মাইনউদ্দিন হাসান শাহেদ, কক্সবাজার
ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার ছোটাছুটি—কখনো সাগরে, কখনো বালিয়াড়িতে। একটি যেদিকে ছুটছে অন্যরাও তার পেছনেই ছুটছে। এ যেন সুশৃঙ্খল বিশাল এক লাল বাহিনী! নির্জনে উঁচু বালিয়াড়িতে বসে লাল কাঁকড়ার এ নৈপুণ্য দেখতে দেখতে নজর কাড়বে ঢেউয়ের সঙ্গে ডলফিনের লাফালাফি। ক্ষণে ক্ষণেই কানে বাজবে পাখির কিচিরমিচির। দেখা যাবে রাজকাঁকড়াসহ নানা সামুদ্রিক প্রাণীর আনাগোনা।
এ তো গেল সৈকতের দৃশ্য। এর পাশেই প্যারাবন। এখানে নৌকায় ঘুরতে ঘুরতে হারিয়ে যেতে পারেন সুন্দরবনের প্রকৃতিতে! কাঠুরিয়াদের লাকড়ি সংগ্রহ, জেলেদের মাছ ধরা, বিরল প্রজাতির পাখির ওড়াউড়ি ও ঝিঁঝি পোকার ঐকতান মন মাতিয়ে তুলবে।
শিহরণ জাগানো এই প্রাণবৈচিত্র্যের ছোঁয়া পেতে যেতে হবে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে। এই দ্বীপে রয়েছে একই সঙ্গে সৈকত ও সুন্দরবনের পরিবেশ দেখার সুযোগ। কক্সবাজার শহর ও শৈল দ্বীপ মহেশখালীর মোহনায় অবস্থিত সোনাদিয়া। প্রায় ৯ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ প্রাণবৈচিত্র্য ও অনাঘ্রাত সৈকতের জন্য বিখ্যাত। এটি আবার স্বর্ণদ্বীপ হিসেবেও বিখ্যাত।
বিরল প্রজাতির পাখপাখালি, বৃক্ষ, লতাগুল্ম এবং সামুদ্রিক প্রাণীর আধার এই দ্বীপ এখন ভ্রমণপিয়াসীদের জন্য আকর্ষণীয়। সোনাদিয়া মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি ওয়ার্ড। এই দ্বীপের তিনটি পাড়ায় আড়াই হাজারের মতো মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দাদের প্রধান পেশা সাগরে মাছ ধরা। সম্প্রতি সরকার এই দ্বীপে ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই পার্ক উন্নয়নের জন্য এর মধ্যে দ্বীপের ১০ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
তাঁবুতে রাত যাপন
নির্জন সৈকতে মানুষের আনাগোনা নেই। রাতে আরও সুনসান। আছে শুধু ঢেউয়ের গর্জন। এই নির্জনতায় সোনাদিয়া সমুদ্রসৈকতের পশ্চিম ও পূর্ব পাড়ার বালিয়াড়িতে তাঁবু টানিয়ে পর্যটকেরা রাত যাপন করতে পারেন। বালিয়াড়ির পাশে ঝাউবনের ভেতরেও রাত যাপনের জন্য টাঙানো হয় তাঁবু।
পূর্ব পাড়ার ক্যাম্প ফায়ারের মালিক ইমরুল রাকিব। তিনি জানিয়েছেন, পর্যটকদের চাহিদা বিবেচনায় রাত যাপনের জন্য তাঁবু ও টংঘর করা হয়েছে। এখানে পর্যটকেরা সমুদ্রের তাজা মাছ ও দ্বীপে উৎপাদিত শাকসবজি খাওয়ার সুযোগ পান।
তবে দ্বীপে রাত যাপনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন।
যেভাবে যাবেন
কক্সবাজার শহর থেকে বাঁকখালী নদী ও নাজিরারটেক সৈকত দিয়ে নৌপথে সোনাদিয়া দ্বীপে যাওয়া যায়। এ ছাড়া শহরের নুনিয়ারছড়া বাঁকখালী নদী মোহনার ৬ নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী চ্যানেল হয়ে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে সোনাদিয়া দ্বীপে। এ পথে যেতে পড়বে প্যারাবন। সবুজে আচ্ছাদিত এই বনে ভ্রমণের সময় বিরল প্রজাতির পাখি, সামুদ্রিক প্রাণী ও মাছ ধরার দৃশ্য চোখে পড়বে। তবে দ্বীপে ভ্রমণে জোয়ার-ভাটার সময় নির্ধারণ করে নিতে হয়। বেড়ানোর সময় দল বেঁধে গেলেই সুবিধা।
খরচ কেমন
নাজিরারটেক থেকে লাইফবোটে সোনাদিয়ায় আসা-যাওয়ায় ব্যয় হবে ৩ হাজার টাকা। নুনিয়ারছড়া ঘাট থেকে একটি লাইফবোটে যাওয়া-আসা ৮ হাজার এবং স্পিডবোটে গেলে পড়বে ৬ থেকে ৭ হাজার টাকা।
খাওয়া ও রাত যাপনে জনপ্রতি খরচ পড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। তবে এক বা দুজন হলে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে যাতায়াতের বিষয়টি ঠিক করে নেওয়া যায়।
ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার ছোটাছুটি—কখনো সাগরে, কখনো বালিয়াড়িতে। একটি যেদিকে ছুটছে অন্যরাও তার পেছনেই ছুটছে। এ যেন সুশৃঙ্খল বিশাল এক লাল বাহিনী! নির্জনে উঁচু বালিয়াড়িতে বসে লাল কাঁকড়ার এ নৈপুণ্য দেখতে দেখতে নজর কাড়বে ঢেউয়ের সঙ্গে ডলফিনের লাফালাফি। ক্ষণে ক্ষণেই কানে বাজবে পাখির কিচিরমিচির। দেখা যাবে রাজকাঁকড়াসহ নানা সামুদ্রিক প্রাণীর আনাগোনা।
এ তো গেল সৈকতের দৃশ্য। এর পাশেই প্যারাবন। এখানে নৌকায় ঘুরতে ঘুরতে হারিয়ে যেতে পারেন সুন্দরবনের প্রকৃতিতে! কাঠুরিয়াদের লাকড়ি সংগ্রহ, জেলেদের মাছ ধরা, বিরল প্রজাতির পাখির ওড়াউড়ি ও ঝিঁঝি পোকার ঐকতান মন মাতিয়ে তুলবে।
শিহরণ জাগানো এই প্রাণবৈচিত্র্যের ছোঁয়া পেতে যেতে হবে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে। এই দ্বীপে রয়েছে একই সঙ্গে সৈকত ও সুন্দরবনের পরিবেশ দেখার সুযোগ। কক্সবাজার শহর ও শৈল দ্বীপ মহেশখালীর মোহনায় অবস্থিত সোনাদিয়া। প্রায় ৯ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ প্রাণবৈচিত্র্য ও অনাঘ্রাত সৈকতের জন্য বিখ্যাত। এটি আবার স্বর্ণদ্বীপ হিসেবেও বিখ্যাত।
বিরল প্রজাতির পাখপাখালি, বৃক্ষ, লতাগুল্ম এবং সামুদ্রিক প্রাণীর আধার এই দ্বীপ এখন ভ্রমণপিয়াসীদের জন্য আকর্ষণীয়। সোনাদিয়া মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি ওয়ার্ড। এই দ্বীপের তিনটি পাড়ায় আড়াই হাজারের মতো মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দাদের প্রধান পেশা সাগরে মাছ ধরা। সম্প্রতি সরকার এই দ্বীপে ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই পার্ক উন্নয়নের জন্য এর মধ্যে দ্বীপের ১০ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
তাঁবুতে রাত যাপন
নির্জন সৈকতে মানুষের আনাগোনা নেই। রাতে আরও সুনসান। আছে শুধু ঢেউয়ের গর্জন। এই নির্জনতায় সোনাদিয়া সমুদ্রসৈকতের পশ্চিম ও পূর্ব পাড়ার বালিয়াড়িতে তাঁবু টানিয়ে পর্যটকেরা রাত যাপন করতে পারেন। বালিয়াড়ির পাশে ঝাউবনের ভেতরেও রাত যাপনের জন্য টাঙানো হয় তাঁবু।
পূর্ব পাড়ার ক্যাম্প ফায়ারের মালিক ইমরুল রাকিব। তিনি জানিয়েছেন, পর্যটকদের চাহিদা বিবেচনায় রাত যাপনের জন্য তাঁবু ও টংঘর করা হয়েছে। এখানে পর্যটকেরা সমুদ্রের তাজা মাছ ও দ্বীপে উৎপাদিত শাকসবজি খাওয়ার সুযোগ পান।
তবে দ্বীপে রাত যাপনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন।
যেভাবে যাবেন
কক্সবাজার শহর থেকে বাঁকখালী নদী ও নাজিরারটেক সৈকত দিয়ে নৌপথে সোনাদিয়া দ্বীপে যাওয়া যায়। এ ছাড়া শহরের নুনিয়ারছড়া বাঁকখালী নদী মোহনার ৬ নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী চ্যানেল হয়ে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে সোনাদিয়া দ্বীপে। এ পথে যেতে পড়বে প্যারাবন। সবুজে আচ্ছাদিত এই বনে ভ্রমণের সময় বিরল প্রজাতির পাখি, সামুদ্রিক প্রাণী ও মাছ ধরার দৃশ্য চোখে পড়বে। তবে দ্বীপে ভ্রমণে জোয়ার-ভাটার সময় নির্ধারণ করে নিতে হয়। বেড়ানোর সময় দল বেঁধে গেলেই সুবিধা।
খরচ কেমন
নাজিরারটেক থেকে লাইফবোটে সোনাদিয়ায় আসা-যাওয়ায় ব্যয় হবে ৩ হাজার টাকা। নুনিয়ারছড়া ঘাট থেকে একটি লাইফবোটে যাওয়া-আসা ৮ হাজার এবং স্পিডবোটে গেলে পড়বে ৬ থেকে ৭ হাজার টাকা।
খাওয়া ও রাত যাপনে জনপ্রতি খরচ পড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। তবে এক বা দুজন হলে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে যাতায়াতের বিষয়টি ঠিক করে নেওয়া যায়।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১১ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে