Ajker Patrika

আগুন লাগলে যা করবেন

ফিচার ডেস্ক, ঢাকা 
অগ্নিকাণ্ড থেকে সতর্ক থাকুন। ছবি: কোলাজ
অগ্নিকাণ্ড থেকে সতর্ক থাকুন। ছবি: কোলাজ

যেকোনো জায়গায় যেভাবেই আগুন লাগুক না কেন, প্রথম মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। তারপর নিরাপদ জায়গা খুঁজে নিয়ে সেখানে যান এবং সেখান থেকে বের হওয়ার সম্ভাব্য পথগুলো নিয়ে ভাবুন।

আগুন লাগলে যা করবেন—

আগুন বড় পরিসরে ছড়িয়ে পড়লে দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে হবে। ছবি: পেক্সেলস
আগুন বড় পরিসরে ছড়িয়ে পড়লে দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে হবে। ছবি: পেক্সেলস
  • আগে বোঝার চেষ্টা করুন, আগুন নেভানো সম্ভব কি না। আগুনের বিস্তার কম থাকলে দ্রুত অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করে তা নিভিয়ে ফেলুন। আর বড় পরিসরে ছড়িয়ে পড়লে নেভানোর চেষ্টা না করে বের হওয়ার চেষ্টা করুন। নিজের ও আশপাশের মানুষের জীবন রক্ষাকে গুরুত্ব দিন।
  • বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে আগুন না লেগে থাকলে, তা নেভানোর জন্য পানি ব্যবহার করতে পারেন। তবে বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে আগুন লাগলে তাতে পানি দেওয়া যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকলে স্থান ত্যাগ করার প্রস্তুতি নিন। আগুন যদি অনেকটাই ছড়িয়ে যায়, তাহলে নেভানো সহজ না-ও হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত ভবন ত্যাগ করুন।
  • যদি ঘরের মধ্যে বন্দী হয়ে পড়েন, তাহলে ডাস্ট টেপ, ভেজা তোয়ালে বা কাপড় দিয়ে দরজা এবং তার আশপাশের সব ফাঁকা জায়গা ও বাতাস চলাচলের পথ বন্ধ করে দিন।
  • আগুন লাগলে প্রথম ক্ষতি করে ধোঁয়া। তাই এর বিপরীত দিকে সরে যান। ধোঁয়া থাকলে নিচু হয়ে চলাচল করুন। তাতে শ্বাস নেওয়ার সুযোগ বেশি থাকে। অথবা হামাগুড়ি দিয়ে বা গড়াতে গড়াতে বাসা বা ঘর থেকে বের হতে হবে। মুখ সম্পূর্ণ ঢেকে ধোঁয়ার নিচ দিয়ে বের হয়ে আসতে হবে। নইলে বিষাক্ত ধোঁয়া চোখে-মুখে ঢুকে গিয়ে বিপদ বাড়তে পারে।
  • ৯৯৯-এ কল করে চেষ্টা করুন তাদের জানানোর। ঘটনার স্থান, আগুনের প্রকৃতি, কতটা ছড়িয়েছে, এসব তথ্য যতটুকু সম্ভব স্পষ্টভাবে জানাবেন।
  • যদি সম্ভব হয় ঘটনাস্থলের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন। মেইন সুইচ বন্ধ করলে বিদ্যুৎ থেকে আগুন ছড়ানোর ঝুঁকি কমে।
  • ভেজা কাপড় বা তোয়ালে ব্যবহার করুন। ধোঁয়া বা আগুন থেকে রক্ষা পেতে ভেজা কাপড় দিয়ে মুখ ও নাক ঢেকে রাখুন।
  • প্রশিক্ষিত হলে অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করতে পারেন।
  • দরজা খুলতে আগে হাত দিয়ে ছুঁয়ে দেখুন। দরজার হাতল গরম থাকলে ওপারে আগুন থাকতে পারে। সে ক্ষেত্রে দরজা খুলবেন না।
  • জানালার বাইরে উজ্জ্বল রঙের কাপড় ঝুলিয়ে দিন এবং নাড়াচাড়া করতে থাকুন, যাতে অগ্নিনির্বাপণকর্মীরা বুঝতে পারেন, আপনি ভেতরে আছেন।
  • ঘটনাস্থল ত্যাগ করার জন্য সিঁড়ি ব্যবহার করুন। লিফট ব্যবহারের ঝুঁকি নেবেন না। আগুন লাগার সময় লিফট ব্যবহার করা বিপজ্জনক হতে পারে।

আগুন লাগলে যা করবেন না—

প্রশিক্ষণ না থাকলে আগুন নেভাতে যাবেন না। বরং নিরাপদ জায়গায় চলে যান। ছবি: পেক্সেলস
প্রশিক্ষণ না থাকলে আগুন নেভাতে যাবেন না। বরং নিরাপদ জায়গায় চলে যান। ছবি: পেক্সেলস
  • ঘাবড়ে যাবেন না।
  • দৌড় দেবেন না।
  • হুড়োহুড়ি করলে আহত হওয়ার আশঙ্কা বাড়ে।
  • কাপড়ে আগুন লেগে গেলে দৌড়াবেন না। তাতে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়বে। তাই পোশাকে আগুন লাগলে যত দ্রুত সম্ভব মাটিতে শুয়ে পড়ুন। এরপর দুই হাত দিয়ে মুখ ঢেকে গড়াগড়ি করতে থাকুন যতক্ষণ না আগুন নিভে যায়।
  • লিফট ব্যবহার করবেন না। আগুন বা বিদ্যুৎ বিভ্রাটের কারণে লিফট আটকে যেতে পারে।
  • প্রশিক্ষিত না হলে ঝুঁকি নিয়ে আগুন নেভাতে যাবেন না।
  • ভুল তথ্য বা গুজব ছড়াবেন না।
  • ৯৯৯-এ কল করে সঠিক তথ্য জানান।
  • বিদ্যুতের আগুনে বা তেলজনিত আগুনে পানি ছিটাবেন না। এতে আগুন আরও ছড়াতে পারে।
  • পেছনে ফিরে কিছু নিতে যাবেন না। আগুন লাগার সময় প্রিয় জিনিস নিতে ঘরে ফিরে যাওয়া বিপজ্জনক।
  • আগুন না নেভা পর্যন্ত বাড়ির ভেতর আবার ঢোকার চেষ্টা করবেন না।

সূত্র: ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত