বিভাবরী রায়
মাঘের জমাটবাঁধা শীতে বাড়তি সুরক্ষা পেতে নারী-পুরুষ সবাই টুপি ব্যবহার করছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে এখন উল ও মোটা কাপড়ের বিভিন্ন ধরনের টুপি পাওয়া যায়। পথের ধারের ভ্যান থেকে শুরু করে বড় শপিং মল—সবখানেই পাওয়া যাচ্ছে নারী-পুরুষের আলাদা ও ইউনিসেক্স টুপি। তবে শীত যতই জেঁকে বসুক না কেন, টুপি হওয়া চাই আরামদায়ক, পোশাকের রঙের সঙ্গে মানানসই ও ট্রেন্ডি।
জনপ্রিয় বাকেট হ্যাট
হ্যাটের জগতে বেশ পুরোনো এই হ্যাট নব্বই দশকে ওয়েস্টার্ন গেটআপে দারুণ সঙ্গ পেয়েছিল। পপতারকাদের ছবিগুলো ঘাঁটলেই চোখে পড়বে বিভিন্ন বাকেট হ্যাটের চিত্র। এ সময়ে ট্রেন্ডি ফ্যাশন মেনে চলা নারী-পুরুষের শীত সংগ্রহে এ ধরনের হ্যাট থাকবে—এ কথা নিশ্চিত। শীতে উষ্ণতা ও স্টাইলিশ লুক দিতে এই হ্যাটগুলো দুর্দান্ত। বাকেট হ্যাটগুলো ফার, লেদার বা সোয়েডের হয়। সুতি কাপড়েরও পাওয়া যায়। একরঙা ও প্রিন্ট—দুই রকমের পাওয়া যায়। শীতে ডেনিম বা লেদার জ্যাকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে যায় এই হ্যাট।
অন্যান্য টুপি
বাজারে শীতে বিভিন্ন ধরনের টুপি পাওয়া যায়। কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে বেশি ব্যবহৃত হয় বিনি টুপি। সহজলভ্য ও বিভিন্ন রঙের এই টুপি পশ্চিমা ঘরানার পোশাক ছাড়াও সালোয়ার-কামিজ কিংবা কুর্তির সঙ্গে পরা যায়। নারী-পুরুষ উভয়ের জন্য উপযোগী বিনি টুপি বেশ কয়েক ধরনের হয়। কখনো একটু এক্সক্লুসিভ ঘরানার এই বিনি টুপির একেবারেই ওপরে শোভা পায় পমপম। পেনসিল স্কার্ট, ডিসট্রেসড ডেনিম বা জগিং স্যুটের সঙ্গে খুব ভালো মানায় এগুলো। পাশাপাশি শীতের রাতে বাড়ি ফেরার সময়ও উষ্ণতা জোগাবে পমপম বিনি টুপি। হিপহপ ট্রেন্ডি লুকের জন্য লেদার, ডেনিম ও সোয়েড বেসবল ক্যাপ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বেশ পছন্দ করছে। ডেনিম জ্যাকেট ও প্যান্টের সঙ্গে রং মিলিয়ে ডেনিমের বেসবল ক্যাপ পরা যেতে পারে। এসব টুপি ছাড়াও এখন শপিং মলগুলোয় শীতে পরার উপযোগী নানা ধরনের উলের হালকা ও মোটা টুপি পাওয়া যায়। বেশি শীতে পরার জন্য মুখ, কান ও মাথাঢাকা টুপিও পাওয়া যায় বাজারে। এ ধরনের টুপিগুলো মাংকি ক্যাপ নামে পরিচিত।
কেনার আগেই
কেনার সময় এমন টুপি বেছে নিতে হবে, যা ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায়। কারণ, ব্যক্তিত্বের সঙ্গে না মানালে বা ক্যারি করতে না পারলে টুপি যত সুন্দর হোক, দেখতে ভালো লাগবে না। সে ক্ষেত্রে রঙের ব্যাপারটাও বিবেচনায় রাখতে পারেন। টুপি যেহেতু একটি নির্দিষ্ট ঋতুতে পরা হয়, তাই এমন কয়েকটি রঙের টুপি কিনুন, যা মোটামুটি সব রঙের ও ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। সাদা, কালো, খয়েরি, আকাশি, ধূসর ইত্যাদি রঙের টুপি মানিয়ে যাবে যেকোনো পোশাকের সঙ্গে। ট্রায়াল দিয়ে কেনা গেলে ভালো। কারণ, টুপি বেশি টাইট বা ঢিলেঢালা হলে দেখতে ভালো লাগে না। ঘরে পরার জন্য উলের হালকা টুপি কিনুন। এগুলো পরতে আরাম এবং ধোয়া সহজ। উলের মতো কাপড়ে অনেকের অ্যালার্জি থাকে। টুপি কেনার সময় অ্যালার্জির বিষয়টিও বিবেচনায় রাখুন।
কেনাকাটা ও দরদাম
রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, মৌচাক, সুবাস্তু নজর ভ্যালি, বসুন্ধরা সিটিসহ প্রায় সব শপিং মলে পাওয়া যাবে শীতের বাহারি টুপি। এ ছাড়া ঢাকার বাইরের শহরগুলোর প্রায় প্রতিটি পোশাকের দোকানে ও বিভিন্ন ফেসবুক পেজকেন্দ্রিক প্রতিষ্ঠানেও পাওয়া যাবে পছন্দের টুপি। এগুলোর দামও হাতের নাগালে। টুপির ধরন ও কাপড়ের উপকরণ অনুযায়ী ১২০ থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকায় মিলবে বিভিন্ন ধরনের শীতের টুপি।
মাঘের জমাটবাঁধা শীতে বাড়তি সুরক্ষা পেতে নারী-পুরুষ সবাই টুপি ব্যবহার করছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে এখন উল ও মোটা কাপড়ের বিভিন্ন ধরনের টুপি পাওয়া যায়। পথের ধারের ভ্যান থেকে শুরু করে বড় শপিং মল—সবখানেই পাওয়া যাচ্ছে নারী-পুরুষের আলাদা ও ইউনিসেক্স টুপি। তবে শীত যতই জেঁকে বসুক না কেন, টুপি হওয়া চাই আরামদায়ক, পোশাকের রঙের সঙ্গে মানানসই ও ট্রেন্ডি।
জনপ্রিয় বাকেট হ্যাট
হ্যাটের জগতে বেশ পুরোনো এই হ্যাট নব্বই দশকে ওয়েস্টার্ন গেটআপে দারুণ সঙ্গ পেয়েছিল। পপতারকাদের ছবিগুলো ঘাঁটলেই চোখে পড়বে বিভিন্ন বাকেট হ্যাটের চিত্র। এ সময়ে ট্রেন্ডি ফ্যাশন মেনে চলা নারী-পুরুষের শীত সংগ্রহে এ ধরনের হ্যাট থাকবে—এ কথা নিশ্চিত। শীতে উষ্ণতা ও স্টাইলিশ লুক দিতে এই হ্যাটগুলো দুর্দান্ত। বাকেট হ্যাটগুলো ফার, লেদার বা সোয়েডের হয়। সুতি কাপড়েরও পাওয়া যায়। একরঙা ও প্রিন্ট—দুই রকমের পাওয়া যায়। শীতে ডেনিম বা লেদার জ্যাকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে যায় এই হ্যাট।
অন্যান্য টুপি
বাজারে শীতে বিভিন্ন ধরনের টুপি পাওয়া যায়। কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে বেশি ব্যবহৃত হয় বিনি টুপি। সহজলভ্য ও বিভিন্ন রঙের এই টুপি পশ্চিমা ঘরানার পোশাক ছাড়াও সালোয়ার-কামিজ কিংবা কুর্তির সঙ্গে পরা যায়। নারী-পুরুষ উভয়ের জন্য উপযোগী বিনি টুপি বেশ কয়েক ধরনের হয়। কখনো একটু এক্সক্লুসিভ ঘরানার এই বিনি টুপির একেবারেই ওপরে শোভা পায় পমপম। পেনসিল স্কার্ট, ডিসট্রেসড ডেনিম বা জগিং স্যুটের সঙ্গে খুব ভালো মানায় এগুলো। পাশাপাশি শীতের রাতে বাড়ি ফেরার সময়ও উষ্ণতা জোগাবে পমপম বিনি টুপি। হিপহপ ট্রেন্ডি লুকের জন্য লেদার, ডেনিম ও সোয়েড বেসবল ক্যাপ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বেশ পছন্দ করছে। ডেনিম জ্যাকেট ও প্যান্টের সঙ্গে রং মিলিয়ে ডেনিমের বেসবল ক্যাপ পরা যেতে পারে। এসব টুপি ছাড়াও এখন শপিং মলগুলোয় শীতে পরার উপযোগী নানা ধরনের উলের হালকা ও মোটা টুপি পাওয়া যায়। বেশি শীতে পরার জন্য মুখ, কান ও মাথাঢাকা টুপিও পাওয়া যায় বাজারে। এ ধরনের টুপিগুলো মাংকি ক্যাপ নামে পরিচিত।
কেনার আগেই
কেনার সময় এমন টুপি বেছে নিতে হবে, যা ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায়। কারণ, ব্যক্তিত্বের সঙ্গে না মানালে বা ক্যারি করতে না পারলে টুপি যত সুন্দর হোক, দেখতে ভালো লাগবে না। সে ক্ষেত্রে রঙের ব্যাপারটাও বিবেচনায় রাখতে পারেন। টুপি যেহেতু একটি নির্দিষ্ট ঋতুতে পরা হয়, তাই এমন কয়েকটি রঙের টুপি কিনুন, যা মোটামুটি সব রঙের ও ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। সাদা, কালো, খয়েরি, আকাশি, ধূসর ইত্যাদি রঙের টুপি মানিয়ে যাবে যেকোনো পোশাকের সঙ্গে। ট্রায়াল দিয়ে কেনা গেলে ভালো। কারণ, টুপি বেশি টাইট বা ঢিলেঢালা হলে দেখতে ভালো লাগে না। ঘরে পরার জন্য উলের হালকা টুপি কিনুন। এগুলো পরতে আরাম এবং ধোয়া সহজ। উলের মতো কাপড়ে অনেকের অ্যালার্জি থাকে। টুপি কেনার সময় অ্যালার্জির বিষয়টিও বিবেচনায় রাখুন।
কেনাকাটা ও দরদাম
রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, মৌচাক, সুবাস্তু নজর ভ্যালি, বসুন্ধরা সিটিসহ প্রায় সব শপিং মলে পাওয়া যাবে শীতের বাহারি টুপি। এ ছাড়া ঢাকার বাইরের শহরগুলোর প্রায় প্রতিটি পোশাকের দোকানে ও বিভিন্ন ফেসবুক পেজকেন্দ্রিক প্রতিষ্ঠানেও পাওয়া যাবে পছন্দের টুপি। এগুলোর দামও হাতের নাগালে। টুপির ধরন ও কাপড়ের উপকরণ অনুযায়ী ১২০ থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকায় মিলবে বিভিন্ন ধরনের শীতের টুপি।
নির্জীব, রুক্ষ ও প্রাণহীন চুল সতেজ আর প্রাণোচ্ছল করতে অনেকে বেশ পয়সা খরচ করেন। পারলারে যান। তবে ঘরে বসেও চুলের সঠিক যত্ন নেওয়া যায়। পাওয়া যায় ঝলমলে ও সুন্দর চুল। চুল সুন্দর করে তুলতে ভালো কাজ করে টক দই। এতে থাকা বিভিন্ন উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখে।
১ ঘণ্টা আগেকিছূ মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছে এমন কিছু প্রতিষ্ঠান, যারা আক্ষরিক অর্থেই বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে এখন বিশ্বমঞ্চ দখল করে নিয়েছে। তেমনি দুটি প্রতিষ্ঠান আলডি ও স্যামসাং।
২ ঘণ্টা আগেপদ্মফুলের ফেসপ্যাক ব্যবহার করে ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া যায়। পদ্মের পাপড়ি বাটা ও কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। এ ছাড়া ত্বকের ব্রণ সারাতে পদ্মফুলের জুড়ি নেই।
১১ ঘণ্টা আগেতাই হাই গ্রামের বাসিন্দারা ২২ বছর ধরে একসঙ্গে তিন বেলা খাওয়াদাওয়া করে। ২০১৪ সালে ভিয়েতনামের থাই গুয়েন প্রদেশ সরকার এই গ্রামকে আনুষ্ঠানিক পর্যটনকেন্দ্র ঘোষণা করে। ২০২২ সালে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা তাই হাই-কে বিশ্বের অন্যতম সেরা পর্যটন গ্রামের মর্যাদা দেয়।
১ দিন আগে