মেহরাব মাসাঈদ হাবিব
ঢাকা শহর তো বটেই, ঢাকার বাইরের শহরগুলোতেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্কুটার। অনেকটা মোটরসাইকেলের মতো হলেও ডিজাইনের দিক থেকে কিছুটা ব্যতিক্রম। স্কুটারের একটি আদুরে নাম আছে, তা হলো ‘স্কুটি’। নারী–পুরুষ সবাই পছন্দ করলেও বিশেষত নারীদের পছন্দের তালিকায় এটি এক নম্বরে। আজ থেকে প্রায় ৬৮ বছর আগে, ১৯৫৩ সালে ‘রোমান হলিডে’ নামের একটি হলিউডের ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ও মার্কিন অভিনেতা গ্রেগরি পেক ‘ভেসপা’ নামের স্কুটারে দাপিয়ে বেড়িয়েছিলেন রোমের রাস্তা। সেই থেকে স্কুটার বা হালের স্কুটি নারী–পুরুষের মন কেড়েছে। সময় অনেক বদলেছে। পরিবর্তন হয়েছে স্কুটারে। কিন্তু কেন এটি জনপ্রিয়, সেটা একটা প্রশ্নই বটে।
জ্বালানি সাশ্রয়ী
স্কুটার জ্বালানি সাশ্রয়ী একটি বাহন। ইঞ্জিনের ক্ষমতার ওপর নির্ভর করে স্কুটারের জ্বালানি খরচ। সাধারণত ৫০ সিসি ইঞ্জিনের একটি স্কুটার প্রতি গ্যালনে প্রায় ১০০ মাইল চলে।
দামে সস্তা
গাড়ি বা মোটরসাইকেলের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় স্কুটার। সেটা নতুন আর সেকেন্ড হ্যান্ড, যা–ই হোক না কেন।
পরিবেশবান্ধব
স্কুটার জনপ্রিয় হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো, এটি পরিবেশবান্ধব বাহন। অন্যান্য বাহনের চেয়ে প্রায় ৭২ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড নির্গত হয় স্কুটার থেকে। অন্যান্য যানবাহনের চেয়ে জ্বালানিও অনেক কম ব্যবহৃত হয়।
কম বয়স থেকেই চালানোর অনুমতি
কিছু কিছু দেশে ১৬ বছর বয়স হলেই স্কুটার চালানোর অনুমতি ও লাইসেন্স মেলে। আর ১৬ বছর বয়সে কে না চায় একটু উড়ে বেড়াতে? তখন যদি হাতে আসে স্কুটি, আর পায় কে!
কম ক্ষমতার ইঞ্জিন
স্কুটার মোটরসাইকেলের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন। এটি একজন নতুন চালকের জন্য সুবিধাজনক। সাধারণত মোটরসাইকেলের ইঞ্জিনগুলো ১৫০ থেকে ২০০০ সিসি পর্যন্ত হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে ক্ষমতা আরও বেশিও হয়। অথচ স্কুটারের ইঞ্জিন ৫০ থেকে ৩০০ সিসির মধ্যে হয়ে থাকে।
নিয়ন্ত্রণ করা সহজ
নতুন চালকদের জন্য স্কুটার সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি বাহন। এটি সহজে নিয়ন্ত্রণ হারায় না। এ ছাড়া স্কুটার হালকা হওয়ার কারণে রাস্তাঘাটে চালানোও বেশ সহজ।
রাস্তায় চালানো সহজ
অন্যান্য যানবাহনের তুলনায় স্কুটার আকারে ছোট হওয়ায় রাস্তায় অল্প জায়গা নিয়ে চলতে পারে। এর ফলে এটি চালানো সহজ।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
ঢাকা শহর তো বটেই, ঢাকার বাইরের শহরগুলোতেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্কুটার। অনেকটা মোটরসাইকেলের মতো হলেও ডিজাইনের দিক থেকে কিছুটা ব্যতিক্রম। স্কুটারের একটি আদুরে নাম আছে, তা হলো ‘স্কুটি’। নারী–পুরুষ সবাই পছন্দ করলেও বিশেষত নারীদের পছন্দের তালিকায় এটি এক নম্বরে। আজ থেকে প্রায় ৬৮ বছর আগে, ১৯৫৩ সালে ‘রোমান হলিডে’ নামের একটি হলিউডের ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ও মার্কিন অভিনেতা গ্রেগরি পেক ‘ভেসপা’ নামের স্কুটারে দাপিয়ে বেড়িয়েছিলেন রোমের রাস্তা। সেই থেকে স্কুটার বা হালের স্কুটি নারী–পুরুষের মন কেড়েছে। সময় অনেক বদলেছে। পরিবর্তন হয়েছে স্কুটারে। কিন্তু কেন এটি জনপ্রিয়, সেটা একটা প্রশ্নই বটে।
জ্বালানি সাশ্রয়ী
স্কুটার জ্বালানি সাশ্রয়ী একটি বাহন। ইঞ্জিনের ক্ষমতার ওপর নির্ভর করে স্কুটারের জ্বালানি খরচ। সাধারণত ৫০ সিসি ইঞ্জিনের একটি স্কুটার প্রতি গ্যালনে প্রায় ১০০ মাইল চলে।
দামে সস্তা
গাড়ি বা মোটরসাইকেলের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় স্কুটার। সেটা নতুন আর সেকেন্ড হ্যান্ড, যা–ই হোক না কেন।
পরিবেশবান্ধব
স্কুটার জনপ্রিয় হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো, এটি পরিবেশবান্ধব বাহন। অন্যান্য বাহনের চেয়ে প্রায় ৭২ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড নির্গত হয় স্কুটার থেকে। অন্যান্য যানবাহনের চেয়ে জ্বালানিও অনেক কম ব্যবহৃত হয়।
কম বয়স থেকেই চালানোর অনুমতি
কিছু কিছু দেশে ১৬ বছর বয়স হলেই স্কুটার চালানোর অনুমতি ও লাইসেন্স মেলে। আর ১৬ বছর বয়সে কে না চায় একটু উড়ে বেড়াতে? তখন যদি হাতে আসে স্কুটি, আর পায় কে!
কম ক্ষমতার ইঞ্জিন
স্কুটার মোটরসাইকেলের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন। এটি একজন নতুন চালকের জন্য সুবিধাজনক। সাধারণত মোটরসাইকেলের ইঞ্জিনগুলো ১৫০ থেকে ২০০০ সিসি পর্যন্ত হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে ক্ষমতা আরও বেশিও হয়। অথচ স্কুটারের ইঞ্জিন ৫০ থেকে ৩০০ সিসির মধ্যে হয়ে থাকে।
নিয়ন্ত্রণ করা সহজ
নতুন চালকদের জন্য স্কুটার সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি বাহন। এটি সহজে নিয়ন্ত্রণ হারায় না। এ ছাড়া স্কুটার হালকা হওয়ার কারণে রাস্তাঘাটে চালানোও বেশ সহজ।
রাস্তায় চালানো সহজ
অন্যান্য যানবাহনের তুলনায় স্কুটার আকারে ছোট হওয়ায় রাস্তায় অল্প জায়গা নিয়ে চলতে পারে। এর ফলে এটি চালানো সহজ।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
ত্বক উজ্জ্বল, মসৃণ ও তারুণ্যময় রাখতে আমরা বিভিন্ন পণ্য ব্যবহার করি। সেসব পণ্যের বেশির ভাগ নানা রকমের রাসায়নিকে তৈরি। অনেক সময় ত্বকের যত্নে এসব রাসায়নিক উপাদান একটার সঙ্গে আরেকটা মিশে গেলে ফল খারাপ হতে পারে। ত্বকের প্রকৃত পরিচর্যায় আসলে ‘কমই যথেষ্ট’।
১ ঘণ্টা আগেকালীপূজায় মাংস নিরামিষ রান্নার চল রয়েছে। ভোগের রান্নায় কখনো পেঁয়াজ-রসুন ব্যবহার করা হয় না। তাই মাংস রান্নার সময়েও এতে পেঁয়াজ, রসুন পড়ে না। সাধারণত, আদা ও অন্যান্য মসলা দিয়ে এই মাংসের নিরামিষ রান্না করা হয়। কীভাবে তা করবেন...
১ ঘণ্টা আগেহেমন্তের গরমটা একটু অন্য রকমই। রোদের তেজ তো থাকেই, সঙ্গে যুক্ত হয় শুষ্কতা ও ধুলাবালুর প্রকোপ। এই সময় আবহাওয়ার কারণে ত্বক অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। কম যত্নের কারণে পুরুষদের মধ্যে ত্বকসংক্রান্ত সমস্যা বেশি দেখা দেয়; পাশাপাশি নারীদের তুলনায় পুরুষেরা পরিচ্ছন্নতা একটু কমই মেনে চলেন, এ কথাও অস্বীকার করার...
২ ঘণ্টা আগেএ বছরের ‘বিশ্বের সেরা’ পর্যটন গ্রামের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান বিশ্ব পর্যটন সংস্থা বা ইউএনডব্লিউটিও কর্তৃপক্ষ। এবারের পঞ্চম সংস্করণে জাতিসংঘ পর্যটন সদস্য ৬৫টি রাষ্ট্র থেকে আসা ২৭০টির বেশি আবেদনের মধ্য থেকে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ৫২টি গ্রাম...
২ ঘণ্টা আগে