অর্চি হক, ঢাকা
শীতের দাপট কমে উষ্ণতায় ফিরেছে প্রকৃতি। গাছের ডালে ডালে উঁকি দিচ্ছে নতুন কোমল পাতা। শিমুল-পলাশ-অশোকে রঙিন হয়ে উঠেছে পথের বাঁক, জন-প্রান্তর। প্রকৃতির নবজাগরণে জাগে হৃদয়ের আবেগ।
প্রকৃতির রং-রূপ-রসে সিক্ত হয়ে হাতে উঠবে আজ লাল গোলাপ। ফুলের সঙ্গে বেঁধে মনটাকেও প্রিয়জনের হাতে তুলে দেওয়ার দিন আজ। আজ পয়লা ফাল্গুন, আজ ভালোবাসা দিবস।
শীতের বিদায় এবং নতুন ঋতুর সূচনার এই দিন বাঙালির সংস্কৃতিতে মিশে আছে বিশেষভাবে। গত কয়েক বছরে তা পেয়েছে ভিন্ন মাত্রা। বাংলা দিনপঞ্জি সংস্কারের ফলে আগে-পিছের দুটি বিশেষ দিন এখন মিশে গেছে একই দিনে।
পয়লা ফাল্গুনের বসনে প্রাধান্য পায় হলুদ ও বাসন্তী রং। আর ভ্যালেন্টাইনস ডেতে লালের আধিপত্য। একদিকে ফাল্গুনের বর্ণিল প্রকৃতি, অন্যদিকে ভালোবাসার উষ্ণতা।
ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের উৎসব ঘিরে জমে উঠেছে ফুলের বিকিকিনি। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, লিলি, জিপসি, জারবেরা, অর্কিডসহ অসংখ্য ফুলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। উৎসবে যেহেতু বেড়ে যায় ফুলের চাহিদা, তাই এই চাহিদা কাজে লাগিয়ে ফুলের দাম কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা।
রাজধানীর শাহবাগের ফুল বিক্রেতা আল আমিনও যেমন ভাবছেন, ‘জাতীয় বিভিন্ন দিবস আর ভ্যালেন্টাইনস ডে-বসন্তে আমাদের বিক্রি থাকে বেশি। কিন্তু এবার ১৬ ডিসেম্বর বিক্রি ছিল কম। আজকে সেটা পোষানো যায় কি না দেখি।’
পয়লা ফাল্গুনে সকাল সকাল খোঁপায় গুঁজে বের হবেন বলে অনেকে এক দিন আগেই কিনে রেখেছেন ফুল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুল কিনতে যাওয়া তাসনুভা বহ্নি বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যে ফুলের দাম বেড়ে যাবে। তাই একটু আগেই কিনে রাখছি। এখন যেটা ৫০ টাকায় কিনছি, রাতে সেটা ১০০ টাকা দিয়েও পাওয়া যাবে না।’
পয়লা ফাল্গুন উপলক্ষে আজ রাজধানীর চারুকলা ইনস্টিটিউট, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরসহ দেশের নানা প্রান্তে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। চারুকলা ইনস্টিটিউটে বসন্ত উৎসব শুরু হবে সকাল সাড়ে ৭টায়।
সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় শুরু হবে সমগীত বসন্ত উৎসব ১৪৩১। এবারের আয়োজনে সমগীতের শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করবেন বাংলাদেশের প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনের অন্যতম সংগঠক, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। আলোচক হিসেবে থাকবেন লেখক, সাংবাদিক নূরুল কবীর। গান করবেন কফিল আহমেদ, কৃষ্ণকলি, সায়ানসহ বিভিন্ন গানের দল।
শীতের দাপট কমে উষ্ণতায় ফিরেছে প্রকৃতি। গাছের ডালে ডালে উঁকি দিচ্ছে নতুন কোমল পাতা। শিমুল-পলাশ-অশোকে রঙিন হয়ে উঠেছে পথের বাঁক, জন-প্রান্তর। প্রকৃতির নবজাগরণে জাগে হৃদয়ের আবেগ।
প্রকৃতির রং-রূপ-রসে সিক্ত হয়ে হাতে উঠবে আজ লাল গোলাপ। ফুলের সঙ্গে বেঁধে মনটাকেও প্রিয়জনের হাতে তুলে দেওয়ার দিন আজ। আজ পয়লা ফাল্গুন, আজ ভালোবাসা দিবস।
শীতের বিদায় এবং নতুন ঋতুর সূচনার এই দিন বাঙালির সংস্কৃতিতে মিশে আছে বিশেষভাবে। গত কয়েক বছরে তা পেয়েছে ভিন্ন মাত্রা। বাংলা দিনপঞ্জি সংস্কারের ফলে আগে-পিছের দুটি বিশেষ দিন এখন মিশে গেছে একই দিনে।
পয়লা ফাল্গুনের বসনে প্রাধান্য পায় হলুদ ও বাসন্তী রং। আর ভ্যালেন্টাইনস ডেতে লালের আধিপত্য। একদিকে ফাল্গুনের বর্ণিল প্রকৃতি, অন্যদিকে ভালোবাসার উষ্ণতা।
ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের উৎসব ঘিরে জমে উঠেছে ফুলের বিকিকিনি। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, লিলি, জিপসি, জারবেরা, অর্কিডসহ অসংখ্য ফুলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। উৎসবে যেহেতু বেড়ে যায় ফুলের চাহিদা, তাই এই চাহিদা কাজে লাগিয়ে ফুলের দাম কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা।
রাজধানীর শাহবাগের ফুল বিক্রেতা আল আমিনও যেমন ভাবছেন, ‘জাতীয় বিভিন্ন দিবস আর ভ্যালেন্টাইনস ডে-বসন্তে আমাদের বিক্রি থাকে বেশি। কিন্তু এবার ১৬ ডিসেম্বর বিক্রি ছিল কম। আজকে সেটা পোষানো যায় কি না দেখি।’
পয়লা ফাল্গুনে সকাল সকাল খোঁপায় গুঁজে বের হবেন বলে অনেকে এক দিন আগেই কিনে রেখেছেন ফুল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুল কিনতে যাওয়া তাসনুভা বহ্নি বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যে ফুলের দাম বেড়ে যাবে। তাই একটু আগেই কিনে রাখছি। এখন যেটা ৫০ টাকায় কিনছি, রাতে সেটা ১০০ টাকা দিয়েও পাওয়া যাবে না।’
পয়লা ফাল্গুন উপলক্ষে আজ রাজধানীর চারুকলা ইনস্টিটিউট, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরসহ দেশের নানা প্রান্তে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। চারুকলা ইনস্টিটিউটে বসন্ত উৎসব শুরু হবে সকাল সাড়ে ৭টায়।
সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় শুরু হবে সমগীত বসন্ত উৎসব ১৪৩১। এবারের আয়োজনে সমগীতের শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করবেন বাংলাদেশের প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনের অন্যতম সংগঠক, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। আলোচক হিসেবে থাকবেন লেখক, সাংবাদিক নূরুল কবীর। গান করবেন কফিল আহমেদ, কৃষ্ণকলি, সায়ানসহ বিভিন্ন গানের দল।
নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
১২ ঘণ্টা আগেযাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
১৫ ঘণ্টা আগেবিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
২ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
২ দিন আগে