Ajker Patrika

দৃষ্টিনন্দন স্থাপনা প্রশান্তি

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি
দৃষ্টিনন্দন স্থাপনা  প্রশান্তি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে রয়েছে সবুজে ঘেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছয়টি অনুষদ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। ভিন্ন ভিন্ন শৈল্পিক কাঠামোর স্থাপনা রয়েছে প্রতিটি অনুষদে। সম্প্রতি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের কাছে নির্মাণ করা হয়েছে নতুন এক ছাউনি। শৈল্পিক কারুকার্যে নির্মিত এই স্থাপনার নাম রাখা হয়েছে ‘প্রশান্তি’।

এই ভবন দেখতে যেন কাঠের তৈরি বেষ্টনীর মাঝে বিশাল এক গাছের ছাউনি। তবে সম্পূর্ণটা করা হয়েছে কংক্রিট দিয়ে। এর ভেতরে রয়েছে বসার জায়গা। ছাউনির মাঝে কাঠামোটি দেখতে অবিকল গাছের মতো। সন্ধ্যায় শোভাবর্ধনের জন্য লাগানো হয়েছে রঙিন বাতি।শিক্ষক ও শিক্ষার্থীদের বসে আড্ডা কিংবা পড়াশোনা করার জন্য তৈরি করা হয়েছে এ বিশেষ ছাউনি।

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছর ডিন হিসেবে 
দায়িত্ব নেওয়ার পর থেকে অনুষদে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করতে চেয়েছিলাম। তার একটি অংশ হলো ‘’প্রশান্তি’’।’ এখানে একসঙ্গে প্রায় ৬০ জন শিক্ষার্থী বসে সময় কাটাতে পারবেন। তবে অনুমতি ছাড়া সন্ধ্যার পর এখানে থাকা নিষিদ্ধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত