সানজিদা সামরিন, ঢাকা
সম্প্রতি সুনিধি নায়েকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন একটি মিউজিক ভিডিও। ‘পালাবে কোথায়’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন শায়ান চৌধুরী অর্ণব। তাঁর সঙ্গে মিলে কম্পোজিশন করেছেন অদিত রহমান ও সুনিধি নায়েক। সুনিধির ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিওটি তৈরি করেছেন পরিচালক আদনান আল রাজীব।
এই মিউজিক ভিডিওতে সুনিধিকে দেখা গেছে ভিন্নরূপে। মেকআপ, গেটআপ সম্পূর্ণই আগের সবকিছু থেকে আলাদা। এ গানটিতে ওয়েস্টার্ন ইডিএম মিউজিকের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের মিশ্রণ তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে জানান সুনিধি। এক কথায়, ভক্তদের জন্য ফিউশনধর্মী একটি মিউজিক ভিডিও উপহার দিয়েছেন সুনিধি। মিউজিক ভিডিওতে ববকাট কার্লি চুল, কালো স্লিভলেস ক্রপটপ, ডিসট্রেস ব্যাগি ডেনিম প্যান্ট আর স্মোকি আই লুকে দেখা গেছে সুনিধিকে। গলায় তাঁর রূপালি চোকার। তবে চোখেমুখে বিষণ্নতার ছাপ।
রহস্যময় আলোতে নেচে বেড়ানো মেয়েটি কখনো ডুবে যাচ্ছে কালো আঁধারে। দিগ্বিদিক হয়ে ছুটে বেড়াচ্ছে এ গলি থেকে সে গলিতে। সে কিছু একটা খুঁজছে। কাকে? রহস্যময় সে পুরুষটিকে? কে সেই রহস্যময় পুরুষ? মৃদু হাস্যরত পুরুষটি আর কেউ নয় নায়ক শরিফুল রাজ। যতবারই সে সেই পুরুষটিকে জড়িয়ে ধরার চেষ্টা করে, সে পালিয়ে যায়। সে হারিয়ে যায় বারবার। কিন্তু সুনিধি তাঁর অনুভূতি এড়াতে পারছে না। তার আবেশ কি তাকে গ্রাস করবে?
এক দেখায় অনেকেরই ফিউশনধর্মী এ মিউজিক ভিডিওটি ভালো লাগবে। অনেকই আবার ধন্দে পড়ে যাবেন। তাঁদের জন্য সুনিধির ভাষ্য, ‘আমরা একটি ফিউশন তৈরি করার চেষ্টা করেছি— দেশীয় বাদ্যযন্ত্র ও ভাষার সঙ্গে ইলেকট্রনিক উপাদান যোগ করেছি।’ তিনি আরও বলেন, ‘‘পালাবে কোথায়’ গানটি কেবল সৃজনশীল ইচ্ছা থেকে উদ্ভূত হয়নি। এটি ব্যক্তিগত মানসিক যন্ত্রণা এবং তা থেকে বারবার উঠে আসার চেষ্টা থেকে তৈরি হয়েছে।’
সুনিধি জানান, গানটি অনেকটা মানসিক স্বাস্থ্য বিষয়ক। অতীতে তাঁর নিজস্ব হতাশা ও উদ্বেগের সঙ্গে লড়াইয়ের গল্প ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এ গানের সঙ্গে।
তিনি বলেন, ‘এই গানটি আমার খুব কাছের। প্রায় ছয় বছর আগে, আমি হতাশা ও উদ্বেগের সঙ্গে লড়াই করেছি। নিরাময় ও পুনরুদ্ধারের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। মানসিক স্বাস্থ্য আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি এমন একটি গান তৈরি করতে চেয়েছিলাম যা মানসিক পীড়াদায়ক সম্পর্ক বা যেকোনো ধরণের আসক্তি সম্পর্কে কথা বলবে।’
‘গানের মাধ্যমে আমরা এটাই বলতে চেয়েছি যে, মাদক মানেই কেবল আসক্তি নয়। বরং কারও ওপর মানসিক নির্ভরতাও একসময় বিষাক্ত হয়ে উঠতে পারে। আর এই গানটি হলো জীবনকে ছেড়ে দিতে শেখা এবং নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার আকুতি।’
সুনিধির ভাষ্য, ‘আমাদের ভেতরেই কিছু দানব বাস করে। যারা আমাদের একটা চক্রে ঘোরাতে থাকে। যাদের কাছ থেকে পালানোটা মুশকিল হয়ে পড়ে। যন্ত্রণাগুলোকে তারা বিন্দু থেকে সিন্ধুতে নিয়ে যায়। এখান থেকে বাঁচার একটাই উপায় আত্মনিয়ন্ত্রণ। আর পালাবে কোথায় গানটির মাধ্যমে সে কথাই বলতে চেয়েছি।’
সম্প্রতি সুনিধি নায়েকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন একটি মিউজিক ভিডিও। ‘পালাবে কোথায়’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন শায়ান চৌধুরী অর্ণব। তাঁর সঙ্গে মিলে কম্পোজিশন করেছেন অদিত রহমান ও সুনিধি নায়েক। সুনিধির ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিওটি তৈরি করেছেন পরিচালক আদনান আল রাজীব।
এই মিউজিক ভিডিওতে সুনিধিকে দেখা গেছে ভিন্নরূপে। মেকআপ, গেটআপ সম্পূর্ণই আগের সবকিছু থেকে আলাদা। এ গানটিতে ওয়েস্টার্ন ইডিএম মিউজিকের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের মিশ্রণ তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে জানান সুনিধি। এক কথায়, ভক্তদের জন্য ফিউশনধর্মী একটি মিউজিক ভিডিও উপহার দিয়েছেন সুনিধি। মিউজিক ভিডিওতে ববকাট কার্লি চুল, কালো স্লিভলেস ক্রপটপ, ডিসট্রেস ব্যাগি ডেনিম প্যান্ট আর স্মোকি আই লুকে দেখা গেছে সুনিধিকে। গলায় তাঁর রূপালি চোকার। তবে চোখেমুখে বিষণ্নতার ছাপ।
রহস্যময় আলোতে নেচে বেড়ানো মেয়েটি কখনো ডুবে যাচ্ছে কালো আঁধারে। দিগ্বিদিক হয়ে ছুটে বেড়াচ্ছে এ গলি থেকে সে গলিতে। সে কিছু একটা খুঁজছে। কাকে? রহস্যময় সে পুরুষটিকে? কে সেই রহস্যময় পুরুষ? মৃদু হাস্যরত পুরুষটি আর কেউ নয় নায়ক শরিফুল রাজ। যতবারই সে সেই পুরুষটিকে জড়িয়ে ধরার চেষ্টা করে, সে পালিয়ে যায়। সে হারিয়ে যায় বারবার। কিন্তু সুনিধি তাঁর অনুভূতি এড়াতে পারছে না। তার আবেশ কি তাকে গ্রাস করবে?
এক দেখায় অনেকেরই ফিউশনধর্মী এ মিউজিক ভিডিওটি ভালো লাগবে। অনেকই আবার ধন্দে পড়ে যাবেন। তাঁদের জন্য সুনিধির ভাষ্য, ‘আমরা একটি ফিউশন তৈরি করার চেষ্টা করেছি— দেশীয় বাদ্যযন্ত্র ও ভাষার সঙ্গে ইলেকট্রনিক উপাদান যোগ করেছি।’ তিনি আরও বলেন, ‘‘পালাবে কোথায়’ গানটি কেবল সৃজনশীল ইচ্ছা থেকে উদ্ভূত হয়নি। এটি ব্যক্তিগত মানসিক যন্ত্রণা এবং তা থেকে বারবার উঠে আসার চেষ্টা থেকে তৈরি হয়েছে।’
সুনিধি জানান, গানটি অনেকটা মানসিক স্বাস্থ্য বিষয়ক। অতীতে তাঁর নিজস্ব হতাশা ও উদ্বেগের সঙ্গে লড়াইয়ের গল্প ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এ গানের সঙ্গে।
তিনি বলেন, ‘এই গানটি আমার খুব কাছের। প্রায় ছয় বছর আগে, আমি হতাশা ও উদ্বেগের সঙ্গে লড়াই করেছি। নিরাময় ও পুনরুদ্ধারের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। মানসিক স্বাস্থ্য আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি এমন একটি গান তৈরি করতে চেয়েছিলাম যা মানসিক পীড়াদায়ক সম্পর্ক বা যেকোনো ধরণের আসক্তি সম্পর্কে কথা বলবে।’
‘গানের মাধ্যমে আমরা এটাই বলতে চেয়েছি যে, মাদক মানেই কেবল আসক্তি নয়। বরং কারও ওপর মানসিক নির্ভরতাও একসময় বিষাক্ত হয়ে উঠতে পারে। আর এই গানটি হলো জীবনকে ছেড়ে দিতে শেখা এবং নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার আকুতি।’
সুনিধির ভাষ্য, ‘আমাদের ভেতরেই কিছু দানব বাস করে। যারা আমাদের একটা চক্রে ঘোরাতে থাকে। যাদের কাছ থেকে পালানোটা মুশকিল হয়ে পড়ে। যন্ত্রণাগুলোকে তারা বিন্দু থেকে সিন্ধুতে নিয়ে যায়। এখান থেকে বাঁচার একটাই উপায় আত্মনিয়ন্ত্রণ। আর পালাবে কোথায় গানটির মাধ্যমে সে কথাই বলতে চেয়েছি।’
সাপের বিষ মিশ্রিত কফি! চমকে উঠবেন না। পৃথিবীতে এরকম কফি আছে। আপনি যদি কখনো উত্তর ভিয়েতনামে ভ্রমণে যান, সেখানে বিশেষ বিশেষ রেস্তোরাঁয় খোঁজ করলেই পেয়ে যাবেন সাপের বিষ মেশানো কফি। আর অবাক ব্যাপার হলো, সে অঞ্চলের মানুষ মনে করে এটি এক আশ্চর্য ওষুধ!
৪ ঘণ্টা আগেবাড়িতে ভেটকি মাছ আছে? হঠাৎ যদি নতুন রেসিপি বানাতে ইচ্ছা হয়, তাহলে ভেটকি মাছ দিয়ে তৈরি করতে পারেন প্যান ফ্রাইড ফিশ উইদ পমেগ্রেনেট মোলাসেস অ্যান্ড পমেগ্রেনেট কিউকাম্বার সালাদ। সোজা কথায়, বেদানা বা ডালিমের রস থেকে বানানো সিরাপের সঙ্গে ভেটকির ভাজা আর ডালিম দানা ও শসার সালাদ।
৮ ঘণ্টা আগেবর্ষায় ভেজা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য ত্বকে ছত্রাকঘটিত সমস্যা বেশি দেখা দেয়। এ সময় ব্যাকটেরিয়া ও বিভিন্ন ধরনের ফাঙ্গাসের সংক্রমণে চুলকানি, র্যাশ বা ত্বক ফুলে ওঠার মতো সমস্যা দেখা দেয়। তাই এ সময় ত্বকের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন।
২১ ঘণ্টা আগেডাচ শিশুরা বিশ্বের সবচেয়ে সুখী। এ বছর ইউনিসেফের এক প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন ও ওইসিডিভুক্ত ৪৩টি দেশের মধ্যে নেদারল্যান্ডসের শিশুরাই সবচেয়ে সুখী বলে উঠে এসেছে। কিন্তু কেন এমনটা হয়েছে? এর পেছনের কারণ খুঁজতে গিয়ে মার্কিন কিশোরী মেরি ফ্রান্সিস রাস্কেল নিজের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ দিয়ে বিশ্লেষণ তুলে ধরেছ
১ দিন আগে