Ajker Patrika

বিশ্বের একমাত্র ১০ তারকা হোটেল

ভ্রমণ ডেস্ক
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৫: ২৮
Thumbnail image

তিন তারকা, পাঁচ তারকা আর সাত তারকার ভিড়ে অনেকে হয়তো জানেন না, বিশ্বে মাত্র একটি দশ তারকা হোটেল আছে। দুবাইয়ে। শহরটির সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় এটি অবস্থিত। হোটেলের নাম বুর্জ আল-আরব।

৩২১ মিটার উঁচুতে বুর্জ আল-আরবের প্রতি রাতের ভাড়া ১ লাখ ৬৬ হাজার টাকা থেকে শুরু। বিলাসবহুল এই হোটেলে কোনো একক কক্ষ নেই। আছে ২০২টি ডাবল স্যুট। এই স্যুটগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির আয়তন ১৬৯ বর্গমিটার। আর সবচেয়ে বড় স্যুটটির আয়তন ৭৮০ বর্গমিটার। সব স্যুটে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধা।

এই হোটেলের পরিষেবাও অত্যন্ত বিলাসবহুল। এখানে পার্কিং, পুল, লাউঞ্জ, ওয়াটার পার্ক, হট বাথ ও ইনফিনিটি পুল সুবিধা আছে। বুর্জ আল-আরবে বেবি সিটিং, স্পেশাল ডায়েট মেনু, পুলসাইড বার, হেড ম্যাসাজ, ম্যাসাজ ও স্টিম রুমও দেওয়া হয়। এ ছাড়া ব্যক্তিগত প্রশিক্ষকসহ ফিটনেস রুম, স্পা, ভিউসহ পুল ও ব্রেকফাস্ট বুফে দেওয়া হয়। আরও আছে একটি সুইম-আপ বার, রুফটপ বার, কাপল ম্যাসাজ, ফুল বডি ম্যাসাজ পারলার।

বুর্জ আল-আরবের ইন্টেরিয়র

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত