Ajker Patrika

ভ্রমণের আগেই যে পরিকল্পনা করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১০: ৪৫
ভ্রমণের আগেই যে পরিকল্পনা করবেন

এক জীবনে অনেক কিছুর স্বাদ পাওয়া সম্ভব। তবে তা হতে হবে পরিকল্পনামাফিক। তাই এই ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা ভাবলে পরিকল্পনা করে নিন কী দেখতে কোথায় যাবেন। যদি পাহাড় দেখতে চান সঙ্গে সমুদ্র, তাহলে পরিকল্পনা একরকম। আর চা-বাগান ও প্রকৃতি দেখতে গেলে বিষয়টি অন্যরকম।

ভ্রমণে নিজের পছন্দকে গুরুত্ব দিন। তবে ভ্রমণ যদি হয় দলগত সে ক্ষেত্রে সবার মতামতের কথা ভেবে সিদ্ধান্ত নিন। প্রথমেই ভেবে রাখতে হবে, কিসের সৌন্দর্য আপনি উপভোগ করতে চান। হতে পারে আপনি পাহাড় ভালোবাসেন কিংবা সমুদ্র অথবা আপনার ঝরনা পছন্দ। দেশের মধ্যে এসব দেখতে হলে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে চট্টগ্রাম অঞ্চলকে। এখানে আপনি পাহাড়, সমুদ্র ও ঝরনা একসঙ্গে দেখতে পারবেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে পাবেন পাহাড়, ঝরনা ও পাহাড়ি নদীর সৌন্দর্য। যদি আপনার ভ্রমণসঙ্গী সমুদ্র ভালোবাসেন তাহলে কক্সবাজার তো আছেই। যদি পাহাড়, সমুদ্র কিংবা ঝরনা, কোনোটাই ভালো না বাসেন তাহলে চলে যেতে পারেন সিলেটে। সেখানে আছে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও অনেক পর্যটন কেন্দ্র। সেখানে আপনি চা-বাগানের নির্জনতা উপভোগ করতে পারবেন। এ ছাড়া রাতারগুল, লালাখালের মতো পানিপথও পাবেন সেখানে। অরণ্য উপভোগ করতে চাইলে অবশ্যই যে কেউ সুন্দরবনের দিকেই যেতে চাইবেন। সে ক্ষেত্রে খুলনা অঞ্চলকে বেছে নিলে আপনি পাবেন নদী আর সুন্দরবনের মেলবন্ধনে এক অপার সৌন্দর্য। যদি আপনি শান্ত হাওরে ভেসে বেড়াতে চান নিজের মতো করে, তাহলে কিশোরগঞ্জের হাওরও বেছে নিতে পারেন। তবে হাওরগুলোতে যাওয়ার আগে আবহাওয়ার কথা বিবেচনায় রাখা জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত