বিভাবরী রায়
তারুণ্যের পোশাক ডেনিম। একটা সময় মূলত পুরুষের পোশাক হয়ে থাকলেও এটি ক্রমেই ‘ইউনিসেক্স’ হয়ে উঠেছে। অর্থাৎ নারী-পুরুষনির্বিশেষে এখন ডেনিমের পোশাক পরে। আর সে জন্যই সম্ভবত ডেনিম দিয়ে তৈরি পোশাকে বৈচিত্র্য এসেছে। এখন প্যান্ট, জ্যাকেট, কটি ও শার্টের বাইরে বানানো হচ্ছে নানা ডিজাইনের স্কার্ট, ড্রেস, ব্লাউজ, জাম্পস্যুট, টপস, এমনকি কামিজ থেকে কুর্তা পর্যন্ত।
ডেনিম ফ্যাব্রিকস এখন অনেক উন্নত ও আরামদায়ক হয়েছে। ফলে সব ঋতুতেই পরার উপযোগী। এ জন্য ডেনিমের পোশাক হয়ে উঠেছে আগের তুলনায় জনপ্রিয়। ক্যাজুয়াল, ফরমাল ও সেমি ফরমাল—তিনটি লুকেই এখন ডেনিমের পোশাক পাওয়া যায়। তাই অফিস, মিটিং, উৎসব, ভ্রমণ—সব জায়গায় এসব পোশাক পরছেন ফ্যাশনপ্রেমীরা। ডেনিম এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ৩০ এপ্রিল দিনটিকে ডেনিম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
সংগ্রহে রাখার মতো পোশাক
ফিউশনের এ সময়ে ডেনিম মানেই নিরীক্ষা। একসময় ডেনিম দিয়ে শুধু প্যান্ট তৈরি করা হলেও এখন শার্ট, টি-শার্ট, প্যান্ট, হাফপ্যান্ট, জগার, জ্যাকেট, স্যুট এমনকি পাঞ্জাবি, টপস, ব্লাউজ, কুর্তি ও শালও তৈরি করছে ফ্যাশন হাউসগুলো। এর মধ্যে রয়েছে স্লিভলেস, ফুলস্লিভ, শর্টস্লিভ, পাফি স্লিভের পোশাক। লং, মিডি, মিনি, পেনসিল, ঢোলা—প্রায় সব রকমের স্কার্টও পাওয়া যায় ডেনিমের তৈরি। এ ছাড়া পাওয়া যায় টপস ও কুর্তা। সময়ের সঙ্গে সঙ্গে ডেনিমের রঙেও এসেছে পরিবর্তন। এটি এখন আর শুধু চিরাচরিত নীল রঙে আটকে নেই। হালকা নীল, সাদা, ধূসর, ওশান ব্লু, অলিভ, কালোসহ নানা রঙের ডেনিম পাওয়া যায় এখন।
ডেনিমে তৈরি প্যান্টের কাটিংয়েও রয়েছে বৈচিত্র্য। সেসব কাটের মধ্যে আছে স্ট্রেট কাট, বুট কাট, লেগ কাট, ব্যাগি জিনস, ডিসস্ট্রেস প্যান্ট ইত্যাদি। মেয়েদের পোশাকে এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, ফ্লোলার প্রিন্ট ছাড়াও রয়েছে ক্রুশকাঁটার লেইস ও টাই-ডাইয়ের ব্যবহার। অনেক পোশাকে পুঁতি, চুমকি, ব্লক এবং গামছা ও রঙিন কাপড়ের প্যাচওয়ার্ক দেখা যায়। ট্রেন্ডসেটাররা আবার পুরোনো ডেনিমের পোশাকে নিজেরাই ব্লক, সেলাই ও লেইস বসিয়ে নির্দ্বিধায় গায়ে চড়িয়ে নিচ্ছেন।
যেভাবে স্টাইলিং করতে পারেন
ডেনিমের প্যান্ট
ডেনিমের প্যান্ট মানেই তারুণ্যের প্রতীক। ঢিলেঢালা ব্যাগি ডেনিম প্যান্টের সঙ্গে লুজ ব্লাউজ, ক্রুশকাঁটার টপস, ডেনিমের কুর্তা পরা যেতে পারে। আবার স্ট্রেট কাট ডেনিম প্যান্টের সঙ্গে ক্রপটপ বা হাফ ডেনিম ও হাফ ডেনিম কুর্তা পরতে পারেন। আবার সান্ধ্যকালীন পার্টিতে একটু সাহস করে পরে ফেলতে পারেন স্কিনি ডেনিমের সঙ্গে ডেনিম ব্লাউজ ও শাড়ি। গতানুগতিক স্টাইল অনুসরণ করলে স্ট্রেট কাট, বুট কাট, লেগ কাট, লাইট ফ্লেয়ার প্যান্ট পরা যাবে টি-শার্ট, শার্ট, মিডিয়াম বা লং টপসের সঙ্গে। আর হাই ওয়েস্ট বা ব্যাগি জিনসের সঙ্গে এই গরমে সবচেয়ে ভালো মানাবে ক্রপ টপ।
পাতলা ডেনিমের সালোয়ার-কামিজ
অবাক হওয়ার কিছু নেই। দেশীয় ঘরানার পোশাক তৈরিতেও ব্যবহার হচ্ছে ডেনিম। পাতলা ডেনিমে তৈরি হাফ বা লং স্লিভের এই সালোয়ার-কামিজ গরমেও পরা যায়। নেভি ব্লু ডেনিমের সালোয়ার-কামিজের সঙ্গে সরষে হলুদ ওড়না জড়িয়ে অনায়াসে এই গরমে হয়ে উঠতে পারেন অন্যের চোখের আরাম।
টপস ও কুর্তা
ডেনিম টপসের কথা নতুন করে বলার কিছু নেই। স্লিভলেস, লং স্লিভ, পাফি স্লিভ, কোল্ড শোল্ডার ইত্যাদি ডিজাইনের টপস পরা যায় বিভিন্ন রঙের জিনস, স্কার্ট, নরমাল প্যান্টের সঙ্গে। সাজে বোল্ড স্টেটমেন্ট আনতে চাইলে ডেনিম টপস পরতে পারেন প্রিন্টের পালাজ্জো, হারেম বা ধুতি প্যান্টের সঙ্গে। ডেনিমের ক্রপ টপকে চাইলে শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবেও পরতে পারেন। আমাদের দেশে এখন ডেনিমের কুর্তাও পাওয়া যায়। এ ধরনের কুর্তা ক্যাজুয়াল পোশাক হিসেবে বেশ ভালো। স্টাইলিশ লুকের জন্য লেগিংস বা প্যান্টের সঙ্গে অনায়াসে পরতে পারেন ডেনিমের কুর্তা।
স্কার্ট চলছে বেশ
লং, মিডি, মিনি, পেনসিল, ঢোলা—সব আকারের ডেনিম স্কার্ট পাওয়া যায়। রোজ বাইরে পরার জন্য বা ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য এসব স্কার্ট খুব উপযোগী। এসব স্কার্টের সঙ্গে পরতে পারেন নানা ডিজাইনের টপস, শার্ট, টি-শার্ট।
অনুষঙ্গ
শুধু পোশাক নয়, ফ্যাশন অনুষঙ্গেও ডেনিমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ডেনিমের জুতা, বেল্ট ও ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করা যায়। এ ছাড়া এখন অনেক ডিজাইনার নোটবুক বা ল্যাপটপ কভার, স্ক্র্যাঞ্চিস ইত্যাদিতেও ডেনিমের ব্যবহার করছেন। এগুলো এককথায় স্টাইলিশ, পাশাপাশি টেকসইও।
সূত্র: ভোগ ম্যাগাজিন ও গ্ল্যামার
তারুণ্যের পোশাক ডেনিম। একটা সময় মূলত পুরুষের পোশাক হয়ে থাকলেও এটি ক্রমেই ‘ইউনিসেক্স’ হয়ে উঠেছে। অর্থাৎ নারী-পুরুষনির্বিশেষে এখন ডেনিমের পোশাক পরে। আর সে জন্যই সম্ভবত ডেনিম দিয়ে তৈরি পোশাকে বৈচিত্র্য এসেছে। এখন প্যান্ট, জ্যাকেট, কটি ও শার্টের বাইরে বানানো হচ্ছে নানা ডিজাইনের স্কার্ট, ড্রেস, ব্লাউজ, জাম্পস্যুট, টপস, এমনকি কামিজ থেকে কুর্তা পর্যন্ত।
ডেনিম ফ্যাব্রিকস এখন অনেক উন্নত ও আরামদায়ক হয়েছে। ফলে সব ঋতুতেই পরার উপযোগী। এ জন্য ডেনিমের পোশাক হয়ে উঠেছে আগের তুলনায় জনপ্রিয়। ক্যাজুয়াল, ফরমাল ও সেমি ফরমাল—তিনটি লুকেই এখন ডেনিমের পোশাক পাওয়া যায়। তাই অফিস, মিটিং, উৎসব, ভ্রমণ—সব জায়গায় এসব পোশাক পরছেন ফ্যাশনপ্রেমীরা। ডেনিম এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ৩০ এপ্রিল দিনটিকে ডেনিম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
সংগ্রহে রাখার মতো পোশাক
ফিউশনের এ সময়ে ডেনিম মানেই নিরীক্ষা। একসময় ডেনিম দিয়ে শুধু প্যান্ট তৈরি করা হলেও এখন শার্ট, টি-শার্ট, প্যান্ট, হাফপ্যান্ট, জগার, জ্যাকেট, স্যুট এমনকি পাঞ্জাবি, টপস, ব্লাউজ, কুর্তি ও শালও তৈরি করছে ফ্যাশন হাউসগুলো। এর মধ্যে রয়েছে স্লিভলেস, ফুলস্লিভ, শর্টস্লিভ, পাফি স্লিভের পোশাক। লং, মিডি, মিনি, পেনসিল, ঢোলা—প্রায় সব রকমের স্কার্টও পাওয়া যায় ডেনিমের তৈরি। এ ছাড়া পাওয়া যায় টপস ও কুর্তা। সময়ের সঙ্গে সঙ্গে ডেনিমের রঙেও এসেছে পরিবর্তন। এটি এখন আর শুধু চিরাচরিত নীল রঙে আটকে নেই। হালকা নীল, সাদা, ধূসর, ওশান ব্লু, অলিভ, কালোসহ নানা রঙের ডেনিম পাওয়া যায় এখন।
ডেনিমে তৈরি প্যান্টের কাটিংয়েও রয়েছে বৈচিত্র্য। সেসব কাটের মধ্যে আছে স্ট্রেট কাট, বুট কাট, লেগ কাট, ব্যাগি জিনস, ডিসস্ট্রেস প্যান্ট ইত্যাদি। মেয়েদের পোশাকে এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, ফ্লোলার প্রিন্ট ছাড়াও রয়েছে ক্রুশকাঁটার লেইস ও টাই-ডাইয়ের ব্যবহার। অনেক পোশাকে পুঁতি, চুমকি, ব্লক এবং গামছা ও রঙিন কাপড়ের প্যাচওয়ার্ক দেখা যায়। ট্রেন্ডসেটাররা আবার পুরোনো ডেনিমের পোশাকে নিজেরাই ব্লক, সেলাই ও লেইস বসিয়ে নির্দ্বিধায় গায়ে চড়িয়ে নিচ্ছেন।
যেভাবে স্টাইলিং করতে পারেন
ডেনিমের প্যান্ট
ডেনিমের প্যান্ট মানেই তারুণ্যের প্রতীক। ঢিলেঢালা ব্যাগি ডেনিম প্যান্টের সঙ্গে লুজ ব্লাউজ, ক্রুশকাঁটার টপস, ডেনিমের কুর্তা পরা যেতে পারে। আবার স্ট্রেট কাট ডেনিম প্যান্টের সঙ্গে ক্রপটপ বা হাফ ডেনিম ও হাফ ডেনিম কুর্তা পরতে পারেন। আবার সান্ধ্যকালীন পার্টিতে একটু সাহস করে পরে ফেলতে পারেন স্কিনি ডেনিমের সঙ্গে ডেনিম ব্লাউজ ও শাড়ি। গতানুগতিক স্টাইল অনুসরণ করলে স্ট্রেট কাট, বুট কাট, লেগ কাট, লাইট ফ্লেয়ার প্যান্ট পরা যাবে টি-শার্ট, শার্ট, মিডিয়াম বা লং টপসের সঙ্গে। আর হাই ওয়েস্ট বা ব্যাগি জিনসের সঙ্গে এই গরমে সবচেয়ে ভালো মানাবে ক্রপ টপ।
পাতলা ডেনিমের সালোয়ার-কামিজ
অবাক হওয়ার কিছু নেই। দেশীয় ঘরানার পোশাক তৈরিতেও ব্যবহার হচ্ছে ডেনিম। পাতলা ডেনিমে তৈরি হাফ বা লং স্লিভের এই সালোয়ার-কামিজ গরমেও পরা যায়। নেভি ব্লু ডেনিমের সালোয়ার-কামিজের সঙ্গে সরষে হলুদ ওড়না জড়িয়ে অনায়াসে এই গরমে হয়ে উঠতে পারেন অন্যের চোখের আরাম।
টপস ও কুর্তা
ডেনিম টপসের কথা নতুন করে বলার কিছু নেই। স্লিভলেস, লং স্লিভ, পাফি স্লিভ, কোল্ড শোল্ডার ইত্যাদি ডিজাইনের টপস পরা যায় বিভিন্ন রঙের জিনস, স্কার্ট, নরমাল প্যান্টের সঙ্গে। সাজে বোল্ড স্টেটমেন্ট আনতে চাইলে ডেনিম টপস পরতে পারেন প্রিন্টের পালাজ্জো, হারেম বা ধুতি প্যান্টের সঙ্গে। ডেনিমের ক্রপ টপকে চাইলে শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবেও পরতে পারেন। আমাদের দেশে এখন ডেনিমের কুর্তাও পাওয়া যায়। এ ধরনের কুর্তা ক্যাজুয়াল পোশাক হিসেবে বেশ ভালো। স্টাইলিশ লুকের জন্য লেগিংস বা প্যান্টের সঙ্গে অনায়াসে পরতে পারেন ডেনিমের কুর্তা।
স্কার্ট চলছে বেশ
লং, মিডি, মিনি, পেনসিল, ঢোলা—সব আকারের ডেনিম স্কার্ট পাওয়া যায়। রোজ বাইরে পরার জন্য বা ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য এসব স্কার্ট খুব উপযোগী। এসব স্কার্টের সঙ্গে পরতে পারেন নানা ডিজাইনের টপস, শার্ট, টি-শার্ট।
অনুষঙ্গ
শুধু পোশাক নয়, ফ্যাশন অনুষঙ্গেও ডেনিমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ডেনিমের জুতা, বেল্ট ও ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করা যায়। এ ছাড়া এখন অনেক ডিজাইনার নোটবুক বা ল্যাপটপ কভার, স্ক্র্যাঞ্চিস ইত্যাদিতেও ডেনিমের ব্যবহার করছেন। এগুলো এককথায় স্টাইলিশ, পাশাপাশি টেকসইও।
সূত্র: ভোগ ম্যাগাজিন ও গ্ল্যামার
কচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
৫ ঘণ্টা আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
৮ ঘণ্টা আগেগরমকাল পুরুষদের জন্য কালস্বরূপ! হ্যাঁ, সত্য়ি বলছি। গরমে পুরুষেরা অনেক বেশিই ঘামেন। বলতে দ্বিধা নেই, অধিকাংশ পুরুষ স্রেফ সচেতনতার অভাবে গরমে অস্বস্তিতে ভোগেন। এখন আর সেই সময় নেই যে, এক কাপড়ে বেরিয়ে গিয়ে সেই রাতে বাড়ি ফিরবেন। গ্রীষ্মকালে সূর্যের দাপট এখন আগের চেয়ে অনেক বেশি।
১৪ ঘণ্টা আগেশুধু যে চিংড়ি দিয়ে কুচি কুচি করে লাউ খাবেন, তা তো নয়। কচি লাউ দিয়ে মজাদার ডেজার্টও তৈরি করা যায়। বৈরাগী হওয়ার আগে একবার খেয়ে দেখুন। লাউ দিয়ে তৈরি দু্টি ডেজার্টের রেসিপি
১৪ ঘণ্টা আগে