Ajker Patrika

গরমে ঘামছে মাথার ত্বক? ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে যেভাবে যত্ন নেবেন

সানজিদা সামরিন, ঢাকা 
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৯: ২৩
মডেল: লামিয়া, ছবি: আজকের পত্রিকা
মডেল: লামিয়া, ছবি: আজকের পত্রিকা

এখন রোদের যে তাপ তাতে ত্বকের সঙ্গে ঘামছে মাথার ত্বক বা স্ক্য়াল্পও। সে কারণে ঘাম জমে আঠালো ও রুক্ষ হয়ে যায় চুল। তার গোড়ায় দীর্ঘক্ষণ ঘাম জমে থাকলে ঠান্ডা লেগে মাথাব্যথা তো হতেই পারে, সঙ্গে হতে পারে মাথার ত্বকে চুলকানি। এ ছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা দিতে পারে নানান সমস্যা। গরমে এই সমস্যা কমবেশি সবারই হয়। তবে নিয়মিত চুলের প্রয়োজনীয় দেখভাল করলে গরমকালেও মাথার ত্বক ও চুলের সুস্বাস্থ্য বজায় থাকবে।

গরমে মাথার ত্বকে যেসব জীবাণু সংক্রমণ ঘটতে পারে

ম্যালাসেজিয়া নামে একধরনের ছত্রাক রয়েছে। সেটি থেকে কনটাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এর ফলে মাথার ত্বক খুশকিতে ভরে যাবে এবং ত্বক থেকে আঁশের মতো ছাল উঠতে শুরু করবে। চুল আঁচড়াতে গেলেই মাথার ত্বকে জ্বালা হবে।

ব্যাকটেরিয়ার কারণে মাথার ত্বকে সংক্রমণ গরমের সাধারণ সমস্যা। ভালো করে শ্যাম্পু না করলে এবং ভিজে চুল দীর্ঘ সময় বেঁধে রাখলে মাথার ত্বকে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। ফলে ব্রণ ও ফুসকুড়ি এবং লালচে র‌্যাশ দেখা দেয়। মাথার সামনের দিকেও গুটি গুটি র‌্যাশ বেরোতে থাকে।

গরমে ছোট ছোট পোকার কামড় থেকেও মাথার ত্বকে অ্যালার্জি হতে পারে। ঠিকমতো স্নান না করলে বা মাথায় ঘাম বসে গেলে এমন পোকার উপদ্রব হয়। এদের কামড়ে মাথার ত্বকে জ্বালা করে।

সহজ সমাধান

গরমে অধিকাংশ নারী চুল বেঁধে বাইরে বের হন। বাড়িতে থাকলেও চুল বাঁধাই থাকে। ফলে মাথার তালুতে ঘাম জমে। আবার যাঁরা প্রতিদিন বাইরে বের হন তাঁদের মাথার ত্বকে ঘামের সঙ্গে যোগ হয় ধুলোবালি ও গাড়ির ধোঁয়া। আর এসবের কারণে মাথার ত্বকে চুলকানি হতে পারে। চুল পড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। গরমের এ সময় যখনই বাইরে যাবেন চুল টুপি বা স্কার্ফ দিয়ে ঢেকে যান। এরপর গন্তব্যে পৌঁছে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিয়ে আঁচড়ে নিন।

অন্যের চিরুনি, হেয়ারব্যান্ড, টুপি ব্যবহার করবেন না। এর থেকেও ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে।

গরমে খুব বেশি জেল বা সিরাম মাথায় ব্যবহার না করাই ভালো।

এ সময়ে চুলের যত্নে যা করবেন

এ সময় যাঁদের চুল বেশি ঘামে তাঁরা প্রতিদিন শ্যাম্পু করুন। অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে। তাই শ্যাম্পু কেনার সময় বোতলের গায়ে দেখে নিন তা অ্যান্টি–ফাঙ্গালযুক্ত কিনা।

নারকেল তেলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাথার ত্বকের অ্যালার্জির জায়গায় লাগিয়ে রাখলেও উপকার পাওয়া যাবে। ছবি: আজকের পত্রিকা
নারকেল তেলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাথার ত্বকের অ্যালার্জির জায়গায় লাগিয়ে রাখলেও উপকার পাওয়া যাবে। ছবি: আজকের পত্রিকা

সপ্তাহে দুদিন পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার দুই অনুপাত এক পরিমাণে মিশিয়ে মাথার ত্বকে মাখলে খুশকি, ফুসকুড়ি ও মাথার ত্বকের অ্যালার্জি দূর হবে।

সপ্তাহে তিন দিন ৪ অনুপাত ২ পরিমাণে নারকেল তেল ও নিমের তেল মিশিয়ে তুলার বলের সাহায্যে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এরপর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। মাথার ত্বক পরিষ্কার থাকবে।

সপ্তাহে একদিন টক দইয়ের সঙ্গে ডিম ভালোভাবে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

চুলের তরতাজা ভাব ফিরে পেতে মাথার ত্বকে পাতি লেবুর রস ঘষে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।

নারকেল তেল ও নিমের তেল মিশিয়ে তুলার বলের সাহায্যে মাথার ত্বকে ম্যাসাজ করুন। মডেল: মৌমিতা, ছবি: আজকের পত্রিকা
নারকেল তেল ও নিমের তেল মিশিয়ে তুলার বলের সাহায্যে মাথার ত্বকে ম্যাসাজ করুন। মডেল: মৌমিতা, ছবি: আজকের পত্রিকা

ঘাম জমে চুলে গন্ধ হলে গোলাপজলে তুলো ভিডিয়ে মাথার ত্বকে লাগাতে হবে। স্প্রে বোতলে করে ব্যাগেও রাখতে পারেন গোলাপজল।

মাথার ত্বক বা স্ক্যাল্প পরিচ্ছন্ন রাখতে মধুর জুড়ি নেই। মধুর সঙ্গে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগান। এরপর মোটা দাঁতের চিরুনি দিয়ে ব্রাশ করুন। ১৫ মিনিট পর ভালো করে শ্য়াম্পু করে নিলেই দেখবেন ফ্রেশ লাগছে।

টি ট্রি অয়েলে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। নারকেল তেলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাথার ত্বকের অ্যালার্জির জায়গায় লাগিয়ে রাখলেও উপকার পাওয়া যাবে।

সূত্র: লরিয়েল প্যারিস ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত