ভ্রমণ ডেস্ক
বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।
বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
৩ দিন আগে