Ajker Patrika

ত্বকের যত্ন /বর্ষাকালে ত্বকের চুলকানির ঘরোয়া সমাধান

বিভাবরী রায়
আপডেট : ১২ জুলাই ২০২৫, ২০: ১৬
বর্ষায় ভেজা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য ত্বকে ছত্রাকঘটিত সমস্যা বেশি দেখা দেয়। তাই এ সময় ত্বকের প্রতি বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। ছবি: পেক্সেলস
বর্ষায় ভেজা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য ত্বকে ছত্রাকঘটিত সমস্যা বেশি দেখা দেয়। তাই এ সময় ত্বকের প্রতি বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। ছবি: পেক্সেলস

বর্ষায় ভেজা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য ত্বকে ছত্রাকঘটিত সমস্যা বেশি দেখা দেয়। এ আবহাওয়ায় জীবাণু দ্রুত হারে বংশবিস্তার করে। ব্যাকটেরিয়ার কারণে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের সংক্রমণে চুলকানি, র‍্যাশ বা ত্বক ফুলে ওঠার মতো সমস্যা দেখা দেয়। তাই এ সময় ত্বকের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। চুলকানি দূর করতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন।

যেসব ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন—

বেকিং সোডা ও লেবু

এক চামচ বেকিং সোডা ও কয়েক চামচ লেবুর রস পানির সঙ্গে মিশিয়ে গোসল করুন। ছবি: পেক্সেলস
এক চামচ বেকিং সোডা ও কয়েক চামচ লেবুর রস পানির সঙ্গে মিশিয়ে গোসল করুন। ছবি: পেক্সেলস

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে বেকিং সোডা ও লেবু ব্যবহৃত হয়। এই দুটি উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এমনকি চুলকানির মতো সমস্যাও কমাতে কাজ করে। চুলকানির সমস্যা সারাতে গোসলের পানির সঙ্গে এক চামচ বেকিং সোডা ও কয়েক চামচ লেবুর রস মেশান। এই পানি দিয়ে গোসল করুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে উপকার পাবেন।

নিম পাতা

নিম পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা রয়েছে। যেকোনো ধরনের সংক্রমণ সারাতে এটি দারুণ কার্যকর। চুলকানি থেকে বাঁচতে আক্রান্ত জায়গায় নিম পাতার পেস্ট লাগান। এই প্রাকৃতিক উপাদান চুলকানির কার্যকর দাওয়াই।

চন্দন

রূপচর্চায় চন্দনের জুড়ি নেই। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। শুধু তা-ই নয়, চন্দন চুলকানিও দূর করে। যাদের চুলকানি রয়েছে, তাঁরা আক্রান্ত জায়গায় চন্দনের পেস্ট লাগাতে পারেন।

তুলসী পাতা

তুলসী পাতা সর্দি-কাশি সারাতে কাজ করে। এটা আমরা সবাই জানি। কিন্তু অনেকে হয়তো জানেন না, তুলসী পাতা চুলকানিও দূর করে। কয়েকটি তুলসী পাতার রসের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মেশান। এই মিশ্রণ ত্বকে মালিশ করুন। এটি আপনাকে চুলকানির সমস্যাসহ অন্যান্য ফাঙ্গাস সংক্রমণ থেকে মুক্তি দেবে।

কয়েকটি তুলসী পাতার রসের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে ত্বকে মালিশ করুন। ছবি: উইকিপিডিয়া
কয়েকটি তুলসী পাতার রসের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে ত্বকে মালিশ করুন। ছবি: উইকিপিডিয়া

নারকেল তেল

শুধু চুলের স্বাস্থ্য ভালো রাখে তা নয়, নারকেল তেল ত্বকও ভালো রাখে। চুলকানি দূর করতে ত্বকে এ তেল মেখে নিতে পারেন। এটি ত্বক আর্দ্র ও সতেজ রাখতে সহায়তা করবে। এতে চুলকানি কমে যাবে।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা তথা ঘৃতকুমারীর গুণ অনেক। এটি ত্বকের জ্বালাপোড়া কমায়। ত্বক সতেজ রাখে। চুলকানি ও অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। ত্বকে লাগিয়ে এটি ৩০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন। এতে চুলকানির সমস্যা থেকে মুক্তি মিলবে।

মেনে চলতে হবে আরও কিছু বিষয়

  • বৃষ্টির কাদাপানিতে জুতা ভিজে গেলে গন্তব্যে পৌঁছে তা খুলে রাখুন। বর্ষাকালে জল-কাদায় পা ভিজে গিয়ে পায়ের পাতায় সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই এ সময়ে বাড়ি ফিরে গরম পানিতে শ্যাম্পু ও লবণ মিশিয়ে পা ডুবিয়ে রেখে ব্রাশ করে ধুয়ে নিতে হবে।
  • ব্যাগে এক সেট শুকনো জামা রাখুন। গন্তব্যে গিয়ে তা বদলে ফেলুন। ভেজা পোশাক গায়ে বা এসিতে শুকালে শরীরে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
  • বর্ষায় কাপড় সহজে শুকায় না। তাই বলে কোনোভাবেই স্যাঁতসেঁতে কাপড় পরা যাবে না। আধা শুকনা কাপড় পরলেও ত্বকের ভাঁজে ভাঁজে চুলকানি হতে পারে। প্রয়োজনে কাপড় ভালোভাবে ইস্তিরি করে ফ্যানের বাতাসে রেখে দিন। ভালোমতো শুকালে তারপর পরুন। অন্তর্বাসের বেলাতেও এই একই নিয়ম মেনে চলতে হবে।
  • বৃষ্টি ভিজলে বাড়ি ফিরে গরম পানি ও সাবান দিয়ে গোসল সারুন। মাথা বৃষ্টির পানিতে ভিজে গেলে চুলও ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। নয়তো মাথার ত্বকেও চুলকানি হতে পারে।
  • সংক্রমণ রুখতে ত্বক ভেতর থেকেও সুস্থ রাখতে হবে। ফলে খাবারের দিকেও নজর দিতে হবে। বর্ষাকালে ভিটামিন সি যুক্ত ফল, সবুজ শাকসবজি বেশি করে খান। এ ছাড়া বেশি তেল আছে এমন মাছ, যেমন পাকা রুই বা কাতলা বেশি করে খান। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বকের জেল্লা বজায় থাকে।
  • বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে ভালোভাবে গোসল করার পর আদা ও লেবুর রস দেওয়া গরম স্যুপ খেলেও উপকার মিলবে

সূত্র: বোল্ড স্কাই ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত