হুসাইন আহমদ
মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ এক নারীর করুণ আর্তনাদ ভেসে আসে মেক্সিকো সিটির অভিজাত আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে। নগ্ন, বিভ্রান্ত সেই নারী দাঁড়িয়ে ছিলেন পঞ্চম তলার ব্যালকনিতে। তাকে উদ্ধার করতে ছুটে আসে পুলিশ। ভেতরে ছিলেন এক নির্বিকার, শান্ত মুখের পুরুষ — পরিচয় দিলেন মার্কিন কূটনীতিক হিসেবে। নাম ব্রায়ান জেফরি রেমন্ড।
তবে এই শান্ত মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। রেমন্ড শুধু কূটনীতিক নন, ছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একজন অভিজ্ঞ কর্মকর্তা। দুই দশকের বেশি সময় ধরে তিনি কাজ করেছেন বিভিন্ন দেশে— মেক্সিকো, পেরু থেকে শুরু করে আরও অনেক গোপন জায়গায়। কিন্তু এসব মিশনের আড়ালে তিনি নিজের একক ‘শিকারী মিশন’ চালিয়ে গেছেন— নারীদের অচেতন করে ধর্ষণ ও নির্যাতনের ধারাবাহিক এক অপরাধযজ্ঞ।
এই গল্প কোনো সিনেমার নয়, বাস্তবের। এবং তা শুরু হয় বহু আগে, ২০০৬ সালে। ডেটিং অ্যাপ কিংবা সাধারণ পরিচয়ের আড়ালে, কখনও পুরোনো বন্ধুত্বের ভান করে তিনি নারীদের কাছে টানতেন। তারপর নিজের সরকারি বা ভাড়া বাসায় ডেকে নিতেন। নিঃসন্দেহে তাঁর ব্যবহারে ছিল এক আত্মবিশ্বাসী সৌজন্যবোধ। কথার জাদুতে বিশ্বাস জাগাতেন, রোমাঞ্চের ছায়া দেখাতেন।
কিন্তু একবার দরজা বন্ধ হলেই, শুরু হতো নির্মমতা। নারীটি পানীয়তে চুমুক দিতেন, রেমন্ড নিশ্চিত হতেন মাদক কাজ করছে। তার পরিণতি হতো, নারীর অসাড় দেহ, সংজ্ঞাহীন অবস্থা। তখনই শুরু হতো সিআইএর এই কর্মকর্তার বিকৃত উল্লাস।
কখনও তিনি ছবি তুলতেন, কখনও ভিডিও করতেন। ক্লোজআপে থাকত স্তন ও যৌনাঙ্গের ছবি। কখনও তাঁর নিজের নগ্ন শরীর দেখা যেত অচেতন নারীর ওপর। এসব করে তিনি তুলে রেখেছেন শত শত ছবি ও ভিডিও, যার সংখ্যা ৫০০-রও বেশি। যেন কোনো ট্রফি, শিকারের মাথা যেভাবে দেয়ালে টাঙিয়ে রাখে কেউ।
একজন–দুজন নয়, অন্তত ৩০ জন নারী এই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই তা জানতে পেরেছেন বহু পরে, যখন এফবিআই ছবি দেখিয়েছে, তখন তাঁরা নিজের অচেতন দেহকে দেখে কেঁপে উঠেছেন। কেউ বলেছেন, ‘আমার শরীর যেন মৃতদেহ। এখন রাতে ঘুম ভেঙে নিজেকে লাশ মনে হয়।’ আরেকজন জানান, তিনি এখন ঘন ঘন সম্মোহিত অবস্থায় চলে যান— বুঝতে পারেন না তিনি কোথায়, কখনও কখনও গাড়ি চালিয়ে সিগন্যাল ভেঙে ফেলেন।
ব্রায়ান জেফরি রেমন্ড নিজে বহু ভাষাবিদ। স্প্যানিশ, ম্যান্ডারিন— নানা ভাষা জানতেন; সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারতেন অনায়াসে। সিআইএর প্রশিক্ষণ তাকে দিয়েছিল বিশ্বাসযোগ্যতা, সৌজন্য, শৃঙ্খলা ও ভদ্রতার মুখোশ। সেই মুখোশের আড়ালেই গড়ে তুলেছিলেন নিজের শিকারী জগৎ।
কিন্তু সেই মুখোশ খসে পড়তে শুরু করে মেক্সিকোর ঘটনার পর। মেক্সিকোর পুলিশ তার বাড়ি তল্লাশি করতে পারেনি, কারণ তাঁর কূটনৈতিক নিরাপত্তা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে ফেরার পর, তদন্তকারীরা হাত লাগান। ফোন, ল্যাপটপ ঘেঁটে মেলে ভয়ংকর সব প্রমাণ। তাঁকে গ্রেপ্তার করা হয় ২০২০ সালের অক্টোবর মাসে, সান দিয়েগো থেকে। তারপর শুরু হয় বিচারপ্রক্রিয়া।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। চারটি গুরুতর অভিযোগ তিনি স্বীকার করেন। এগুলো হলো— যৌন নির্যাতন, অবাঞ্ছিত যৌন আচরণ, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা এবং অশ্লীল ছবি–ভিডিও রাখা। এর জন্য প্রত্যেক ভুক্তভোগীকে ১০ হাজার ডলার করে ক্ষতিপূরণ দেওয়ার রায় দেন আদালত। সেই সঙ্গে তাঁর নাম থাকবে যৌন অপরাধীর তালিকায়, আজীবনের জন্য।
আদালতে দাঁড়িয়ে রেমন্ড বলেছিলেন, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায় নিচ্ছি। আমি যা করেছি, তা আমি নই— তবু আমি তাই হয়ে উঠেছিলাম।’
তবে তার এই ‘অনুতাপ’ অনেকের কাছে মুখোশেরই আরেক রূপ। কারণ বাস্তবে তিনি বহু বছর ধরে দেশে দেশে নারীদের জন্য ছিলেন এক নিঃশব্দ দানব। তার ভদ্রতা ছিল ফাঁদ, সৌজন্য ছিল ছুরি। সিআইএ নিজেও তাকে আর রক্ষা করেনি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘রেমন্ডের আচরণের পক্ষে কোনো অজুহাত নেই। এই ঘটনা প্রমাণ করে, আইন প্রয়োগে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এখন প্রশ্ন শুধু একটাই— এই ধরনের অপরাধ কি কেবল একজন ‘শিকারী’র কাহিনি, নাকি এর আড়ালে আরও অনেক মুখোশধারী ঘুরে বেড়াচ্ছে? কারণ দানবেরা অনেক সময় জেন্টলম্যানের পোশাকেই আসে!
সূত্র: যুক্তরাষ্ট্র বিচার বিভাগ
মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ এক নারীর করুণ আর্তনাদ ভেসে আসে মেক্সিকো সিটির অভিজাত আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে। নগ্ন, বিভ্রান্ত সেই নারী দাঁড়িয়ে ছিলেন পঞ্চম তলার ব্যালকনিতে। তাকে উদ্ধার করতে ছুটে আসে পুলিশ। ভেতরে ছিলেন এক নির্বিকার, শান্ত মুখের পুরুষ — পরিচয় দিলেন মার্কিন কূটনীতিক হিসেবে। নাম ব্রায়ান জেফরি রেমন্ড।
তবে এই শান্ত মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। রেমন্ড শুধু কূটনীতিক নন, ছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একজন অভিজ্ঞ কর্মকর্তা। দুই দশকের বেশি সময় ধরে তিনি কাজ করেছেন বিভিন্ন দেশে— মেক্সিকো, পেরু থেকে শুরু করে আরও অনেক গোপন জায়গায়। কিন্তু এসব মিশনের আড়ালে তিনি নিজের একক ‘শিকারী মিশন’ চালিয়ে গেছেন— নারীদের অচেতন করে ধর্ষণ ও নির্যাতনের ধারাবাহিক এক অপরাধযজ্ঞ।
এই গল্প কোনো সিনেমার নয়, বাস্তবের। এবং তা শুরু হয় বহু আগে, ২০০৬ সালে। ডেটিং অ্যাপ কিংবা সাধারণ পরিচয়ের আড়ালে, কখনও পুরোনো বন্ধুত্বের ভান করে তিনি নারীদের কাছে টানতেন। তারপর নিজের সরকারি বা ভাড়া বাসায় ডেকে নিতেন। নিঃসন্দেহে তাঁর ব্যবহারে ছিল এক আত্মবিশ্বাসী সৌজন্যবোধ। কথার জাদুতে বিশ্বাস জাগাতেন, রোমাঞ্চের ছায়া দেখাতেন।
কিন্তু একবার দরজা বন্ধ হলেই, শুরু হতো নির্মমতা। নারীটি পানীয়তে চুমুক দিতেন, রেমন্ড নিশ্চিত হতেন মাদক কাজ করছে। তার পরিণতি হতো, নারীর অসাড় দেহ, সংজ্ঞাহীন অবস্থা। তখনই শুরু হতো সিআইএর এই কর্মকর্তার বিকৃত উল্লাস।
কখনও তিনি ছবি তুলতেন, কখনও ভিডিও করতেন। ক্লোজআপে থাকত স্তন ও যৌনাঙ্গের ছবি। কখনও তাঁর নিজের নগ্ন শরীর দেখা যেত অচেতন নারীর ওপর। এসব করে তিনি তুলে রেখেছেন শত শত ছবি ও ভিডিও, যার সংখ্যা ৫০০-রও বেশি। যেন কোনো ট্রফি, শিকারের মাথা যেভাবে দেয়ালে টাঙিয়ে রাখে কেউ।
একজন–দুজন নয়, অন্তত ৩০ জন নারী এই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই তা জানতে পেরেছেন বহু পরে, যখন এফবিআই ছবি দেখিয়েছে, তখন তাঁরা নিজের অচেতন দেহকে দেখে কেঁপে উঠেছেন। কেউ বলেছেন, ‘আমার শরীর যেন মৃতদেহ। এখন রাতে ঘুম ভেঙে নিজেকে লাশ মনে হয়।’ আরেকজন জানান, তিনি এখন ঘন ঘন সম্মোহিত অবস্থায় চলে যান— বুঝতে পারেন না তিনি কোথায়, কখনও কখনও গাড়ি চালিয়ে সিগন্যাল ভেঙে ফেলেন।
ব্রায়ান জেফরি রেমন্ড নিজে বহু ভাষাবিদ। স্প্যানিশ, ম্যান্ডারিন— নানা ভাষা জানতেন; সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারতেন অনায়াসে। সিআইএর প্রশিক্ষণ তাকে দিয়েছিল বিশ্বাসযোগ্যতা, সৌজন্য, শৃঙ্খলা ও ভদ্রতার মুখোশ। সেই মুখোশের আড়ালেই গড়ে তুলেছিলেন নিজের শিকারী জগৎ।
কিন্তু সেই মুখোশ খসে পড়তে শুরু করে মেক্সিকোর ঘটনার পর। মেক্সিকোর পুলিশ তার বাড়ি তল্লাশি করতে পারেনি, কারণ তাঁর কূটনৈতিক নিরাপত্তা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে ফেরার পর, তদন্তকারীরা হাত লাগান। ফোন, ল্যাপটপ ঘেঁটে মেলে ভয়ংকর সব প্রমাণ। তাঁকে গ্রেপ্তার করা হয় ২০২০ সালের অক্টোবর মাসে, সান দিয়েগো থেকে। তারপর শুরু হয় বিচারপ্রক্রিয়া।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। চারটি গুরুতর অভিযোগ তিনি স্বীকার করেন। এগুলো হলো— যৌন নির্যাতন, অবাঞ্ছিত যৌন আচরণ, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা এবং অশ্লীল ছবি–ভিডিও রাখা। এর জন্য প্রত্যেক ভুক্তভোগীকে ১০ হাজার ডলার করে ক্ষতিপূরণ দেওয়ার রায় দেন আদালত। সেই সঙ্গে তাঁর নাম থাকবে যৌন অপরাধীর তালিকায়, আজীবনের জন্য।
আদালতে দাঁড়িয়ে রেমন্ড বলেছিলেন, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায় নিচ্ছি। আমি যা করেছি, তা আমি নই— তবু আমি তাই হয়ে উঠেছিলাম।’
তবে তার এই ‘অনুতাপ’ অনেকের কাছে মুখোশেরই আরেক রূপ। কারণ বাস্তবে তিনি বহু বছর ধরে দেশে দেশে নারীদের জন্য ছিলেন এক নিঃশব্দ দানব। তার ভদ্রতা ছিল ফাঁদ, সৌজন্য ছিল ছুরি। সিআইএ নিজেও তাকে আর রক্ষা করেনি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘রেমন্ডের আচরণের পক্ষে কোনো অজুহাত নেই। এই ঘটনা প্রমাণ করে, আইন প্রয়োগে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এখন প্রশ্ন শুধু একটাই— এই ধরনের অপরাধ কি কেবল একজন ‘শিকারী’র কাহিনি, নাকি এর আড়ালে আরও অনেক মুখোশধারী ঘুরে বেড়াচ্ছে? কারণ দানবেরা অনেক সময় জেন্টলম্যানের পোশাকেই আসে!
সূত্র: যুক্তরাষ্ট্র বিচার বিভাগ
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৭ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৮ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৯ ঘণ্টা আগে