ফিচার ডেস্ক
ভ্রমণে অনেকে সঙ্গে খাবার রাখেন। কিন্তু বিমানভ্রমণে ৬টি খাবার সঙ্গে রাখা যাবে না।
তরল খাবার
বিমান ভ্রমণে ১০০ মিলিলিটারের বেশি স্যুপ, সস, দই ইত্যাদির মতো তরল খাবার বহন করা যায় না। এমনকি মাখন নিয়েও বিমান ভ্রমণ করতে পারবেন না। আবার এমন অনেক তরল খাবার বা পানীয় আছে, যেগুলো নিরাপত্তার জন্য সঙ্গে নেওয়া যাবে না। তাই বিমানে ভ্রমণের ক্ষেত্রে তরল যেকোনো খাবার বাদ দেওয়া ভালো।
ফল ও কাঁচা সবজি
বিশ্বের অনেক দেশ বিমানে ফল ও কাঁচা সবজি নিয়ে ভ্রমণের ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি এগুলো দিয়ে তৈরি কিছু খাবার নিয়ে তাদের এয়ারপোর্ট পর্যন্ত প্রবেশ নিষেধ।
অতি গন্ধযুক্ত খাবার
রসুন বা পেঁয়াজের মতো অনেক খাবার রয়েছে, যেগুলো অতিরিক্ত গন্ধ ছড়ায়। এমন খাবার নিয়ে বিমানে ভ্রমণ পুরোপুরি নিষেধ না হলেও এগুলো অন্য যাত্রীদের জন্য অস্বস্তির কারণ।
পচনশীল খাবার
কাঁচা মাংস বা মাছের মতো কোনো ধরনের পচনশীল খাবার সঙ্গে নেওয়া যাবে না। তবে কর্তৃপক্ষের নিয়মে সঠিক পদ্ধতিতে এ ধরনের খাবার মোড়কজাত করা হলে সঙ্গে নেওয়া যাবে।
মোড়ক ছাড়া খাবার
কোনো খোলা খাবার সঙ্গে নিলে এয়ারপোর্ট নিরাপত্তাকর্মীদের কাছে বাধার মুখে পড়বেন। কারণ, নিরাপত্তার জন্য মোড়ক ছাড়া কোনো খাবার বিমানে নিয়ে প্রবেশ নিষেধ।
ভ্রমণে অনেকে সঙ্গে খাবার রাখেন। কিন্তু বিমানভ্রমণে ৬টি খাবার সঙ্গে রাখা যাবে না।
তরল খাবার
বিমান ভ্রমণে ১০০ মিলিলিটারের বেশি স্যুপ, সস, দই ইত্যাদির মতো তরল খাবার বহন করা যায় না। এমনকি মাখন নিয়েও বিমান ভ্রমণ করতে পারবেন না। আবার এমন অনেক তরল খাবার বা পানীয় আছে, যেগুলো নিরাপত্তার জন্য সঙ্গে নেওয়া যাবে না। তাই বিমানে ভ্রমণের ক্ষেত্রে তরল যেকোনো খাবার বাদ দেওয়া ভালো।
ফল ও কাঁচা সবজি
বিশ্বের অনেক দেশ বিমানে ফল ও কাঁচা সবজি নিয়ে ভ্রমণের ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি এগুলো দিয়ে তৈরি কিছু খাবার নিয়ে তাদের এয়ারপোর্ট পর্যন্ত প্রবেশ নিষেধ।
অতি গন্ধযুক্ত খাবার
রসুন বা পেঁয়াজের মতো অনেক খাবার রয়েছে, যেগুলো অতিরিক্ত গন্ধ ছড়ায়। এমন খাবার নিয়ে বিমানে ভ্রমণ পুরোপুরি নিষেধ না হলেও এগুলো অন্য যাত্রীদের জন্য অস্বস্তির কারণ।
পচনশীল খাবার
কাঁচা মাংস বা মাছের মতো কোনো ধরনের পচনশীল খাবার সঙ্গে নেওয়া যাবে না। তবে কর্তৃপক্ষের নিয়মে সঠিক পদ্ধতিতে এ ধরনের খাবার মোড়কজাত করা হলে সঙ্গে নেওয়া যাবে।
মোড়ক ছাড়া খাবার
কোনো খোলা খাবার সঙ্গে নিলে এয়ারপোর্ট নিরাপত্তাকর্মীদের কাছে বাধার মুখে পড়বেন। কারণ, নিরাপত্তার জন্য মোড়ক ছাড়া কোনো খাবার বিমানে নিয়ে প্রবেশ নিষেধ।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
৩ দিন আগে