Ajker Patrika

রোমাঞ্চের স্বাদ নিতে হাজারীখীলে

এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
রোমাঞ্চের স্বাদ নিতে হাজারীখীলে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল। এখানকার ৩ হাজার একর পাহাড়ি বনকে বন্য প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। এই অভয়ারণ্যে আছে প্রায় ২৫ প্রজাতির স্তন্যপায়ী, ১২৩ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর, ২৫ প্রজাতির সরীসৃপ, বিলুপ্ত প্রজাতিসহ ২৫০ প্রজাতির উদ্ভিদ। আছে সর্বোচ্চ উচ্চতার বৈলাম বৃক্ষ ও বনছাগল। পর্যটকদের চোখ জুড়াবে হাজারীখীল বন্য প্রাণী অভয়ারণ্য দেখতে এসে।

টিকিট কেটে দর্শনার্থীরা এই অভয়ারণ্যে প্রবেশ করে উপভোগ করতে পারবেন অনেক ধরনের রাইড। এ ছাড়া অভয়ারণ্যের পাশেই রয়েছে রাঙাপানি চা-বাগান। তাই চা-বাগানের সৌন্দর্যও পাওয়া যাবে এখানে এসে।

এই অভয়ারণ্যে পাওয়া যাবে হাই রোপ কোর্সের রোমাঞ্চকর অনুভূতি। মাটি থেকে বেশ ওপরে এক গাছ থেকে আরেক গাছে দড়ির সাহায্যে যাওয়া যায় এ কোর্সে। নির্ধারিত ফি দিয়ে হাই রোপ কোর্স করা যাবে। হাজারীখীলে আছে ছোট ঝরনা। স্থানীয় ইকো গাইডের সহায়তায় বনের ভেতরে ঝরনাও দেখা যাবে। 

যেভাবে যাওয়া যাবে 
চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বাসযোগে ফটিকছড়ি হয়ে হাজারীখীল অভয়ারণ্য যেতে হবে। ফটিকছড়ি উপজেলার বিবিরহাট পর্যন্ত বাসে গিয়ে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে। ভাড়া ৪০ থেকে ৫০ টাকা। 

কোথায় থাকবেন 
থাকার জন্য কোনো হোটেল না থাকলেও সেখানে অত্যাধুনিক তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত ফি দিয়ে থাকা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত