ফিচার ডেস্ক
সাপের বিষ মেশানো কফি! চমকে উঠবেন না। পৃথিবীতে এ রকম কফি আছে। আপনি যদি কখনো উত্তর ভিয়েতনামে ভ্রমণে যান, সেখানে বিশেষ বিশেষ রেস্তোরাঁয় খোঁজ করলেই পেয়ে যাবেন সাপের বিষ মেশানো কফি। অবাক ব্যাপার হলো, সেই অঞ্চলের মানুষ মনে করে, এটি এক আশ্চর্য ওষুধ!
কফি নিয়ে ভিয়েতনামিজদের এই উন্মাদনা এখনকার নয়। এর শুরু সেই আঠারো শতক থেকে। সে সময় দেশটি ছিল ফরাসি কলোনি। তারাই ভিয়েতনামে কফি চাষের সূচনা করে। ধীরে ধীরে এটি দেশটির সংস্কৃতির অংশ হয়ে ওঠে। লাইনটি শুধু লেখার জন্যই লেখা হলো না। ভিয়েতনামে কফি পানের যে ধারা গড়ে উঠেছে, তা বিশ্বে অনন্য। এটি পানের জন্য ফরাসিরা কনডেন্সড মিল্ক আবিষ্কার করেছিল একদা! তা দিয়ে কফি পানের রীতি এখনো চলছে ভিয়েতনামে। ফিন ড্রিপার নামে কফি তৈরির যে স্টাইল, সেটি ভিয়েতনামের এবং এটি পৃথিবীতে কফি ব্রিউইংয়ের অন্যতম আইকন।
ভিয়েতনামের বড় শহর সায়গন বা হো চি মিন সিটিতে আমাজন-থিমড কফি শপ আছে, যেখানে জঙ্গল ও জলপ্রপাতের মধ্যে কফি পান করা যায়! এবার বুঝুন, তাদের কফি-প্রেমের নমুনা।
তো এমন একটি কফি-প্রেমী দেশের কফি যে বিশ্বের সেরা কফির তালিকায় থাকবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে দেশটি টেক্কা দিয়েছে সংখ্যার দিক থেকে।
সম্প্রতি আন্তর্জাতিক খাদ্য ম্যাগাজিন ‘টেস্ট এটলাস’ প্রকাশ করেছে বিশ্বের সেরা ৬৩টি কফির তালিকা। ‘বেস্ট রেটেড কফিস ইন দ্য ওয়ার্ল্ড’ নামের এই তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে কিউবার ক্যাফে কুবানো। এই জায়গাতেই চার মেরেছে ভিয়েতনাম। দেশটির আইসড মিল্ক কফি, ব্ল্যাক কফি, এগ কফি ও দই কফি এই তালিকায় জায়গা করে নিয়েছে। ভিয়েতনাম সৃজনশীল কফি সংস্কৃতির জন্য এই তালিকায় স্থান করে নিয়েছে। দেশটির এসব কফি শুধু পানীয় নয়, বরং সংস্কৃতির নিদর্শন। তালিকায় কেবল জনপ্রিয়তা নয়, বরং এসব পানীয়ের সাংস্কৃতিক প্রভাব ও ঐতিহ্যকেও মূল্যায়ন করা হয়েছে।
কফির জগতে ভিয়েতনাম
ভিয়েতনাম বিশ্বের অন্যতম বৃহৎ রোবাস্টা কফি উৎপাদনকারী দেশ। ভিয়েতনামে এখন আরবিকা ও স্পেশালিটি কফির চাষ বাড়ছে, বিশেষভাবে দালাত ও সোন লা অঞ্চলে। ভিয়েতনামের কিছু কফি শপে এখন উন্নত মানের সিঙ্গল অরিজিন কফি পাওয়া যায়।
যে কফিগুলো তালিকায় জায়গা করে নিয়েছে, সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেখে নেওয়া যাক।
আইসড মিল্ক কফি: এটি তৈরি হয় রোবাস্টা কফি, কনডেন্সড মিল্ক ও বরফ দিয়ে। কফি মগের একেবারে নিচে থাকে কনডেন্সড মিল্ক। ধীরে ধীরে ড্রিপ ফিল্টার বা ফিন দিয়ে কফি ড্রিপ করা হয়। শেষে বরফ যোগ করে ঠান্ডার পর পরিবেশন করা হয়। এটি আছে তালিকার সপ্তম স্থানে।
ব্ল্যাক কফি: তালিকায় ১৪তম স্থানে আছে ব্ল্যাক কফি। স্থানীয়ভাবে একে বলা হয় সিইফি ডেন। এই ব্ল্যাক কফি ভিয়েতনামিজদের কাছে ভীষণ প্রিয়। খাঁটি কফি-প্রেমীদের জন্য সেরা কড়া এই পানীয় পরিবেশন করা হয় দুধ ও চিনি ছাড়া।
এগ কফি: চল্লিশের দশকে হ্যানয়ের ক্যাফে জাংয়ে এটি প্রথম তৈরি হয়েছিল। ডিমের কুসুম, কনডেন্সড মিল্ক ও রোবাস্টা কফির অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয় এখানে। ডিমের মিশ্রণটি ফেটিয়ে ক্রিমি করে তুলে তা কফির ওপর ঢেলে পরিবেশন করা হয়। এটি দেখতে তিরামিশুর মতো। তালিকার ২৭ নম্বরে জায়গা করে নিয়েছে এই কফি।
ইয়োগার্ড কফি: যে দেশে সাপের বিষ মিশিয়ে কফি পান করা হয়, সে দেশে দই দিয়ে কফি তৈরির রেসিপি পাওয়া আশ্চর্য ঘটনা নয়। তবে তা পৃথিবীর মানুষকে আশ্চর্য করে বৈকি। সেরার তালিকায় ৫৩ নম্বরে আছে দই কফি বা ইয়োগার্ড কফি। অপেক্ষাকৃত নতুন ও সৃজনশীল একটি ভিন্নধর্মী কফি এটি। দই, কফি, কনডেন্সড মিল্ক ও বরফ একত্রে মিশিয়ে অথবা স্তর করে পরিবেশন করা হয় এ কফি।
এই তারকা কফিগুলোর বাইরেও নারকেল দুধ দিয়ে তৈরি কফি পাওয়া যায় ভিয়েতনামে। নাম চি ফি দোয়া। আরও পাওয়া যায় লবণ দেওয়া কফি। তার নাম চি ফি মুওয়ি।
সূত্র: টেস্ট এটলাস
সাপের বিষ মেশানো কফি! চমকে উঠবেন না। পৃথিবীতে এ রকম কফি আছে। আপনি যদি কখনো উত্তর ভিয়েতনামে ভ্রমণে যান, সেখানে বিশেষ বিশেষ রেস্তোরাঁয় খোঁজ করলেই পেয়ে যাবেন সাপের বিষ মেশানো কফি। অবাক ব্যাপার হলো, সেই অঞ্চলের মানুষ মনে করে, এটি এক আশ্চর্য ওষুধ!
কফি নিয়ে ভিয়েতনামিজদের এই উন্মাদনা এখনকার নয়। এর শুরু সেই আঠারো শতক থেকে। সে সময় দেশটি ছিল ফরাসি কলোনি। তারাই ভিয়েতনামে কফি চাষের সূচনা করে। ধীরে ধীরে এটি দেশটির সংস্কৃতির অংশ হয়ে ওঠে। লাইনটি শুধু লেখার জন্যই লেখা হলো না। ভিয়েতনামে কফি পানের যে ধারা গড়ে উঠেছে, তা বিশ্বে অনন্য। এটি পানের জন্য ফরাসিরা কনডেন্সড মিল্ক আবিষ্কার করেছিল একদা! তা দিয়ে কফি পানের রীতি এখনো চলছে ভিয়েতনামে। ফিন ড্রিপার নামে কফি তৈরির যে স্টাইল, সেটি ভিয়েতনামের এবং এটি পৃথিবীতে কফি ব্রিউইংয়ের অন্যতম আইকন।
ভিয়েতনামের বড় শহর সায়গন বা হো চি মিন সিটিতে আমাজন-থিমড কফি শপ আছে, যেখানে জঙ্গল ও জলপ্রপাতের মধ্যে কফি পান করা যায়! এবার বুঝুন, তাদের কফি-প্রেমের নমুনা।
তো এমন একটি কফি-প্রেমী দেশের কফি যে বিশ্বের সেরা কফির তালিকায় থাকবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে দেশটি টেক্কা দিয়েছে সংখ্যার দিক থেকে।
সম্প্রতি আন্তর্জাতিক খাদ্য ম্যাগাজিন ‘টেস্ট এটলাস’ প্রকাশ করেছে বিশ্বের সেরা ৬৩টি কফির তালিকা। ‘বেস্ট রেটেড কফিস ইন দ্য ওয়ার্ল্ড’ নামের এই তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে কিউবার ক্যাফে কুবানো। এই জায়গাতেই চার মেরেছে ভিয়েতনাম। দেশটির আইসড মিল্ক কফি, ব্ল্যাক কফি, এগ কফি ও দই কফি এই তালিকায় জায়গা করে নিয়েছে। ভিয়েতনাম সৃজনশীল কফি সংস্কৃতির জন্য এই তালিকায় স্থান করে নিয়েছে। দেশটির এসব কফি শুধু পানীয় নয়, বরং সংস্কৃতির নিদর্শন। তালিকায় কেবল জনপ্রিয়তা নয়, বরং এসব পানীয়ের সাংস্কৃতিক প্রভাব ও ঐতিহ্যকেও মূল্যায়ন করা হয়েছে।
কফির জগতে ভিয়েতনাম
ভিয়েতনাম বিশ্বের অন্যতম বৃহৎ রোবাস্টা কফি উৎপাদনকারী দেশ। ভিয়েতনামে এখন আরবিকা ও স্পেশালিটি কফির চাষ বাড়ছে, বিশেষভাবে দালাত ও সোন লা অঞ্চলে। ভিয়েতনামের কিছু কফি শপে এখন উন্নত মানের সিঙ্গল অরিজিন কফি পাওয়া যায়।
যে কফিগুলো তালিকায় জায়গা করে নিয়েছে, সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেখে নেওয়া যাক।
আইসড মিল্ক কফি: এটি তৈরি হয় রোবাস্টা কফি, কনডেন্সড মিল্ক ও বরফ দিয়ে। কফি মগের একেবারে নিচে থাকে কনডেন্সড মিল্ক। ধীরে ধীরে ড্রিপ ফিল্টার বা ফিন দিয়ে কফি ড্রিপ করা হয়। শেষে বরফ যোগ করে ঠান্ডার পর পরিবেশন করা হয়। এটি আছে তালিকার সপ্তম স্থানে।
ব্ল্যাক কফি: তালিকায় ১৪তম স্থানে আছে ব্ল্যাক কফি। স্থানীয়ভাবে একে বলা হয় সিইফি ডেন। এই ব্ল্যাক কফি ভিয়েতনামিজদের কাছে ভীষণ প্রিয়। খাঁটি কফি-প্রেমীদের জন্য সেরা কড়া এই পানীয় পরিবেশন করা হয় দুধ ও চিনি ছাড়া।
এগ কফি: চল্লিশের দশকে হ্যানয়ের ক্যাফে জাংয়ে এটি প্রথম তৈরি হয়েছিল। ডিমের কুসুম, কনডেন্সড মিল্ক ও রোবাস্টা কফির অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয় এখানে। ডিমের মিশ্রণটি ফেটিয়ে ক্রিমি করে তুলে তা কফির ওপর ঢেলে পরিবেশন করা হয়। এটি দেখতে তিরামিশুর মতো। তালিকার ২৭ নম্বরে জায়গা করে নিয়েছে এই কফি।
ইয়োগার্ড কফি: যে দেশে সাপের বিষ মিশিয়ে কফি পান করা হয়, সে দেশে দই দিয়ে কফি তৈরির রেসিপি পাওয়া আশ্চর্য ঘটনা নয়। তবে তা পৃথিবীর মানুষকে আশ্চর্য করে বৈকি। সেরার তালিকায় ৫৩ নম্বরে আছে দই কফি বা ইয়োগার্ড কফি। অপেক্ষাকৃত নতুন ও সৃজনশীল একটি ভিন্নধর্মী কফি এটি। দই, কফি, কনডেন্সড মিল্ক ও বরফ একত্রে মিশিয়ে অথবা স্তর করে পরিবেশন করা হয় এ কফি।
এই তারকা কফিগুলোর বাইরেও নারকেল দুধ দিয়ে তৈরি কফি পাওয়া যায় ভিয়েতনামে। নাম চি ফি দোয়া। আরও পাওয়া যায় লবণ দেওয়া কফি। তার নাম চি ফি মুওয়ি।
সূত্র: টেস্ট এটলাস
বাড়িতে ভেটকি মাছ আছে? হঠাৎ যদি নতুন রেসিপি বানাতে ইচ্ছা হয়, তাহলে ভেটকি মাছ দিয়ে তৈরি করতে পারেন প্যান ফ্রাইড ফিশ উইদ পমেগ্রেনেট মোলাসেস অ্যান্ড পমেগ্রেনেট কিউকাম্বার সালাদ। সোজা কথায়, বেদানা বা ডালিমের রস থেকে বানানো সিরাপের সঙ্গে ভেটকির ভাজা আর ডালিম দানা ও শসার সালাদ।
১৫ ঘণ্টা আগেবর্ষায় ভেজা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য ত্বকে ছত্রাকঘটিত সমস্যা বেশি দেখা দেয়। এ সময় ব্যাকটেরিয়া ও বিভিন্ন ধরনের ফাঙ্গাসের সংক্রমণে চুলকানি, র্যাশ বা ত্বক ফুলে ওঠার মতো সমস্যা দেখা দেয়। তাই এ সময় ত্বকের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন।
১ দিন আগেডাচ শিশুরা বিশ্বের সবচেয়ে সুখী। এ বছর ইউনিসেফের এক প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন ও ওইসিডিভুক্ত ৪৩টি দেশের মধ্যে নেদারল্যান্ডসের শিশুরাই সবচেয়ে সুখী বলে উঠে এসেছে। কিন্তু কেন এমনটা হয়েছে? এর পেছনের কারণ খুঁজতে গিয়ে মার্কিন কিশোরী মেরি ফ্রান্সিস রাস্কেল নিজের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ দিয়ে বিশ্লেষণ তুলে ধরেছ
২ দিন আগেবিকেল ঘনিয়ে এসেছে বলিভিয়ার আমাজন বনের ছোট্ট গ্রাম আনাচেরে। কুঁড়েঘরের মাটির মেঝেতে ধোঁয়া ওঠা আগুনে ফুটছে কলা আর ম্যানিয়ক দিয়ে তৈরি পাতলা একধরনের পায়েস। রান্নায় ব্যস্ত আনা কুয়াতা মাইতো। কোলে দুধপানরত শিশু, পাশে দাঁড়িয়ে সাত বছরের ছেলে।
২ দিন আগে