মধ্যরাতের ক্রেভিংয়ে মন ভরিয়ে দেয় একটি চকলেট বার। মেকআপের টোনেও যদি থাকে চকলেট রং, কেমন লাগবে? একদম ঠাট্টা হচ্ছে না। চকলেট টোনের মেকআপ এখন ট্রেন্ড। একটু ডার্ক, মোলায়েম, ক্যারামেল হোক বা টফি—শেডের মেকআপ পুরো লুকে এনে দেবে আভিজাত্য়। কীভাবে করবেন? জানাচ্ছেন কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা।
চকলেট টোনের মেকআপ যাদের জন্য
৭ জুলাই ছিল বিশ্ব চকলেট দিবস। অবশ্য চকলেটপ্রেমীদের জন্য দিবস কোনো বিষয় নয়। সুযোগ হলেই চকলেট হাতে তুলে নেয় তারা। সে তো গেল জিবের স্বাদ মেটানোর কথা। চকলেট যে ত্বকের স্বাদও মেটাতে পারে, এখন তা অস্বীকার করা যাচ্ছে না। সে জন্যই হয়তো ট্রেন্ডে এখন চকলেট টোনের মেকআপ।
যাদের ত্বকের রঙে একটু গাঢ় বা বাদামি শেড আছে, তাদের চকলেট টোনের মেকআপে খুবই ভালো লাগে। সে ক্ষেত্রে ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, ব্লাশন—সবকিছুতেই চকলেট টোন রাখা সম্ভব। ফাউন্ডেশনের মধ্য়ে কিছু টফি, ক্যারামেল, কোকো, হ্যাজলনাট, ক্যাসিউনাট শেড পাওয়া যায়। ত্বকের রঙের সঙ্গে মানানসই এগুলোর যেকোনোটি ব্যবহার করা যেতে পারে। যাদের চেহারা একটু বেশি ভারী, তাদের ফেস কনট্য়ুর করার ক্ষেত্রেও ব্রাউন বা কোকো রঙের ব্লাশন ব্যবহার করা যেতে পারে। যাদের গায়ের রং ফরসা, তারাও স্কিনটোন ডাউন করতে চাইলে চকলেট টোনের মেকআপ করতে পারেন। চকলেট শেডের ফাউন্ডেশন সাধারণত রাতের কোনো অনুষ্ঠান এবং পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে খুব ভালো যায়।
চকলেটি লিপস
লিপস্টিকে চকলেট রং সেই নব্বইয়ের দশক থেকে সব বয়সীর কাছে জনপ্রিয়। তবে বুঝতে হবে, কোন আকারের ঠোঁটে কোন ধরনের চকলেট টোনের লিপস্টিক ব্যবহার করা ভালো। পুরু ঠোঁটে স্যান্ড ন্য়ুড, ক্যারামেল ন্য়ুড, সেপিয়া ব্রাউন, বার্নট পাম্পকিন ইত্যাদি শেড ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে পাতলা ঠোঁট হলে ডার্ক ক্যারামেল, ক্যাডবেরি, ডার্ক এসপ্রেসো, ক্যারামেল লাতে ইত্যাদি শেড ব্যবহার করলে ভালো লাগবে। ঠোঁট বেশি পুরু হলে লিপস্টিকের পরিবর্তে লিপগ্লস আর পাতলা হলে ম্যাট লিপস্টিক বেশি মানায়।
চোখের সাজে
চকলেট টোনের মেকআপ করতে চাইলে যে চোখ, ঠোঁট, গালে ব্যবহৃত সব মেকআপ উপকরণই চকলেট টোনের হতে হবে, এমন কোনো কথা নেই। রঙের ভারসাম্য রাখলে ভালো দেখাবে। লিপস্টিক যদি চকলেট রঙের হয়, তাহলে চোখে ন্য়ুড শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের কাজলের ক্ষেত্রেও যদি কালোর পরিবর্তে ডার্ক ব্রাউন ব্যবহার করা যায়, তাহলে দেখতে ভালো লাগবে।
ডাস্টি চকলেট অন ফেস
পুরো মুখে নরম চকলেটি আভা চাইলে টফি, ক্যাডবেরি, ক্যারামেল—এই শেডগুলো পারসেন্টেজ বুঝে চোখ, ঠোঁট ও গালে ব্যবহার করা যায়। লিপস্টিক ও আইশ্যাডোতে টফি, ক্যারামেল, ক্যাডবেরি শেডগুলো বেছে নেওয়া যায়। ব্লাশনের ক্ষেত্রেও চকলেট বা ব্রাউন শেডের ব্লাশন ব্যবহার করা যেতে পারে।
চকলেট টোনের মেকআপ যাদের জন্য
৭ জুলাই ছিল বিশ্ব চকলেট দিবস। অবশ্য চকলেটপ্রেমীদের জন্য দিবস কোনো বিষয় নয়। সুযোগ হলেই চকলেট হাতে তুলে নেয় তারা। সে তো গেল জিবের স্বাদ মেটানোর কথা। চকলেট যে ত্বকের স্বাদও মেটাতে পারে, এখন তা অস্বীকার করা যাচ্ছে না। সে জন্যই হয়তো ট্রেন্ডে এখন চকলেট টোনের মেকআপ।
যাদের ত্বকের রঙে একটু গাঢ় বা বাদামি শেড আছে, তাদের চকলেট টোনের মেকআপে খুবই ভালো লাগে। সে ক্ষেত্রে ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, ব্লাশন—সবকিছুতেই চকলেট টোন রাখা সম্ভব। ফাউন্ডেশনের মধ্য়ে কিছু টফি, ক্যারামেল, কোকো, হ্যাজলনাট, ক্যাসিউনাট শেড পাওয়া যায়। ত্বকের রঙের সঙ্গে মানানসই এগুলোর যেকোনোটি ব্যবহার করা যেতে পারে। যাদের চেহারা একটু বেশি ভারী, তাদের ফেস কনট্য়ুর করার ক্ষেত্রেও ব্রাউন বা কোকো রঙের ব্লাশন ব্যবহার করা যেতে পারে। যাদের গায়ের রং ফরসা, তারাও স্কিনটোন ডাউন করতে চাইলে চকলেট টোনের মেকআপ করতে পারেন। চকলেট শেডের ফাউন্ডেশন সাধারণত রাতের কোনো অনুষ্ঠান এবং পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে খুব ভালো যায়।
চকলেটি লিপস
লিপস্টিকে চকলেট রং সেই নব্বইয়ের দশক থেকে সব বয়সীর কাছে জনপ্রিয়। তবে বুঝতে হবে, কোন আকারের ঠোঁটে কোন ধরনের চকলেট টোনের লিপস্টিক ব্যবহার করা ভালো। পুরু ঠোঁটে স্যান্ড ন্য়ুড, ক্যারামেল ন্য়ুড, সেপিয়া ব্রাউন, বার্নট পাম্পকিন ইত্যাদি শেড ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে পাতলা ঠোঁট হলে ডার্ক ক্যারামেল, ক্যাডবেরি, ডার্ক এসপ্রেসো, ক্যারামেল লাতে ইত্যাদি শেড ব্যবহার করলে ভালো লাগবে। ঠোঁট বেশি পুরু হলে লিপস্টিকের পরিবর্তে লিপগ্লস আর পাতলা হলে ম্যাট লিপস্টিক বেশি মানায়।
চোখের সাজে
চকলেট টোনের মেকআপ করতে চাইলে যে চোখ, ঠোঁট, গালে ব্যবহৃত সব মেকআপ উপকরণই চকলেট টোনের হতে হবে, এমন কোনো কথা নেই। রঙের ভারসাম্য রাখলে ভালো দেখাবে। লিপস্টিক যদি চকলেট রঙের হয়, তাহলে চোখে ন্য়ুড শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের কাজলের ক্ষেত্রেও যদি কালোর পরিবর্তে ডার্ক ব্রাউন ব্যবহার করা যায়, তাহলে দেখতে ভালো লাগবে।
ডাস্টি চকলেট অন ফেস
পুরো মুখে নরম চকলেটি আভা চাইলে টফি, ক্যাডবেরি, ক্যারামেল—এই শেডগুলো পারসেন্টেজ বুঝে চোখ, ঠোঁট ও গালে ব্যবহার করা যায়। লিপস্টিক ও আইশ্যাডোতে টফি, ক্যারামেল, ক্যাডবেরি শেডগুলো বেছে নেওয়া যায়। ব্লাশনের ক্ষেত্রেও চকলেট বা ব্রাউন শেডের ব্লাশন ব্যবহার করা যেতে পারে।
কচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২১ ঘণ্টা আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগেতারুণ্যের পোশাক ডেনিম। একটা সময় মূলত পুরুষের পোশাক হয়ে থাকলেও এটি ক্রমেই ‘ইউনিসেক্স’ হয়ে উঠেছে। অর্থাৎ নারী-পুরুষনির্বিশেষে এখন ডেনিমের পোশাক পরে। আর সে জন্যই সম্ভবত ডেনিম দিয়ে তৈরি পোশাকে বৈচিত্র্য এসেছে। এখন প্যান্ট, জ্যাকেট, কটি ও শার্টের বাইরে বানানো হচ্ছে নানা ডিজাইনের স্কার্ট, ড্রেস, ব্লাউজ...
১ দিন আগেগরমকাল পুরুষদের জন্য কালস্বরূপ! হ্যাঁ, সত্য়ি বলছি। গরমে পুরুষেরা অনেক বেশিই ঘামেন। বলতে দ্বিধা নেই, অধিকাংশ পুরুষ স্রেফ সচেতনতার অভাবে গরমে অস্বস্তিতে ভোগেন। এখন আর সেই সময় নেই যে, এক কাপড়ে বেরিয়ে গিয়ে সেই রাতে বাড়ি ফিরবেন। গ্রীষ্মকালে সূর্যের দাপট এখন আগের চেয়ে অনেক বেশি।
১ দিন আগে