ফিচার ডেস্ক
গুঁড়া গরমমসলা কিংবা পাঁচফোড়ন; যা-ই হোক না কেন, বর্ষার দিনে কিন্তু আসল মসলার স্বাদ ও ঘ্রাণ অনেকটাই উবে যায়। সঠিক বয়ামে না রাখলে অথবা অনেক বেশি মসলা ঢেলে রাখলে বর্ষাকালে গুঁড়া মসলার স্বাদ-গন্ধ নষ্ট হয়ে যায়। অনেক সময় ছত্রাকও পড়ে। বর্ষায় এমন সমস্যার মুখোমুখি হতে হয় কমবেশি সবাইকে। ভরা বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় মসলা ভালো রাখার উপায়গুলো জেনে নিলে সমস্যা অনেকটা কমে যাবে।
» গোটা জিরা ও ধনে কিনে আনার পর টেলে নিয়ে তারপর কৌটায় ভরে নিন। এই পদ্ধতি মানলে দীর্ঘ দিন সেগুলো ভালো থাকবে।
» এয়ারটাইট কাচের বয়ামে গুঁড়া মসলা রাখুন। এ রকম কৌটায় রাখলে মসলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া অথবা মসলায় ছত্রাক পড়ে যাওয়ার মতো সমস্যা হবে না। রান্নার সময় প্রয়োজনীয় পরিমাণ মসলা নিয়ে যত দ্রুত সম্ভব কৌটার মুখ আটকে দিন।
» বর্ষার সময় গুঁড়া মসলার কৌটায় কয়েকটা লবঙ্গ ফেলে রাখুন। লবঙ্গের গন্ধে গুঁড়া মসলা দীর্ঘদিন ভালো থাকবে।
» রান্নাঘরে জানালার সামনে কিংবা সরাসরি চুলার সামনে মসলার কৌটার সারি রাখা ঠিক হবে না। তাপ আর আর্দ্রতার মিশেলে মসলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
» তেজপাতা ও দারুচিনি কাগজে মুড়িয়ে তারপর এয়ারটাইট কৌটায় রাখুন। এতে এগুলোর গন্ধ ও স্বাদ অটুট থাকবে।
» মসলার ঝরঝরে ভাব বজায় রাখতে কাঠের বাক্সে মসলা রাখতে পারেন।
» মসলার কৌটায় আলাদা চামচ রাখুন। এক চামচ দিয়ে সব মসলা নেওয়া যাবে না। এ ছাড়া ভেজা চামচ দিয়ে মসলা নেওয়ার অভ্যাসও ভালো নয়। এতে এর গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
গুঁড়া গরমমসলা কিংবা পাঁচফোড়ন; যা-ই হোক না কেন, বর্ষার দিনে কিন্তু আসল মসলার স্বাদ ও ঘ্রাণ অনেকটাই উবে যায়। সঠিক বয়ামে না রাখলে অথবা অনেক বেশি মসলা ঢেলে রাখলে বর্ষাকালে গুঁড়া মসলার স্বাদ-গন্ধ নষ্ট হয়ে যায়। অনেক সময় ছত্রাকও পড়ে। বর্ষায় এমন সমস্যার মুখোমুখি হতে হয় কমবেশি সবাইকে। ভরা বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় মসলা ভালো রাখার উপায়গুলো জেনে নিলে সমস্যা অনেকটা কমে যাবে।
» গোটা জিরা ও ধনে কিনে আনার পর টেলে নিয়ে তারপর কৌটায় ভরে নিন। এই পদ্ধতি মানলে দীর্ঘ দিন সেগুলো ভালো থাকবে।
» এয়ারটাইট কাচের বয়ামে গুঁড়া মসলা রাখুন। এ রকম কৌটায় রাখলে মসলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া অথবা মসলায় ছত্রাক পড়ে যাওয়ার মতো সমস্যা হবে না। রান্নার সময় প্রয়োজনীয় পরিমাণ মসলা নিয়ে যত দ্রুত সম্ভব কৌটার মুখ আটকে দিন।
» বর্ষার সময় গুঁড়া মসলার কৌটায় কয়েকটা লবঙ্গ ফেলে রাখুন। লবঙ্গের গন্ধে গুঁড়া মসলা দীর্ঘদিন ভালো থাকবে।
» রান্নাঘরে জানালার সামনে কিংবা সরাসরি চুলার সামনে মসলার কৌটার সারি রাখা ঠিক হবে না। তাপ আর আর্দ্রতার মিশেলে মসলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
» তেজপাতা ও দারুচিনি কাগজে মুড়িয়ে তারপর এয়ারটাইট কৌটায় রাখুন। এতে এগুলোর গন্ধ ও স্বাদ অটুট থাকবে।
» মসলার ঝরঝরে ভাব বজায় রাখতে কাঠের বাক্সে মসলা রাখতে পারেন।
» মসলার কৌটায় আলাদা চামচ রাখুন। এক চামচ দিয়ে সব মসলা নেওয়া যাবে না। এ ছাড়া ভেজা চামচ দিয়ে মসলা নেওয়ার অভ্যাসও ভালো নয়। এতে এর গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
সাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
১ ঘণ্টা আগেবাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই স্বাস্থ্যকর হালকা নাশতা তৈরি করে নিন। আপনাদের জন্য রঙিন ফ্রুট চাট ও মসলাদার কাবলি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনির ১৪২৯ এর ৫ম স্থান জয়ী আলভী রহমান শোভন।
৪ ঘণ্টা আগেআপনি যতই ট্রেন্ড অনুসরণ করুন না কেন, জন্মসূত্রে বাঙালি মানে শাড়ি আপনার আত্মার আত্মা। কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—শাড়ি পরার ব্যাপারটা যেন উৎসবতুল্য। আসলে শাড়ি নামের এ পোশাকই তো বৈচিত্র্যময়। শাড়ির রয়েছে রকমফের। আবার কত কায়দায়ই না পরা যায় এটি। তবে আরামের বেলায় হাফ সিল্ক শাড়ির কদরই আলাদা।
৪ ঘণ্টা আগেআজকালকার বাবা-মায়েদের অনেকে সন্তানদের স্বাবলম্বী করে তুলতে একেবারে শুরু থেকে পরিকল্পনা করেন। জন্মের পর থেকে নেক্সট টু বেড বেসিনেটে ঘুম পাড়ান শিশুকে। বিশেষজ্ঞরাও এই ধারণাকে বাহবা দেন। কারণ, এতে করে শিশু ও বাবা-মা—দুই পক্ষের ঘুম ভালো হয়। শিশু হাঁটতে শিখলেই আবার তাকে আলাদা ঘরে ঘুম পাড়ানোর...
৪ ঘণ্টা আগে