ভ্রমণ ডেস্ক
চলছে রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলিমরা এ সময় রোজা রাখেন। রমজান মাসে জীবনযাপনের কিছু রীতিনীতি রয়েছে। ভ্রমণে যাওয়ার আগে সেই সব বিষয় জেনে রাখলে সুবিধা হবে।
স্থানীয়দের প্রতি শ্রদ্ধাশীল হোন
ভ্রমণকালে পর্যটকদের স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া গুরুত্বপূর্ণ। গন্তব্যে পৌঁছে স্থানীয়দের আচরণ সম্পর্কে পরিচিতদের কাছ থেকে জেনে নিন। অথবা যাওয়ার আগেই বিভিন্ন সূত্র থেকে বিষয়গুলো জেনে রাখুন। স্থানীয় মানুষের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানা থাকলে রোজাদার কিংবা রোজাদার নয়—উভয়ের জন্য সেটা কাজে দেবে।
খাদ্য ও পানীয়
রমজানে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। অমুসলিমরা সেটা করেন না তাঁদের নিজস্ব ধর্মবিশ্বাসের কারণে। ফলে যেখানে যাচ্ছেন, সেখানকার মানুষের খাদ্য ও পানীয় এবং আশপাশের স্থানীয় নিয়ম ও রীতিনীতি জেনে নিন।
রোজার সময় জনসমক্ষে খাওয়া বা কোনো কিছু পান করা অনেক দেশে অবৈধ। অতীতে এই আইন ভঙ্গের জন্য পর্যটকদের বিভিন্ন দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। যেখানে এটি বে-আইনি, সেখানে দিনের বেলা খাওয়া যাবে না, যদি আপনি রোজাদার না হয়ে থাকেন, তাহলে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। আর যদি রোজাদার হয়ে থাকেন, তাহলে সাহ্রি ও ইফতারি যাতে সময়মতো পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে আপনি যেখানে থাকবেন সেখানকার পরিস্থিতি বিবেচনা করে।
দিনের বেলা কোনো কোনো জায়গায় রেস্টুরেন্ট বন্ধ থাকতে পারে। খোলা থাকলেও কর্মীরা আপনাকে পর্দার আড়ালে বা ঘরে খেতে বলতে পারেন। রোজার মাস হিসেবে বিষয়গুলো মেনে নিতে হবে। আপনি যদি রোজাদার না হয়ে থাকেন, তাহলে যেসব দেশে দিনের বেলা খাবার পাওয়া কঠিন, সেখানে প্যাকড লাঞ্চ সরবরাহ করার বিষয়ে আপনার হোটেলের সঙ্গে কথা বলুন। অথবা আপনি হোটেলে রান্না করতে পারে এমন খাবার কিনুন।
পোশাক ও আচরণ
কিছু দেশে ও এলাকায় রমজান মাসে পোশাক ও আচরণের ওপর কঠোর মানদণ্ড থাকতে পারে। আপনার প্রয়োজন হতে পারে,
» হাত, পা ও কাঁধ ঢাকা পোশাক পরা
» নারীদের চুল ঢেকে রাখা
» জনসমক্ষে স্নেহ প্রদর্শন এড়িয়ে চলা
» প্রকাশ্যে উচ্চ স্বরে গান এড়িয়ে চলা।
এ সময় কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই অঞ্চলের মানুষের ধর্মীয় মনোভাব কী, সে বিষয়ে তথ্য জানা জরুরি। নইলে যেকোনো জায়গায়, যেকোনো ধরনের নেতিবাচক ঘটনা ঘটতে পারে।
যা করতে চান তার সব পারবেন না
রমজান মাসে একটি মুসলিম দেশ ভ্রমণ নতুন অভিজ্ঞতা দিতে পারে অনেককে। তবে এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ মাসে ভ্রমণে আপনি যা করতে চান, তার সব করতে পারবেন না। রমজান আপনার ভ্রমণের সময় ও কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। কারণ অনেক দেশে স্থানীয়রা এ সময় রোজা রাখেন বলে কাজ না-ও করতে পারেন, কিংবা অল্প সময়ের জন্য কাজ করতে পারেন। ফলে পর্যটন গন্তব্য ও প্রয়োজনীয় পরিষেবা, যেমন পরিবহন, রেস্তোরাঁ ইত্যাদি তাঁদের সময়মতো সচল থাকতে পারে। এসব বিষয়ে নিজের মতামত কিংবা ইচ্ছাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
চলছে রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলিমরা এ সময় রোজা রাখেন। রমজান মাসে জীবনযাপনের কিছু রীতিনীতি রয়েছে। ভ্রমণে যাওয়ার আগে সেই সব বিষয় জেনে রাখলে সুবিধা হবে।
স্থানীয়দের প্রতি শ্রদ্ধাশীল হোন
ভ্রমণকালে পর্যটকদের স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া গুরুত্বপূর্ণ। গন্তব্যে পৌঁছে স্থানীয়দের আচরণ সম্পর্কে পরিচিতদের কাছ থেকে জেনে নিন। অথবা যাওয়ার আগেই বিভিন্ন সূত্র থেকে বিষয়গুলো জেনে রাখুন। স্থানীয় মানুষের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানা থাকলে রোজাদার কিংবা রোজাদার নয়—উভয়ের জন্য সেটা কাজে দেবে।
খাদ্য ও পানীয়
রমজানে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। অমুসলিমরা সেটা করেন না তাঁদের নিজস্ব ধর্মবিশ্বাসের কারণে। ফলে যেখানে যাচ্ছেন, সেখানকার মানুষের খাদ্য ও পানীয় এবং আশপাশের স্থানীয় নিয়ম ও রীতিনীতি জেনে নিন।
রোজার সময় জনসমক্ষে খাওয়া বা কোনো কিছু পান করা অনেক দেশে অবৈধ। অতীতে এই আইন ভঙ্গের জন্য পর্যটকদের বিভিন্ন দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। যেখানে এটি বে-আইনি, সেখানে দিনের বেলা খাওয়া যাবে না, যদি আপনি রোজাদার না হয়ে থাকেন, তাহলে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। আর যদি রোজাদার হয়ে থাকেন, তাহলে সাহ্রি ও ইফতারি যাতে সময়মতো পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে আপনি যেখানে থাকবেন সেখানকার পরিস্থিতি বিবেচনা করে।
দিনের বেলা কোনো কোনো জায়গায় রেস্টুরেন্ট বন্ধ থাকতে পারে। খোলা থাকলেও কর্মীরা আপনাকে পর্দার আড়ালে বা ঘরে খেতে বলতে পারেন। রোজার মাস হিসেবে বিষয়গুলো মেনে নিতে হবে। আপনি যদি রোজাদার না হয়ে থাকেন, তাহলে যেসব দেশে দিনের বেলা খাবার পাওয়া কঠিন, সেখানে প্যাকড লাঞ্চ সরবরাহ করার বিষয়ে আপনার হোটেলের সঙ্গে কথা বলুন। অথবা আপনি হোটেলে রান্না করতে পারে এমন খাবার কিনুন।
পোশাক ও আচরণ
কিছু দেশে ও এলাকায় রমজান মাসে পোশাক ও আচরণের ওপর কঠোর মানদণ্ড থাকতে পারে। আপনার প্রয়োজন হতে পারে,
» হাত, পা ও কাঁধ ঢাকা পোশাক পরা
» নারীদের চুল ঢেকে রাখা
» জনসমক্ষে স্নেহ প্রদর্শন এড়িয়ে চলা
» প্রকাশ্যে উচ্চ স্বরে গান এড়িয়ে চলা।
এ সময় কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই অঞ্চলের মানুষের ধর্মীয় মনোভাব কী, সে বিষয়ে তথ্য জানা জরুরি। নইলে যেকোনো জায়গায়, যেকোনো ধরনের নেতিবাচক ঘটনা ঘটতে পারে।
যা করতে চান তার সব পারবেন না
রমজান মাসে একটি মুসলিম দেশ ভ্রমণ নতুন অভিজ্ঞতা দিতে পারে অনেককে। তবে এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ মাসে ভ্রমণে আপনি যা করতে চান, তার সব করতে পারবেন না। রমজান আপনার ভ্রমণের সময় ও কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। কারণ অনেক দেশে স্থানীয়রা এ সময় রোজা রাখেন বলে কাজ না-ও করতে পারেন, কিংবা অল্প সময়ের জন্য কাজ করতে পারেন। ফলে পর্যটন গন্তব্য ও প্রয়োজনীয় পরিষেবা, যেমন পরিবহন, রেস্তোরাঁ ইত্যাদি তাঁদের সময়মতো সচল থাকতে পারে। এসব বিষয়ে নিজের মতামত কিংবা ইচ্ছাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে