‘চন্দ্রাবতী’ কথা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে অভিনেতা তনয় বিশ্বাসের। অভিনয়জগতে চরিত্রের খাতিরে নানান সাজেই তো সাজতে হয়, কিন্তু ব্যক্তি তনয় বিশ্বাস পোশাক–আশাকের ব্যাপারে ভীষণ আরামপ্রিয়। আবার নিমন্ত্রণে ইন্দো–ওয়েস্টার্ন পোশাকের মিলমিশ ও পোশাক এক্সপেরিমেন্ট করতেও দারুণ পছন্দ করেন। তনয় জানান, ‘পোশাকের ক্ষেত্রে আমি কী পরছি সেটার চেয়ে কীভাবে ক্যারি করছি সেটা বেশি গুরুত্বপূর্ণ।’ ফিউশন করে কাপড় পরতেও তার বেশ ভালো লাগে।
চিরন্তন ট্রাইপ, একরঙা বা চেক শার্টের ওপর ব্লেজার চাপিয়ে কোনো অনুষ্ঠানে হাজির হওয়ার পাশপাশি এথনিক স্যুট পরতেও বেশ পছন্দ করেন তিনি। এককথায় ধুতি বা ডেনিম প্যান্টের ওপর পাঞ্জাবি আর তার ওপর মানানসই কটিতেও তাঁকে দারুণ মানায়।
হরিতকীর সহ–প্রতিষ্ঠাতা বলরাম পাল বলেন, ‘অফিস যাওয়ার জন্য বা রোজ পরে বের হওয়ার জন্য শার্ট, প্যান্ট, স্যুট তো পরাই হয়। কিন্তু বেশভূষায় খানিকটা বদল আনার সুযোগ তৈরি হয় নিমন্ত্রণে। নিজের একঘেয়ে লুক বদলে নতুন এক আমিকে উপস্থাপন করা যায় সবার সামনে। ওয়েস্টার্নের পাশাপাশি দেশীয় বা দেশীয়–ওয়েস্টার্নের মিলমিশ করে পোশাক তৈরি করছেন অনেক ডিজাইনার। পোশাকে উপমহাদেশের সংস্কৃতি তুলে আনার চেষ্টাও থাকছে। আবার অনেকে নিজেদের দেশীয় ফেব্রিকে ফিউশন ঘরানার পোশাক তৈরি করছেন।’
বছরের এ সময়টা এককথায় উৎসবের সময়। দূর্গাপূজা শেষ না হতেই শুরু হয়ে যায় বিয়ের মৌসুম। নিমন্ত্রণে পশ্চিমা ঘরাণার পোশাক পরার পাশাপাশি বিভিন্ন প্যাটার্নের পাঞ্জাবি পরার চল নতুন নয়। তবে বর্তমানে নিজের ফিগার ও ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে পাঞ্জাবির কাটিং ও মোটিফ বিষয়ে বেশ সচেতন তরুণরা। উৎসবের ধরন বুঝে বিভিন্ন রং ও মোটিফের পাঞ্জাবিও পরছেন তারা। আবার সাদামাটা পাঞ্জাবির ওপর চাপিয়ে নিচ্ছেন নকশা করা উজ্জ্বল রংয়ের কটি। যা গোটা লুকটাকেই বদলে দিচ্ছে নিমিষেই। উৎসবভেদে পাঞ্জাবি ও কটির সঙ্গে পরছেন ডেনিম, পাজামা বা ধুতি।
রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘শীতকাল আসার আগ থেকেই আমরা পোশাক নিয়ে নিরীক্ষা শুরু করি। কারণ, বছরের এই সময়ে মানুষ নানা রকমের স্টাইলিশ পোশাক পরতে পারে। অন্য সময়ে এত বেশি গরম থাকে যে চাইলেও মনমতো অনেক পোশাক পরা সম্ভব হয় না বা লেয়ারিং করে পোশাক পরা আরামদায়ক হয় না। আবার একইসঙ্গে বিয়ের মৌসুমও শুরু হয়ে গেছে। তাই এথনিক ওয়্যার ও ইন্দো–ওয়েস্টার্ন ঘরাণার পোশাক নিয়ে কাজ করার জন্য দারুণ এই মৌসুমটা।’
পাঞ্জাবির সঙ্গে কী ধরনের কটি পরলে ভালোলাগবে এ বিষয়ে বলরাম পাল বলেন, ‘একরঙা পাঞ্জাবির সঙ্গে অপজিট রংয়ের প্রিন্টেড কটি বেশ ভালোলাগে। কটিতে ত্রিমাত্রিক, জিগজ্যাগ, জ্যামিতিক নকশা, ওয়ার্লি আর্ট সহ বিভিন্ন ফোকআর্ট থাকতে পারে। সেক্ষত্রে কটির বোতামগুলো আকর্ষনীয় হলে আভিজাত্য় ফুটে উঠবে। তবে দিনেরবেলা হালকা রং ও রাতের আয়োজনে গাঢ় রংয়ের কটি বেছে নিতে হবে।’
পাঞ্জাবি আর কটি বাছাই করার পর গোটা সাজের মেলবন্ধনে বেছে নিতে হবে মানানসই জুতা। অনুসঙ্গ হিসেবে থাকতে পারে ঘড়ি ও সানগ্লাস। আর ঘর থেকে বের হওয়ার আগে প্রিয় সুগন্ধি ছড়িয়ে নিতে ভোলা যাবে না একেবারেই।
‘চন্দ্রাবতী’ কথা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে অভিনেতা তনয় বিশ্বাসের। অভিনয়জগতে চরিত্রের খাতিরে নানান সাজেই তো সাজতে হয়, কিন্তু ব্যক্তি তনয় বিশ্বাস পোশাক–আশাকের ব্যাপারে ভীষণ আরামপ্রিয়। আবার নিমন্ত্রণে ইন্দো–ওয়েস্টার্ন পোশাকের মিলমিশ ও পোশাক এক্সপেরিমেন্ট করতেও দারুণ পছন্দ করেন। তনয় জানান, ‘পোশাকের ক্ষেত্রে আমি কী পরছি সেটার চেয়ে কীভাবে ক্যারি করছি সেটা বেশি গুরুত্বপূর্ণ।’ ফিউশন করে কাপড় পরতেও তার বেশ ভালো লাগে।
চিরন্তন ট্রাইপ, একরঙা বা চেক শার্টের ওপর ব্লেজার চাপিয়ে কোনো অনুষ্ঠানে হাজির হওয়ার পাশপাশি এথনিক স্যুট পরতেও বেশ পছন্দ করেন তিনি। এককথায় ধুতি বা ডেনিম প্যান্টের ওপর পাঞ্জাবি আর তার ওপর মানানসই কটিতেও তাঁকে দারুণ মানায়।
হরিতকীর সহ–প্রতিষ্ঠাতা বলরাম পাল বলেন, ‘অফিস যাওয়ার জন্য বা রোজ পরে বের হওয়ার জন্য শার্ট, প্যান্ট, স্যুট তো পরাই হয়। কিন্তু বেশভূষায় খানিকটা বদল আনার সুযোগ তৈরি হয় নিমন্ত্রণে। নিজের একঘেয়ে লুক বদলে নতুন এক আমিকে উপস্থাপন করা যায় সবার সামনে। ওয়েস্টার্নের পাশাপাশি দেশীয় বা দেশীয়–ওয়েস্টার্নের মিলমিশ করে পোশাক তৈরি করছেন অনেক ডিজাইনার। পোশাকে উপমহাদেশের সংস্কৃতি তুলে আনার চেষ্টাও থাকছে। আবার অনেকে নিজেদের দেশীয় ফেব্রিকে ফিউশন ঘরানার পোশাক তৈরি করছেন।’
বছরের এ সময়টা এককথায় উৎসবের সময়। দূর্গাপূজা শেষ না হতেই শুরু হয়ে যায় বিয়ের মৌসুম। নিমন্ত্রণে পশ্চিমা ঘরাণার পোশাক পরার পাশাপাশি বিভিন্ন প্যাটার্নের পাঞ্জাবি পরার চল নতুন নয়। তবে বর্তমানে নিজের ফিগার ও ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে পাঞ্জাবির কাটিং ও মোটিফ বিষয়ে বেশ সচেতন তরুণরা। উৎসবের ধরন বুঝে বিভিন্ন রং ও মোটিফের পাঞ্জাবিও পরছেন তারা। আবার সাদামাটা পাঞ্জাবির ওপর চাপিয়ে নিচ্ছেন নকশা করা উজ্জ্বল রংয়ের কটি। যা গোটা লুকটাকেই বদলে দিচ্ছে নিমিষেই। উৎসবভেদে পাঞ্জাবি ও কটির সঙ্গে পরছেন ডেনিম, পাজামা বা ধুতি।
রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘শীতকাল আসার আগ থেকেই আমরা পোশাক নিয়ে নিরীক্ষা শুরু করি। কারণ, বছরের এই সময়ে মানুষ নানা রকমের স্টাইলিশ পোশাক পরতে পারে। অন্য সময়ে এত বেশি গরম থাকে যে চাইলেও মনমতো অনেক পোশাক পরা সম্ভব হয় না বা লেয়ারিং করে পোশাক পরা আরামদায়ক হয় না। আবার একইসঙ্গে বিয়ের মৌসুমও শুরু হয়ে গেছে। তাই এথনিক ওয়্যার ও ইন্দো–ওয়েস্টার্ন ঘরাণার পোশাক নিয়ে কাজ করার জন্য দারুণ এই মৌসুমটা।’
পাঞ্জাবির সঙ্গে কী ধরনের কটি পরলে ভালোলাগবে এ বিষয়ে বলরাম পাল বলেন, ‘একরঙা পাঞ্জাবির সঙ্গে অপজিট রংয়ের প্রিন্টেড কটি বেশ ভালোলাগে। কটিতে ত্রিমাত্রিক, জিগজ্যাগ, জ্যামিতিক নকশা, ওয়ার্লি আর্ট সহ বিভিন্ন ফোকআর্ট থাকতে পারে। সেক্ষত্রে কটির বোতামগুলো আকর্ষনীয় হলে আভিজাত্য় ফুটে উঠবে। তবে দিনেরবেলা হালকা রং ও রাতের আয়োজনে গাঢ় রংয়ের কটি বেছে নিতে হবে।’
পাঞ্জাবি আর কটি বাছাই করার পর গোটা সাজের মেলবন্ধনে বেছে নিতে হবে মানানসই জুতা। অনুসঙ্গ হিসেবে থাকতে পারে ঘড়ি ও সানগ্লাস। আর ঘর থেকে বের হওয়ার আগে প্রিয় সুগন্ধি ছড়িয়ে নিতে ভোলা যাবে না একেবারেই।
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৯ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে