Ajker Patrika

ভ্রমণে ক্যারি-অন ব্যাগে যা নেবেন, যা নেবেন না

ফিচার ডেস্ক 
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮: ০২
Thumbnail image

ভ্রমণের সময় ক্যারি-অন ব্যাগ গোছাতে গিয়ে পড়তে হয় ধন্দে। কোন জিনিসটি নেব, কোনটি নেব না, সে সিদ্ধান্ত নেওয়া কঠিন। কারণ, সবকিছুই প্রয়োজনীয় মনে হয়। তাই জেনে নেওয়া ভালো, এ ব্যাগে কী কী রাখা উচিত নয়, আর কোনগুলো রাখতে হবে।

জুতা
বিশেষ জায়গায় যাওয়ার ক্ষেত্রে ঋতু ও আরামের কথা বিবেচনা করে মানুষ আলাদা পোশাক নির্বাচন করে। পোশাকের অন্যতম অনুষঙ্গ জুতা। কিন্তু যে জুতাই নেওয়ার দরকার হোক না কেন, কোনোভাবেই তা ক্যারিঅন ব্যাগে রাখবেন না। এটি ব্যাগের জায়গা দখল করবে বেশি এবং এর ওজন ব্যাগের ওজন আরও বাড়িয়ে দেবে। ফলে প্রয়োজনীয় অনেক কিছুই আপনি নিতে পারবেন না, বিশেষ করে নারীদের হিল জুতা ক্যারিঅন ব্যাগে রাখা উচিত হবে না।

রেইনকোট
ধরুন, বৃষ্টির দিন কোথাও যাচ্ছেন বেড়াতে। সঙ্গে ছাতা বা রেইনকোট নিতে হবে। সাধারণত রেইনকোটের ওজন হয়ে থাকে অনেক। ফলে ক্যারিঅন ব্যাগে সেটা না নিয়ে লাগেজে দিয়ে দিন। তাতে ওজন বাড়বে না। আর ছাতার আকৃতির কারণেই সেটি ক্যারিঅন ব্যাগে রাখার কথা ভাববেন না। এতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার সুযোগ পাবেন।

নেক পিলো
অনেকে বিমানযাত্রা আরামদায়ক আর ঘুমময় করে তোলার জন্য নেক পিলো ব্যবহার করে থাকেন। ব্যবহার করার আগপর্যন্ত সেটি হাতেই রাখুন। ক্যারিঅন ব্যাগের ভেতরে এটি রাখলে ওজন বেড়ে যাবে। এর চেয়েও বড় বিষয় হলো, এটি ব্যাগে অনেকখানি জায়গা নিয়ে নেবে। অনেক বেশি সময়ের জন্য ভ্রমণের ক্ষেত্রে এটি সঙ্গে রাখা উচিত। অল্প সময়ের জন্য হলে তা এড়িয়ে চলাই ভালো।

ইউনিভার্সাল অ্যাডাপ্টর
ভ্রমণে যাওয়ার আগে চার্জারসহ অন্যান্য অ্যাডাপ্টর ঠিক আছে কি না, দেখে নিন। ভালো হয় একটি ইউনিভার্সাল অ্যাডাপ্টর ব্যাগে রাখলে। আর না হলে, যেখানে যাওয়া হচ্ছে, সেখানে কোন ধরনের অ্যাডাপ্টর ব্যবহার করা হয়, সেটা জেনে নেওয়া ভালো।

ছবি: সংগৃহীতড্রাই ক্লিন উপযোগী কাপড়
ক্যারিঅন ব্যাগে এমন পোশাক নেওয়া উচিত, যা ময়লা হয়ে গেলে সহজে পরিষ্কার করে ফেলা সম্ভব। ড্রাই ক্লিন করতে হবে এমন পোশাক এ ব্যাগে রাখবেন না। এতে ব্যাগে জায়গা নষ্ট হওয়ার পাশাপাশি একবার দাগ লেগে গেলে, না ধোয়া পর্যন্ত সে পোশাক পরতে পারবেন না।

অপ্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য
খুব বেশি স্কিন কেয়ার পণ্য ভ্রমণের সময় ক্যারিঅন ব্যাগে রাখা উচিত নয়। ভ্রমণের সময় ক্লিনজার, ময়শ্চারাইজার বা সানস্ক্রিনের মতো পণ্য সঙ্গে রাখুন। এগুলো খুব বেশি জায়গা নষ্ট করবে না।

সূত্র: এমএসএন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত