ভ্রমণ ডেস্ক
আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সিলেট। শুধু চা-বাগান কিংবা জাফলং নয়; ৩ হাজার ৪৫২ বর্গকিলোমিটার আয়তনের সিলেট জেলায় দেখার মতো অনেক কিছু আছে।
চা-বাগান
সিলেটে ২০টির মতো চা-বাগান আছে। এসব চা-বাগানের মধ্যে আছে উপমহাদেশের প্রাচীনতম চা-বাগান মালিনীছড়া। সিলেট সদরে রয়েছে লাক্কাতুরা, মালনীছড়া, আলীবাহার, ডালিয়া, খাদিম, বুরজান, তারাপুর চা-বাগান। জৈন্তাপুর উপজেলায় লালাখাল, হাবিবনগর, আফিফানগর, শ্রীপুর, খান, দি মেঘালয় টি এস্টেট, গোয়াইনঘাট উপজেলায় ফতেহপুর ও জাফলং, কানাইঘাট উপজেলায় লোভাছড়া ও ডোনা এবং ফেঞ্চুগঞ্জে আছে মণিপুর, মোমিনছড়া ও ডালুছড়া চা-বাগান।
বিল
ছোট-বড় মিলিয়ে সিলেটে ৮২টি বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া ও চাতলা বিল উল্লেখযোগ্য।
রিজার্ভ ফরেস্ট
এ জেলায় মোট রিজার্ভ ফরেস্ট আছে ২৩৬ দশমিক ৪২ বর্গকিলোমিটার। উত্তর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তা পাহাড়ের অংশ হিসেবে সিলেটে বেশ কিছু ছোট পাহাড় ও টিলা রয়েছে। এগুলোর মধ্যে জৈন্তাপুর, সারি, লালাখাল উল্লেখযোগ্য।
নদী
এ জেলায় বেশ কয়েকটি নদী আছে। নদীগুলোর মধ্যে বড় সুরমা ও কুশিয়ারা। এ ছাড়া রয়েছে সারি, পিয়াইনসহ বেশ কিছু ছোট নদ–নদী।
জনপ্রিয় গন্তব্য
জাফলং, বিছানাকান্দি, পান্থুমাই ঝরনা, লোভাছড়া, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, হজরত শাহজালাল (রা.) মাজার, হজরত শাহপরান (রা.) মাজার, শাহী ঈদগা, তামাবিল, খাদিমনগর জাতীয় উদ্যান, লক্ষণছড়া, ভোলাগঞ্জ, উৎমাছড়া, ডিবির হাওর, জুগিরকান্দি মায়াবন, ক্বীন ব্রিজ।
আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সিলেট। শুধু চা-বাগান কিংবা জাফলং নয়; ৩ হাজার ৪৫২ বর্গকিলোমিটার আয়তনের সিলেট জেলায় দেখার মতো অনেক কিছু আছে।
চা-বাগান
সিলেটে ২০টির মতো চা-বাগান আছে। এসব চা-বাগানের মধ্যে আছে উপমহাদেশের প্রাচীনতম চা-বাগান মালিনীছড়া। সিলেট সদরে রয়েছে লাক্কাতুরা, মালনীছড়া, আলীবাহার, ডালিয়া, খাদিম, বুরজান, তারাপুর চা-বাগান। জৈন্তাপুর উপজেলায় লালাখাল, হাবিবনগর, আফিফানগর, শ্রীপুর, খান, দি মেঘালয় টি এস্টেট, গোয়াইনঘাট উপজেলায় ফতেহপুর ও জাফলং, কানাইঘাট উপজেলায় লোভাছড়া ও ডোনা এবং ফেঞ্চুগঞ্জে আছে মণিপুর, মোমিনছড়া ও ডালুছড়া চা-বাগান।
বিল
ছোট-বড় মিলিয়ে সিলেটে ৮২টি বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া ও চাতলা বিল উল্লেখযোগ্য।
রিজার্ভ ফরেস্ট
এ জেলায় মোট রিজার্ভ ফরেস্ট আছে ২৩৬ দশমিক ৪২ বর্গকিলোমিটার। উত্তর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তা পাহাড়ের অংশ হিসেবে সিলেটে বেশ কিছু ছোট পাহাড় ও টিলা রয়েছে। এগুলোর মধ্যে জৈন্তাপুর, সারি, লালাখাল উল্লেখযোগ্য।
নদী
এ জেলায় বেশ কয়েকটি নদী আছে। নদীগুলোর মধ্যে বড় সুরমা ও কুশিয়ারা। এ ছাড়া রয়েছে সারি, পিয়াইনসহ বেশ কিছু ছোট নদ–নদী।
জনপ্রিয় গন্তব্য
জাফলং, বিছানাকান্দি, পান্থুমাই ঝরনা, লোভাছড়া, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, হজরত শাহজালাল (রা.) মাজার, হজরত শাহপরান (রা.) মাজার, শাহী ঈদগা, তামাবিল, খাদিমনগর জাতীয় উদ্যান, লক্ষণছড়া, ভোলাগঞ্জ, উৎমাছড়া, ডিবির হাওর, জুগিরকান্দি মায়াবন, ক্বীন ব্রিজ।
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৯ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে