ফিচার ডেস্ক
সারা বছর প্রকাশিত হওয়ার কথা থাকলেও ভ্রমণবিষয়ক বই যে সেভাবে প্রকাশিত হয় না, সেটা আমরা জানি। সে জন্যই কিছুটা ব্যতিক্রম মনে হলো সজল জাহিদের প্রচেষ্টাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘দু’চাকায় দেখতে দেশ’ নামক ভ্রমণের বইটি। প্রকাশক নটিলাস। দাম ৫০০ টাকা।
সজল জাহিদ একজন পর্যটক। ঘুরে বেড়ান দেশে-বিদেশে। সেসব অভিজ্ঞতা নিয়ে লেখালেখিও করেন পত্রপত্রিকায়। এর আগেও তাঁর লেখা বই প্রকাশিত হয়েছে।
ভ্রমণের ক্ষেত্রে সজলকে বলা যায় ভারত বিশেষজ্ঞ। প্রায় পুরো ভারত ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে বইটি সেসব ভ্রমণ নিয়ে লেখা নয়। সম্প্রতি সজল সাইকেলে ঘুরেছেন পুরো দেশ। তবে একটানা নয়। চাকরির ফাঁকে পাওয়া ছুটিতে তিনি বেরিয়ে পড়েছিলেন সাইকেল নিয়ে। সেসব বয়ান তিনি লিখে রেখেছেন ২০৫ পাতার এ বইয়ে।
এক ভয়াবহ দুর্ঘটনা থেকে সুস্থ হওয়ার এক মাসের মাথায় সজল সাইকেল চালিয়ে গিয়েছিলেন ঢাকা থেকে ত্রিশাল, ৮৫ কিলোমিটার। সেটাকে তিনি বলেছেন, পুরো ভ্রমণের টেস্টিং পার্ট। সে ভ্রমণের এক সপ্তাহের মাথায় গিয়েছিলেন ময়মনসিংহ। আর একেবারে শেষে, এ বছরের মে মাসে গিয়েছিলেন বকশীগঞ্জ থেকে হালুয়াঘাট। মাঝখানে ছিল বিশাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ। এসবের গল্প উঠে এসেছে বইটিতে।
তবে এ বইয়ের বিশেষত্ব হলো তাঁর দেখা গুরুত্বপূর্ণ জায়গা ও জনপ্রিয় খাবারের তালিকা। ভ্রমণপ্রিয়দের বইটি ভালো লাগবে আশা করি।
সারা বছর প্রকাশিত হওয়ার কথা থাকলেও ভ্রমণবিষয়ক বই যে সেভাবে প্রকাশিত হয় না, সেটা আমরা জানি। সে জন্যই কিছুটা ব্যতিক্রম মনে হলো সজল জাহিদের প্রচেষ্টাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘দু’চাকায় দেখতে দেশ’ নামক ভ্রমণের বইটি। প্রকাশক নটিলাস। দাম ৫০০ টাকা।
সজল জাহিদ একজন পর্যটক। ঘুরে বেড়ান দেশে-বিদেশে। সেসব অভিজ্ঞতা নিয়ে লেখালেখিও করেন পত্রপত্রিকায়। এর আগেও তাঁর লেখা বই প্রকাশিত হয়েছে।
ভ্রমণের ক্ষেত্রে সজলকে বলা যায় ভারত বিশেষজ্ঞ। প্রায় পুরো ভারত ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে বইটি সেসব ভ্রমণ নিয়ে লেখা নয়। সম্প্রতি সজল সাইকেলে ঘুরেছেন পুরো দেশ। তবে একটানা নয়। চাকরির ফাঁকে পাওয়া ছুটিতে তিনি বেরিয়ে পড়েছিলেন সাইকেল নিয়ে। সেসব বয়ান তিনি লিখে রেখেছেন ২০৫ পাতার এ বইয়ে।
এক ভয়াবহ দুর্ঘটনা থেকে সুস্থ হওয়ার এক মাসের মাথায় সজল সাইকেল চালিয়ে গিয়েছিলেন ঢাকা থেকে ত্রিশাল, ৮৫ কিলোমিটার। সেটাকে তিনি বলেছেন, পুরো ভ্রমণের টেস্টিং পার্ট। সে ভ্রমণের এক সপ্তাহের মাথায় গিয়েছিলেন ময়মনসিংহ। আর একেবারে শেষে, এ বছরের মে মাসে গিয়েছিলেন বকশীগঞ্জ থেকে হালুয়াঘাট। মাঝখানে ছিল বিশাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ। এসবের গল্প উঠে এসেছে বইটিতে।
তবে এ বইয়ের বিশেষত্ব হলো তাঁর দেখা গুরুত্বপূর্ণ জায়গা ও জনপ্রিয় খাবারের তালিকা। ভ্রমণপ্রিয়দের বইটি ভালো লাগবে আশা করি।
সময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৫ ঘণ্টা আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
৫ ঘণ্টা আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
৫ ঘণ্টা আগেবৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। তার ওপর প্রতিদিন যাঁদের কাজের জন্য বাইরে যেতে হয়, তাঁদের নাজেহাল অবস্থা। গরম তো আর কমানো সম্ভব নয়, তবে এ সময়ে আরাম পেতে কিছু বিষয় মেনে চলা যেতেই পারে।
৫ ঘণ্টা আগে