অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া
কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরলেও অনেকের পরিবারকে দেওয়ার মতো সময় প্রায় থাকে না। তার ওপর প্রতিদিন বিভিন্ন ডিভাইস আমাদের পরিবারকে দেওয়া সময় অনেকটাই গিলে নিয়েছে। কিন্তু সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর বিকল্প নেই। শত ব্যস্ততার ফাঁকেও পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো উচিত। পরিবারের লোকজনের সঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে ঘুরতে যাওয়ার মতো কাজ শুরু হোক এ বছর থেকে। তাতে এসব সম্পর্ক তাজা থাকে, নিজেকে ফিরে পাওয়া যায়। ১ জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। পরিবার দিবস থেকেই পরিবারকে সময় দিন।
দাম্পত্য সম্পর্ক তাজা হোক
অপ্রিয় সত্য হলো, আমরা সবচেয়ে কম কোয়ালিটি টাইম দিই জীবনসঙ্গীকে। বিয়ের আগে প্রথম দেখা করতে যাওয়ার, সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পর অনেক দূরে সরে আসি। কিন্তু যাঁর সঙ্গে পুরো জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁকে হেলা করলে চলবে কেন। সম্পর্কে প্রাণ দিন এই নতুন বছরেই।
যা করবেন
যা করবেন
শিশুর সঙ্গে সহজ হোন
যখন শিশুর কথা শুনবেন, তখন মাঝে মাঝে আগের শব্দের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিক ছোট ছোট প্রশ্ন করুন, যাতে শিশুটি বোঝে যে আপনি খেয়াল করছেন। রাতে ঘুমানোর সময় সব ডিভাইস দূরে সরিয়ে রেখে শিশুটিকে হয় গল্পের বই পড়ে শোনান, না হলে সারা দিন কী হলো, তা দুজন দুজনের সঙ্গে শেয়ার করুন। শিশুকে বুঝতে দিন, তার প্রতিটি কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, দৈনিক ২৪ ঘণ্টা সময় দিলেও অনেক সময় শিশুরা নিজেদের পরিত্যক্ত মনে করে। তার চেয়ে আধা ঘণ্টার কোয়ালিটি টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ শিশুর জন্য।
অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া, চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা
কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরলেও অনেকের পরিবারকে দেওয়ার মতো সময় প্রায় থাকে না। তার ওপর প্রতিদিন বিভিন্ন ডিভাইস আমাদের পরিবারকে দেওয়া সময় অনেকটাই গিলে নিয়েছে। কিন্তু সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর বিকল্প নেই। শত ব্যস্ততার ফাঁকেও পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো উচিত। পরিবারের লোকজনের সঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে ঘুরতে যাওয়ার মতো কাজ শুরু হোক এ বছর থেকে। তাতে এসব সম্পর্ক তাজা থাকে, নিজেকে ফিরে পাওয়া যায়। ১ জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। পরিবার দিবস থেকেই পরিবারকে সময় দিন।
দাম্পত্য সম্পর্ক তাজা হোক
অপ্রিয় সত্য হলো, আমরা সবচেয়ে কম কোয়ালিটি টাইম দিই জীবনসঙ্গীকে। বিয়ের আগে প্রথম দেখা করতে যাওয়ার, সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পর অনেক দূরে সরে আসি। কিন্তু যাঁর সঙ্গে পুরো জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁকে হেলা করলে চলবে কেন। সম্পর্কে প্রাণ দিন এই নতুন বছরেই।
যা করবেন
যা করবেন
শিশুর সঙ্গে সহজ হোন
যখন শিশুর কথা শুনবেন, তখন মাঝে মাঝে আগের শব্দের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিক ছোট ছোট প্রশ্ন করুন, যাতে শিশুটি বোঝে যে আপনি খেয়াল করছেন। রাতে ঘুমানোর সময় সব ডিভাইস দূরে সরিয়ে রেখে শিশুটিকে হয় গল্পের বই পড়ে শোনান, না হলে সারা দিন কী হলো, তা দুজন দুজনের সঙ্গে শেয়ার করুন। শিশুকে বুঝতে দিন, তার প্রতিটি কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, দৈনিক ২৪ ঘণ্টা সময় দিলেও অনেক সময় শিশুরা নিজেদের পরিত্যক্ত মনে করে। তার চেয়ে আধা ঘণ্টার কোয়ালিটি টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ শিশুর জন্য।
অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া, চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা
২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি প্রায় ১৯টি চলচ্চিত্রে অভিনয় করেন স্নেহা উল্লাল। হিন্দি, তেলুগু, কন্নড়, ইংরেজি ও বাংলা ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু পরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসাসফল না হওয়ায় অভিনয়জগৎ থেকে নিজেই বেরিয়ে যান স্নেহা।
১৮ মিনিট আগেরোদে ভালো ভাবে শুকিয়ে বয়ামে রেখে দিলে অনেক দিন ভালো থাকে কাঁঠালের বিচি। ভর্তা, তরকারি ও ভেজে খাওয়া ছাড়াও এটি দিয়ে স্মুদি তৈরি করা যায়। কীভাবে? আপনাদের জন্য কাঁঠালের বিচির স্মুদির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম।
৩ ঘণ্টা আগেনামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
১৯ ঘণ্টা আগেযাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
১ দিন আগে