পূর্ণ অক্ষত ও সুস্থ ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরী। কিন্তু তিনি বিপদ দেখে সরে যাননি, নিজের সন্তানের মতো বুক আগলে বাঁচাতে চেয়েছিলেন ছাত্র-ছাত্রীদের
১ ঘণ্টা আগেতত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বাছাই কমিটি ব্যর্থ হলে বিচার বিভাগ থেকে প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে একমত বিএনপি ও জামায়াত। তবে এনসিপি, গণসংহতি আন্দোলনসহ কিছু দল এর বিরোধিতা করেছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও নতুন জট তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে