Ajker Patrika

চট্টগ্রাম জেলা প্রশাসনের পর্যটন উদ্যোগ

সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা প্রশাসনের পর্যটন উদ্যোগ

ঈদের ছুটিতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত, আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত, সীতাকুণ্ডের গুলিয়াখালী সবুজ সৈকত, নগরীর ফয়’স লেক পর্যটনকেন্দ্র, চিড়িয়াখানাসহ বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে দেখেছেন ভ্রমণপিয়াসিরা। তাদের পদচারণে জমজমাট ছিল পর্যটন স্পটগুলো। এই ভ্রমণ সহজ করেছে পর্যটন বাস সার্ভিস।

চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে গত ১০ জুন পর্যটকদের জন্য চালু করা হয় বিআরটিসির দুটি বিশেষ বাস। এই পর্যটক বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। পর্যটকদের সুবিধা বিবেচনায় বাসগুলোতে দেওয়া হয়েছে ওয়াই-ফাই সংযোগ। নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা।

সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দুটি অতিরিক্ত বাসসহ মোট চারটি বাস নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের এই ভ্রমণ উদ্যোগ সাড়া জাগিয়েছে পর্যটকদের মধ্যে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানিয়েছেন, পরিচালনার জন্য একটা অবকাঠামো, অগ্রিম টিকিট সিস্টেম, ভ্রমণে যাওয়া এবং ফিরে আসার ক্ষেত্রে সময় মেনে চলা, দক্ষ জনবল এবং পুরো উদ্যোগের পরিসর বাড়ানোর মতো কিছু চ্যালেঞ্জ তাঁদের রয়ে গেছে। 

পর্যটক বাস সার্ভিসের তথ্য
পর্যটক বাস সার্ভিসটি প্রতি শুক্রবার তিনটি করে ট্রিপ দেবে। সকাল ৯টা, বেলা ৩টা ও বিকেল ৪টা। প্রতি শনিবার চারটি করে ট্রিপ দেবে সকাল ৯টা ও ১০টা এবং বেলা ৩টা ও বিকেল ৪টায়। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুটি করে ট্রিপ দেবে যথাক্রমে বেলা ৩টা ও বিকেল ৪টায় টাইগারপাস থেকে পতেঙ্গার উদ্দেশে।

ভাড়া 
পর্যটক বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগারপাস থেকে ডিসি পার্ক ৪০ টাকা, ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত ৩০ টাকা এবং টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত ৭০ টাকা, পতেঙ্গা থেকে ডিসি পার্ক ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ফুল ডে ট্যুর সার্ভিস 
চারটি মাইক্রোবাস নিয়ে জেলা প্রশাসন ১ জুলাই থেকে শুরু করেছে এই সেবা। এর মাধ্যমে প্রাথমিকভাবে পর্যটকেরা সীতাকুণ্ড ইকোপার্ক তথা সুপ্তধারা ও সহস্রধারা ঝরনা, গুলিয়াখালী সমুদ্রসৈকত, মহামায়া লেক এবং ডিসি পার্কে ভ্রমণ করতে পারবেন। খরচ হবে জনপ্রতি ৮৫০ টাকা। শুক্র ও শনিবার চালু থাকবে এই সেবা। মাইক্রোবাসগুলো চট্টগ্রাম স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে থেকে সকাল সাড়ে ৮টায় যাত্রা শুরু করবে গন্তব্যের উদ্দেশে। আর মোটেল সৈকতের উদ্দেশে ছাড়বে বিকেল সাড়ে ৫টায়। এই প্যাকেজে থাকবে শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস, সকালের হালকা নাশতা, দুপুরের খাবার, সার্বক্ষণিক ট্যুর গাইডের সুবিধা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত