ফিচার ডেস্ক
এভারেস্ট জয় নতুন কিছু নয়। শত শত পর্বতারোহী ইতিমধ্যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ছুঁয়েছেন। কিন্তু বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল যা করে দেখিয়েছেন, তা পুরো বিশ্বে এক অনন্য রেকর্ড।
‘সি টু সামিট’ অভিযানে শাকিল সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে হেঁটে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভারেস্ট চূড়া সামিট করে গড়েছেন বিশ্ব রেকর্ড। আজ সোমবার (১৯ মে) তিনি সফলভাবে এভারেস্ট চূড়ায় আরোহণ করে নিরাপদে ক্যাম্প-৪-এ ফিরে আসেন। গণমাধ্যমে এটি জানিয়েছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য সাদিয়া সুলতানা শম্পা।
যোগাযোগব্যবস্থা বিঘ্নিত থাকায় সামিটের নির্ভুল সময় ও সঙ্গীদের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এভারেস্টে সহযোগী সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। শিগগির ছবিসহ আরও তথ্য প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।
১৯৯০ সালে অস্ট্রেলিয়ান পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে ৯৬ দিনে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার পথ হেঁটে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল সেই রেকর্ড ভেঙেছেন এক সপ্তাহ কম সময়ে এবং ১০০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে।
গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সৈকত থেকে শুরু হয় শাকিলের ‘সি টু সামিট’ অভিযান। তিনি হেঁটে পার করেছেন চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ ও পঞ্চগড়। দেশের সীমা পেরিয়ে তিনি পা রাখেন ভারতে। জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে পৌঁছান নেপালে। একেকটা দিন তাঁর জন্য ছিল একেকটা চ্যালেঞ্জ। রোদ, বৃষ্টি, ক্লান্তি—কিছুই থামাতে পারেনি তাঁকে।
বাংলাদেশ, ভারত ও নেপালের ১ হাজার ৩০০ কিলোমিটারের দুর্গম পথ অতিক্রম করে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট চূড়া সামিট করেন শাকিল।
এই অভিযানের মাধ্যমে শাকিল কেবল নিজের শারীরিক ও মানসিক দৃঢ়তারই প্রমাণ দেননি, সঙ্গে প্লাস্টিকদূষণ, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিয়েছেন।
এর আগে শাকিল প্রথম বাংলাদেশি হিসেবে গ্রেট হিমালয়া ট্রেইল সম্পন্ন করেন, যা এখন পর্যন্ত মাত্র ৩৩ জন সফলভাবে শেষ করতে পেরেছেন।
‘সি টু সামিট’ অভিযানের আয়োজক ছিল বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
এভারেস্ট জয় নতুন কিছু নয়। শত শত পর্বতারোহী ইতিমধ্যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ছুঁয়েছেন। কিন্তু বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল যা করে দেখিয়েছেন, তা পুরো বিশ্বে এক অনন্য রেকর্ড।
‘সি টু সামিট’ অভিযানে শাকিল সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে হেঁটে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভারেস্ট চূড়া সামিট করে গড়েছেন বিশ্ব রেকর্ড। আজ সোমবার (১৯ মে) তিনি সফলভাবে এভারেস্ট চূড়ায় আরোহণ করে নিরাপদে ক্যাম্প-৪-এ ফিরে আসেন। গণমাধ্যমে এটি জানিয়েছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য সাদিয়া সুলতানা শম্পা।
যোগাযোগব্যবস্থা বিঘ্নিত থাকায় সামিটের নির্ভুল সময় ও সঙ্গীদের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এভারেস্টে সহযোগী সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। শিগগির ছবিসহ আরও তথ্য প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।
১৯৯০ সালে অস্ট্রেলিয়ান পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে ৯৬ দিনে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার পথ হেঁটে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল সেই রেকর্ড ভেঙেছেন এক সপ্তাহ কম সময়ে এবং ১০০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে।
গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সৈকত থেকে শুরু হয় শাকিলের ‘সি টু সামিট’ অভিযান। তিনি হেঁটে পার করেছেন চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ ও পঞ্চগড়। দেশের সীমা পেরিয়ে তিনি পা রাখেন ভারতে। জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে পৌঁছান নেপালে। একেকটা দিন তাঁর জন্য ছিল একেকটা চ্যালেঞ্জ। রোদ, বৃষ্টি, ক্লান্তি—কিছুই থামাতে পারেনি তাঁকে।
বাংলাদেশ, ভারত ও নেপালের ১ হাজার ৩০০ কিলোমিটারের দুর্গম পথ অতিক্রম করে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট চূড়া সামিট করেন শাকিল।
এই অভিযানের মাধ্যমে শাকিল কেবল নিজের শারীরিক ও মানসিক দৃঢ়তারই প্রমাণ দেননি, সঙ্গে প্লাস্টিকদূষণ, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিয়েছেন।
এর আগে শাকিল প্রথম বাংলাদেশি হিসেবে গ্রেট হিমালয়া ট্রেইল সম্পন্ন করেন, যা এখন পর্যন্ত মাত্র ৩৩ জন সফলভাবে শেষ করতে পেরেছেন।
‘সি টু সামিট’ অভিযানের আয়োজক ছিল বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
যখন স্ত্রীরা স্বামীদের চেয়ে বেশি আয় করতে শুরু করেন, তখন পুরুষদের মধ্যে মানসিক রোগ নির্ণয়ের হার ১১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। একই অবস্থা নারীদের (৮ শতাংশ) ক্ষেত্রেও দেখা যায়, তবে পুরুষদের ক্ষেত্রে এটি বেশি। ডারহাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডেমিড গেটিক জানান, এ ধরনের মানসিক সমস্যা অনেক
৯ ঘণ্টা আগেবাসিন্দাদের সকাল শুরু হয় এক কাপ চা দিয়ে। দেশটিতে এর নাম ‘চায়ে’। সেখানে চা পরিবেশন করা হয় টিউলিপ ফুলের আকৃতির এক আঙুল সমান গ্লাসে। খুব ভালো মানের যেকোনো ‘ব্ল্যাক রাইজ টি’ দিয়ে টার্কিশ চা তৈরি করা যায়। তুর্কিরা চা তৈরির জন্য ফিল্টার করা পানি ভালোভাবে ফুটিয়ে নেয়। এতে করে চায়ের তরতাজা স্বাদ পাওয়া যায়।
১১ ঘণ্টা আগেএক সকালে ঘুম ভেঙে ফোনটা হাতে নিয়ে দেখলেন ফেসবুক থেকে অনেকগুলো নোটিফিকেশন। অবাক হওয়ার বিষয়। তারপর চেক করে দেখলেন, আপনার এমন একটা ছবি বা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সবাই খুব হাসাহাসি করছে এবং সেই ছবি বা ভিডিও আপনার অনুমতি ছাড়াই একজন ধারণ করে আপলোড করে দিয়েছে। মানুষ কমেন্টে, মিম বানিয়ে, নিজেদের
১ দিন আগেনজরুলসংগীতের আঙিনায় যাঁরা অহর্নিশ ঘুরে বেড়ান, তাঁদের জানতে বাকি নেই, সংগীতের এই সম্ভারে প্রেমের নানান গানে কবি প্রিয়দর্শিনীর রূপ ও সাজের বর্ণনা দিয়েছেন। বিদ্রোহী হলেও কবি তো! ফলে কল্পনা ছিল তাঁর আকাশছোঁয়া।
২ দিন আগে