ভ্রমণ ডেস্ক
তিন তারকা, পাঁচ তারকা আর সাত তারকার ভিড়ে অনেকে হয়তো জানেন না, বিশ্বে মাত্র একটি দশ তারকা হোটেল আছে। দুবাইয়ে। শহরটির সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় এটি অবস্থিত। হোটেলের নাম বুর্জ আল-আরব।
৩২১ মিটার উঁচুতে বুর্জ আল-আরবের প্রতি রাতের ভাড়া ১ লাখ ৬৬ হাজার টাকা থেকে শুরু। বিলাসবহুল এই হোটেলে কোনো একক কক্ষ নেই। আছে ২০২টি ডাবল স্যুট। এই স্যুটগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির আয়তন ১৬৯ বর্গমিটার। আর সবচেয়ে বড় স্যুটটির আয়তন ৭৮০ বর্গমিটার। সব স্যুটে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধা।
এই হোটেলের পরিষেবাও অত্যন্ত বিলাসবহুল। এখানে পার্কিং, পুল, লাউঞ্জ, ওয়াটার পার্ক, হট বাথ ও ইনফিনিটি পুল সুবিধা আছে। বুর্জ আল-আরবে বেবি সিটিং, স্পেশাল ডায়েট মেনু, পুলসাইড বার, হেড ম্যাসাজ, ম্যাসাজ ও স্টিম রুমও দেওয়া হয়। এ ছাড়া ব্যক্তিগত প্রশিক্ষকসহ ফিটনেস রুম, স্পা, ভিউসহ পুল ও ব্রেকফাস্ট বুফে দেওয়া হয়। আরও আছে একটি সুইম-আপ বার, রুফটপ বার, কাপল ম্যাসাজ, ফুল বডি ম্যাসাজ পারলার।
তিন তারকা, পাঁচ তারকা আর সাত তারকার ভিড়ে অনেকে হয়তো জানেন না, বিশ্বে মাত্র একটি দশ তারকা হোটেল আছে। দুবাইয়ে। শহরটির সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় এটি অবস্থিত। হোটেলের নাম বুর্জ আল-আরব।
৩২১ মিটার উঁচুতে বুর্জ আল-আরবের প্রতি রাতের ভাড়া ১ লাখ ৬৬ হাজার টাকা থেকে শুরু। বিলাসবহুল এই হোটেলে কোনো একক কক্ষ নেই। আছে ২০২টি ডাবল স্যুট। এই স্যুটগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির আয়তন ১৬৯ বর্গমিটার। আর সবচেয়ে বড় স্যুটটির আয়তন ৭৮০ বর্গমিটার। সব স্যুটে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধা।
এই হোটেলের পরিষেবাও অত্যন্ত বিলাসবহুল। এখানে পার্কিং, পুল, লাউঞ্জ, ওয়াটার পার্ক, হট বাথ ও ইনফিনিটি পুল সুবিধা আছে। বুর্জ আল-আরবে বেবি সিটিং, স্পেশাল ডায়েট মেনু, পুলসাইড বার, হেড ম্যাসাজ, ম্যাসাজ ও স্টিম রুমও দেওয়া হয়। এ ছাড়া ব্যক্তিগত প্রশিক্ষকসহ ফিটনেস রুম, স্পা, ভিউসহ পুল ও ব্রেকফাস্ট বুফে দেওয়া হয়। আরও আছে একটি সুইম-আপ বার, রুফটপ বার, কাপল ম্যাসাজ, ফুল বডি ম্যাসাজ পারলার।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে