ফিচার ডেস্ক, ঢাকা
দেখে মনে হবে, খুব বেশি হলে বয়স তাঁর ত্রিশের কোঠায়। মানে, এখনো ৩০ পূর্ণ হয়নি। কিন্তু বাস্তবে তিনি ৪১!
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষের কথা বলছি। যাঁরা বলেন, ভেতো বাঙালি চল্লিশের পর খানিক মুটিয়ে যাবে না, তা কি হয়? হয়। নিশ্চয়ই হয়। মনামীর ফেসবুক পেজ একবার ঘেঁটে দেখুন। বয়সের পারদ ওপরের দিকে উঠতে থাকায় যাঁরা নিজেদের লুক নিয়ে আশাহত, তাঁরা আবার জোশ পাবেন।
ফিট থাকতে কোমরের মাপে নজর দেন মনামী। পাশাপাশি কীভাবে পোশাক পরলে আরও লাস্য়ময়ী দেখাবে, তা-ও তাঁর ভাবনায় থাকে। জেনে নিন, চল্লিশের পরও মনামী ঘোষের মতো ফিট দেখাবে কোন কোন উপায় মেনে চললে—
টাইটফিট পোশাক
যদিও এখন ওভারসাইজ পোশাকের রমরমা চলছে ফ্যাশন হাউসগুলোতে। পাশাপাশি বডি শেমিংয়ের কারণে বয়স একটু বাড়লেই নারীরা ঢিলেঢালা পোশাকে ওয়ারড্রোব পূর্ণ করতে থাকেন। কিন্তু জেনে রাখা ভালো, বেশি ঢিলেঢালা পোশাক পরলে চেহারা ভারী মনে হবে। বয়স বাড়লেই যে বড় মাপের পোশাক পরতে হবে, তেমন কোনো কথা নেই; বরং একটু শরীরচর্চা করে যদি কোমরের মাপটা বাগে এনে সঠিক মাপের পোশাক পরা যায়, তাহলে লুকটা তারুণ্যদীপ্ত হয়ে উঠবে। ফিট দেখাতে চাইলে বডিকন, ফিটিং মিডি ড্রেস, ফিটিং শার্ট, মারমেইড টেইল স্কার্ট বা গাউন, চিকন পাড়ের শিফন বা সিল্কের শাড়ি, ব্যাকলেস, ডিপকাট ব্লাউজও কিন্তু দারুণ জমিয়ে দেবে।
ন্যুড মেকআপই যথেষ্ট
ন্যুড শেডের লিপস্টিক, আইশ্যাডো ও ব্লাশন সংগ্রহে রাখুন। জমকালো ভাব আনতে ফোকাস করুন চোখের মেকআপে। পুরু কাজল আর ন্যুড লিপস্টিক কিন্তু অন্য রকম আবেদন ফুটিয়ে তুলবে চোখেমুখে। গয়নাও ভারিক্কি হওয়ার প্রয়োজন নেই। স্বচ্ছন্দ বোধ করেন এমন কানের ছোট দুল, লকেটওয়ালা চেইন আর আংটিই যথেষ্ট।
বয়স ৪০-এর কোঠা পেরোলেই কি হালকা রং পরতে হবে
অনেকে ভাবেন, হালকা রঙের পোশাক বোধ হয় বেশি বয়সে উপযোগী। তবে অতিরিক্ত সাদা বা ধূসর, বেইজ ত্বকের ঔজ্জ্বল্য কমিয়ে দিয়ে চেহারা নিষ্প্রাণ দেখাতে পারে। চেষ্টা করুন এক রঙের বা নিউট্রাল কালারের জামাকাপড় পরতে। একটু ফ্যাটি হলে কালো বা গাঢ় রঙের একরঙা পোশাক পরতেই পারেন। আভিজাত্য় তো ফুটে উঠবেই; নিজের কাছেও নিজেকে দেখতে ভালো লাগবে।
হাই হিলে ভয় কী
বয়স চল্লিশ মানেই যে হিল জুতাগুলো বাক্সবন্দী করতে হবে, তা কিন্তু নয়। আত্মবিশ্বাসের সঙ্গে হাইহিল পরে ফেলুন। তবে কখন, কোথায়, কীভাবে পরছেন, সেটা বুঝে পরলেই হলো। জানেনই তো, হাই হিল গ্ল্যামারাস লুক আনতে অনবদ্য।
ছবি: ফেসবুক
দেখে মনে হবে, খুব বেশি হলে বয়স তাঁর ত্রিশের কোঠায়। মানে, এখনো ৩০ পূর্ণ হয়নি। কিন্তু বাস্তবে তিনি ৪১!
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষের কথা বলছি। যাঁরা বলেন, ভেতো বাঙালি চল্লিশের পর খানিক মুটিয়ে যাবে না, তা কি হয়? হয়। নিশ্চয়ই হয়। মনামীর ফেসবুক পেজ একবার ঘেঁটে দেখুন। বয়সের পারদ ওপরের দিকে উঠতে থাকায় যাঁরা নিজেদের লুক নিয়ে আশাহত, তাঁরা আবার জোশ পাবেন।
ফিট থাকতে কোমরের মাপে নজর দেন মনামী। পাশাপাশি কীভাবে পোশাক পরলে আরও লাস্য়ময়ী দেখাবে, তা-ও তাঁর ভাবনায় থাকে। জেনে নিন, চল্লিশের পরও মনামী ঘোষের মতো ফিট দেখাবে কোন কোন উপায় মেনে চললে—
টাইটফিট পোশাক
যদিও এখন ওভারসাইজ পোশাকের রমরমা চলছে ফ্যাশন হাউসগুলোতে। পাশাপাশি বডি শেমিংয়ের কারণে বয়স একটু বাড়লেই নারীরা ঢিলেঢালা পোশাকে ওয়ারড্রোব পূর্ণ করতে থাকেন। কিন্তু জেনে রাখা ভালো, বেশি ঢিলেঢালা পোশাক পরলে চেহারা ভারী মনে হবে। বয়স বাড়লেই যে বড় মাপের পোশাক পরতে হবে, তেমন কোনো কথা নেই; বরং একটু শরীরচর্চা করে যদি কোমরের মাপটা বাগে এনে সঠিক মাপের পোশাক পরা যায়, তাহলে লুকটা তারুণ্যদীপ্ত হয়ে উঠবে। ফিট দেখাতে চাইলে বডিকন, ফিটিং মিডি ড্রেস, ফিটিং শার্ট, মারমেইড টেইল স্কার্ট বা গাউন, চিকন পাড়ের শিফন বা সিল্কের শাড়ি, ব্যাকলেস, ডিপকাট ব্লাউজও কিন্তু দারুণ জমিয়ে দেবে।
ন্যুড মেকআপই যথেষ্ট
ন্যুড শেডের লিপস্টিক, আইশ্যাডো ও ব্লাশন সংগ্রহে রাখুন। জমকালো ভাব আনতে ফোকাস করুন চোখের মেকআপে। পুরু কাজল আর ন্যুড লিপস্টিক কিন্তু অন্য রকম আবেদন ফুটিয়ে তুলবে চোখেমুখে। গয়নাও ভারিক্কি হওয়ার প্রয়োজন নেই। স্বচ্ছন্দ বোধ করেন এমন কানের ছোট দুল, লকেটওয়ালা চেইন আর আংটিই যথেষ্ট।
বয়স ৪০-এর কোঠা পেরোলেই কি হালকা রং পরতে হবে
অনেকে ভাবেন, হালকা রঙের পোশাক বোধ হয় বেশি বয়সে উপযোগী। তবে অতিরিক্ত সাদা বা ধূসর, বেইজ ত্বকের ঔজ্জ্বল্য কমিয়ে দিয়ে চেহারা নিষ্প্রাণ দেখাতে পারে। চেষ্টা করুন এক রঙের বা নিউট্রাল কালারের জামাকাপড় পরতে। একটু ফ্যাটি হলে কালো বা গাঢ় রঙের একরঙা পোশাক পরতেই পারেন। আভিজাত্য় তো ফুটে উঠবেই; নিজের কাছেও নিজেকে দেখতে ভালো লাগবে।
হাই হিলে ভয় কী
বয়স চল্লিশ মানেই যে হিল জুতাগুলো বাক্সবন্দী করতে হবে, তা কিন্তু নয়। আত্মবিশ্বাসের সঙ্গে হাইহিল পরে ফেলুন। তবে কখন, কোথায়, কীভাবে পরছেন, সেটা বুঝে পরলেই হলো। জানেনই তো, হাই হিল গ্ল্যামারাস লুক আনতে অনবদ্য।
ছবি: ফেসবুক
বিকেল বেলা ছাদে ফুরফুরে হাওয়া খেতে যাচ্ছেন? খালি হাতে যাবেন নাকি? সঙ্গে জিবে জল আনা টক-ঝাল-মিষ্টি কিছু নেবেন না? এখন পেয়ারার মৌসুম। এক বাটি মসলামাখা পেয়ারা সঙ্গে নিয়ে ছাদে বসে খান। গল্পও জমবে, সময়টাও ভালো কাটবে। আপনাদের জন্য টক-ঝাল-মিষ্টি পেয়ারা মাখার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক
৬ ঘণ্টা আগেজিমে গিয়ে নতুন ওয়ার্কআউট সেশন নিচ্ছেন, কিন্তু দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এমন হলে হতাশ তো হতেই হয়। বাড়তি ওজন ঝরানো ও শক্তি বৃদ্ধির জন্য সুপরিকল্পিত ওয়ার্কআউট পরিকল্পনা গুরুত্বপূর্ণ। তবে ফিটনেসের লক্ষ্য অর্জনের জন্য ব্যায়ামই একমাত্র উপায় নয়; ব্যায়ামের সঙ্গে জীবনযাপনের আরও
৮ ঘণ্টা আগেতারকাদের এয়ারপোর্ট স্টাইল যতই প্রশংসা করি না কেন, যখন বিমান ভ্রমণের জন্য পোশাক বাছতে হয়, তখন কী পরা উচিত, তা ঠিক করা সব সময় সহজ নয়। যেমন ফ্লিপ ফ্লপ স্যান্ডেল যেকোনো সৈকত ছুটির জন্য অপরিহার্য অনুষঙ্গ। কিন্তু বিমান ভ্রমণের জন্য ফ্লিপ ফ্লপ ধরণেনের জুতা বা স্যান্ডেল পরা উচিত নয়।
৯ ঘণ্টা আগেকি প্রেমে, কি আন্দোলনে, জেন-জি প্রজন্মের উপস্থিতি সবখানে। ফলে ‘জেন-জি’ শব্দটি শুনলেই এখন এক দ্রোহী প্রজন্মের তারুণ্যের প্রতিচ্ছবি চোখে ভাসে। কয়েক বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রজন্মের তরুণদের কর্মকাণ্ড এমন ছবিই তৈরি করেছে আমাদের মনে।
১০ ঘণ্টা আগে