আশরাফুন নীলা
নতুন বছর যেন সুন্দর কাটে, সে অভিলাষ থাকে সবার। পুরোনো সবকিছু ভুলে জীবন যেন নতুন করে সাজাতে চায় সবাই। সেখানে বাদ যায় না নিজের যত্নের ব্যাপারটিও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ও চুলের যত্নের ব্যাপারে হতে হয় একটু বেশি সচেতন। হারমনি স্পার বিউটি এক্সপার্ট রহিমা সুলতানা রীতা জানিয়েছেন নতুন বছরে সৌন্দর্যচর্চায় কোন বিষয়গুলোর প্রতি জোর দেওয়া উচিত।
প্রাকৃতিক উপায়ে রূপচর্চা
ত্বকের যত্নে মানুষ ইদানীং অনেক ধরনের প্রসাধনীর ওপর নির্ভরশীল। কিন্তু এসব প্রসাধনীর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ফলে ত্বকের উপকার যতটা না হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়। তাই ত্বকের ধরন বুঝে প্রাকৃতিক উপাদান বেছে নিতে পারেন নতুন বছরে। নারকেল তেল, মধু, টক দই, শসা ইত্যাদি উপাদান সব ধরনের ত্বকের জন্য ভালো।
ত্বক হাইড্রেট রাখা চাই
শুষ্ক ও মলিন ত্বকের জন্য দায়ী ডিহাইড্রেশন। অনেক সময় বিভিন্ন হাইড্রেটিং প্রসাধনী ব্যবহার করেও ফল পাওয়া যায় না। সে ক্ষেত্রে বেশি করে পানি খেতে হবে। প্রতিদিন নিজের চাহিদা অনুযায়ী পানি পান করলে ত্বকের অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এ ছাড়া তাজা ফলের জুস পান করা যেতে পারে। বেশি করে তরমুজ, শসা, টমেটো ইত্যাদি খাওয়া যেতে পারে। এসব ফল ও সবজিতে অনেক পানি থাকে।
অনেকে পণ্য কেনার আগে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ও পণ্যের মধ্যে কী উপাদান থাকে, তা লক্ষ করেন না। সব উপাদান সব ত্বকের জন্য উপযোগী নয়। তাই নতুন বছরে পণ্য কেনার আগে কৌটার গায়ে লেখা উপাদানগুলো দেখে নেবেন।
ত্বক পরিষ্কার রাখতে হবে
ত্বক ভালো রাখতে হলে সবার আগে পরিচ্ছন্নতায় বিশ্বাসী হতে হবে। বাসায় ফিরে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। অনেকে বাইরে থেকে ফিরে ঠিকমতো মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। তাই যত রাতেই ফিরুন না কেন, খুব ভালো করে মুখের মেকআপ তুলে ঘুমাতে যাবেন যাওয়া জরুরি।
ময়শ্চারাইজার এড়ানো যাবে না
ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক অনেক বেশি সুস্থ থাকে। নিজের ত্বকের ধরন বুঝে ভালো মানের একটি ময়শ্চারাইজার বেছে নিতে হবে। যতবার হাত-মুখ ধোবেন, ঠিক ততবারই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
সানস্ক্রিন ব্যবহার করতে হবে
রোদ আমাদের অজান্তেই ত্বকের ক্ষতি করে। অতিরিক্ত রোদ ত্বকে মেছতা, বলিরেখা, কালো দাগের মতো সমস্যা সৃষ্টি করে। তাই রোদ থেকে ত্বক রক্ষা করতে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করার কথা ভুলে যাওয়া যাবে না।
নতুন বছর যেন সুন্দর কাটে, সে অভিলাষ থাকে সবার। পুরোনো সবকিছু ভুলে জীবন যেন নতুন করে সাজাতে চায় সবাই। সেখানে বাদ যায় না নিজের যত্নের ব্যাপারটিও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ও চুলের যত্নের ব্যাপারে হতে হয় একটু বেশি সচেতন। হারমনি স্পার বিউটি এক্সপার্ট রহিমা সুলতানা রীতা জানিয়েছেন নতুন বছরে সৌন্দর্যচর্চায় কোন বিষয়গুলোর প্রতি জোর দেওয়া উচিত।
প্রাকৃতিক উপায়ে রূপচর্চা
ত্বকের যত্নে মানুষ ইদানীং অনেক ধরনের প্রসাধনীর ওপর নির্ভরশীল। কিন্তু এসব প্রসাধনীর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ফলে ত্বকের উপকার যতটা না হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়। তাই ত্বকের ধরন বুঝে প্রাকৃতিক উপাদান বেছে নিতে পারেন নতুন বছরে। নারকেল তেল, মধু, টক দই, শসা ইত্যাদি উপাদান সব ধরনের ত্বকের জন্য ভালো।
ত্বক হাইড্রেট রাখা চাই
শুষ্ক ও মলিন ত্বকের জন্য দায়ী ডিহাইড্রেশন। অনেক সময় বিভিন্ন হাইড্রেটিং প্রসাধনী ব্যবহার করেও ফল পাওয়া যায় না। সে ক্ষেত্রে বেশি করে পানি খেতে হবে। প্রতিদিন নিজের চাহিদা অনুযায়ী পানি পান করলে ত্বকের অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এ ছাড়া তাজা ফলের জুস পান করা যেতে পারে। বেশি করে তরমুজ, শসা, টমেটো ইত্যাদি খাওয়া যেতে পারে। এসব ফল ও সবজিতে অনেক পানি থাকে।
অনেকে পণ্য কেনার আগে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ও পণ্যের মধ্যে কী উপাদান থাকে, তা লক্ষ করেন না। সব উপাদান সব ত্বকের জন্য উপযোগী নয়। তাই নতুন বছরে পণ্য কেনার আগে কৌটার গায়ে লেখা উপাদানগুলো দেখে নেবেন।
ত্বক পরিষ্কার রাখতে হবে
ত্বক ভালো রাখতে হলে সবার আগে পরিচ্ছন্নতায় বিশ্বাসী হতে হবে। বাসায় ফিরে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। অনেকে বাইরে থেকে ফিরে ঠিকমতো মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। তাই যত রাতেই ফিরুন না কেন, খুব ভালো করে মুখের মেকআপ তুলে ঘুমাতে যাবেন যাওয়া জরুরি।
ময়শ্চারাইজার এড়ানো যাবে না
ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক অনেক বেশি সুস্থ থাকে। নিজের ত্বকের ধরন বুঝে ভালো মানের একটি ময়শ্চারাইজার বেছে নিতে হবে। যতবার হাত-মুখ ধোবেন, ঠিক ততবারই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
সানস্ক্রিন ব্যবহার করতে হবে
রোদ আমাদের অজান্তেই ত্বকের ক্ষতি করে। অতিরিক্ত রোদ ত্বকে মেছতা, বলিরেখা, কালো দাগের মতো সমস্যা সৃষ্টি করে। তাই রোদ থেকে ত্বক রক্ষা করতে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করার কথা ভুলে যাওয়া যাবে না।
জোয়ান মারা যাওয়ার পর টম ঠিক করেন, তিনি জোয়ানের স্মৃতির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে কিছু করবেন। সঙ্গে জোয়ান যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, সেই সেন্ট অ্যান’স হসপিটালের জন্যও যদি কিছু করা যায়, মন্দ কি। এই চিন্তা থেকে তিনি অংশ নেন ১১ হাজার ফুট উচ্চতার স্কাই ডাইভ চ্যালেঞ্জে।
৬ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। ভর্তা করে বা ডালে আমড়া দিয়ে তো খাবেনই, আচারও বানাবেন নিশ্চয়ই। কিন্তু আমড়ার ঝাল রসগোল্লা? আপনাদের জন্য আস্ত আমড়ার ঝাল রসগোল্লার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম জেলার মিরসরাই এমনই এক জায়গা, যেখানে আছে অনেক প্রাকৃতিক ঝরনা আর বৈচিত্র্যময় প্রকৃতি। ফলে এই বর্ষাকালে সেখানে না গিয়ে উপায় কি!
১১ ঘণ্টা আগেছোটবেলা থেকে এক বিশেষ মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন ক্যামেরুন মোফিড। সমস্যার নাম অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)। এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা একই চিন্তা বা আচরণে বারবার আটকে যান। এটি তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন ইরানি-মিসরীয় বং
১২ ঘণ্টা আগে