ভ্রমণ ডেস্ক
বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।
বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।
নানা কারণে লিভারের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। লিভারের বিষ হলো অ্যালকোহল—এটি খুব প্রতিষ্ঠিত তথ্য, তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভাইরাস সংক্রমণ, ওষুধ এবং পরিবেশগত বিষাক্ত পদার্থও লিভারের ক্ষতির কারণ হতে পারে। এই কারণগুলো নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস, ফাইব্রোসিস বা এমনক
৯ ঘণ্টা আগেভেটকি মাছের ফিলে দিয়ে দারুণ রোল তৈরি করা যায়। যেকোনো সুপারশপে পাওয়া যায় মাছের ফিলে। সেখান থেকে ভেটকি মাছের ফিলে কিনে বানিয়ে ফেলতে পারেন মজাদার ভেটকি রোল।
১৩ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
২ দিন আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
২ দিন আগে