প্রিয় কাপ সেটের একটার হাতল ভেঙে গেছে? কোনো চিন্তা নেই। আপনার প্রিয় কাপ আপনার কাছেই থাকবে। শুধু একটু অন্যভাবে ব্যবহার করবেন, এই আরকি! কী কী করতে পারেন সেই হাতলভাঙা কাপ দিয়ে?
পিনকুশন
সুই, পিন বাক্সে পুরে না রেখে পিনকুশনে রাখলে কাজের সুবিধা হয়। আর এই পিনকুশন রাখতেই কাজে লাগতে পারে অব্যবহৃত কাপগুলো। কাপের ভেতর তুলা বা ফোম গোল করে ভরে তার ওপর চশমা মোছার পুরোনো কাপড় জড়িয়ে নিন। এবার সুই ও পিন গেঁথে রাখলেই হলো।
কেক স্ট্যান্ড
বাহারি নকশা করা কাপটি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না? অসুবিধা নেই, চা পান ছাড়াও এ কাপটিকে ব্যবহার করতে পারেন ডাইনিংয়ের অন্য কাজে। এ জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। প্রথমে কাপটিকে উল্টো করে রাখুন। এবার কাপের নিচের গোল অংশে গ্লু গান লাগান। তারপর একটা হাফপ্লেট বা বড় প্লেট কাপের ওপর বসিয়ে দিন। ব্যস্, হয়ে গেল কেকস্ট্যান্ড।
সাকুলেন্ট লাগাতে
সাকুলেন্টে পানি কম লাগে। তাই অব্যবহৃত ছোট্ট কাপে রাখতে পারেন সাকুলেন্ট। কাপটি জানালা, টেবিল, স্নানঘর, ড্রেসিং টেবিলের ওপর রেখে দিন। কাপটিও কাজে লাগল, সঙ্গে পাতা ছড়াল সবুজ গাছটিও।
পাখির খাবার দিতে
বাড়ির সামনে বুঝি ছোট্ট একটা বাগান আছে? পাখিরাও আসতে ভোলে না? তাহলে তাদের আপ্যায়নের ব্যবস্থাই হোক না! বাগানে কোনো উঁচু স্থানে পিরিচের ওপর কাপ রেখে তাতে রাখতে পারেন চাল, ছোট ফল বা পানি।
অলংকার রাখতে
এক্সক্লুসিভ কাপ সেট ছাড়া হয়ে গেলে ফেলতেও মায়া লাগে। দেখার মতো এই কাপগুলো শোভা পেতে পারে আপনার ড্রেসিং টেবিলে। তাতে রাখুন লকেট, আংটি, ব্রেসলেট, চুলের কাঁটা ইত্যাদি অলংকার।
সূত্র: স্যাড টু হ্যাপি প্রজেক্ট
প্রিয় কাপ সেটের একটার হাতল ভেঙে গেছে? কোনো চিন্তা নেই। আপনার প্রিয় কাপ আপনার কাছেই থাকবে। শুধু একটু অন্যভাবে ব্যবহার করবেন, এই আরকি! কী কী করতে পারেন সেই হাতলভাঙা কাপ দিয়ে?
পিনকুশন
সুই, পিন বাক্সে পুরে না রেখে পিনকুশনে রাখলে কাজের সুবিধা হয়। আর এই পিনকুশন রাখতেই কাজে লাগতে পারে অব্যবহৃত কাপগুলো। কাপের ভেতর তুলা বা ফোম গোল করে ভরে তার ওপর চশমা মোছার পুরোনো কাপড় জড়িয়ে নিন। এবার সুই ও পিন গেঁথে রাখলেই হলো।
কেক স্ট্যান্ড
বাহারি নকশা করা কাপটি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না? অসুবিধা নেই, চা পান ছাড়াও এ কাপটিকে ব্যবহার করতে পারেন ডাইনিংয়ের অন্য কাজে। এ জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। প্রথমে কাপটিকে উল্টো করে রাখুন। এবার কাপের নিচের গোল অংশে গ্লু গান লাগান। তারপর একটা হাফপ্লেট বা বড় প্লেট কাপের ওপর বসিয়ে দিন। ব্যস্, হয়ে গেল কেকস্ট্যান্ড।
সাকুলেন্ট লাগাতে
সাকুলেন্টে পানি কম লাগে। তাই অব্যবহৃত ছোট্ট কাপে রাখতে পারেন সাকুলেন্ট। কাপটি জানালা, টেবিল, স্নানঘর, ড্রেসিং টেবিলের ওপর রেখে দিন। কাপটিও কাজে লাগল, সঙ্গে পাতা ছড়াল সবুজ গাছটিও।
পাখির খাবার দিতে
বাড়ির সামনে বুঝি ছোট্ট একটা বাগান আছে? পাখিরাও আসতে ভোলে না? তাহলে তাদের আপ্যায়নের ব্যবস্থাই হোক না! বাগানে কোনো উঁচু স্থানে পিরিচের ওপর কাপ রেখে তাতে রাখতে পারেন চাল, ছোট ফল বা পানি।
অলংকার রাখতে
এক্সক্লুসিভ কাপ সেট ছাড়া হয়ে গেলে ফেলতেও মায়া লাগে। দেখার মতো এই কাপগুলো শোভা পেতে পারে আপনার ড্রেসিং টেবিলে। তাতে রাখুন লকেট, আংটি, ব্রেসলেট, চুলের কাঁটা ইত্যাদি অলংকার।
সূত্র: স্যাড টু হ্যাপি প্রজেক্ট
শেষের কবিতায় রবীন্দ্রনাথ কেতকী, মানে কেটি মিত্রকে নিয়ে বলেছেন, ‘জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ, প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল।’ আর পরবর্তী বয়সে? সেই সরল ঠোঁটকে খানিকটা অতিরঞ্জিত করতেই বাড়তি প্রসাধন ব্যবহার করত সে। কোমর ছাড়িয়ে যাওয়া চুলে সে চালিয়ে দিয়েছিল কাঁচি..
১৯ ঘণ্টা আগেঅফিসে কাজের চাপ থাকবেই। তবে মাঝে মাঝে কাজের চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আর পরবর্তী সময়ে তা হয়ে দাঁড়ায় মানসিক চাপের কারণ। কিন্তু রোজ যে কাজগুলো করতেই হবে, সেগুলো নিয়ে মানসিক চাপে থাকলে নিজের ভালো থাকাটাও কঠিন হয়ে পড়ে। তাই কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকতে কয়েকটা উপায় যদি অবলম্বন করা হয়...
২০ ঘণ্টা আগেবৈশাখের তপ্ত দিনে ঠাকুরবাড়ির হেঁশেলঘরে কী রান্না হতো? প্রশ্নটা রবীন্দ্রপ্রেমীদের মনে জাগতেই পারে। ঠাকুরবাড়ির সদস্যরা রোদের প্রকোপ থেকে বাঁচতে ত্বকের যেভাবে যত্ন নিতেন, তা থেকে ধারণা করা যায়, তাঁরা এই সময়ে খাওয়াদাওয়ার ব্যাপারেও ছিলেন সচেতন। পঁচিশে বৈশাখ উপলক্ষে থাকছে ‘ঠাকুরবাড়ির রান্না...
২০ ঘণ্টা আগেআজ ৪ মে, কিংবদন্তি তারকা অড্রে হেপবার্নের জন্মদিন। অড্রে কেবল একজন চলচ্চিত্র তারকাই নন, তিনি ছিলেন সৌন্দর্য ও শৈলীর জীবন্ত প্রতিমা। তাঁর চপলতা, কোমলতা ও সহজাত সৌন্দর্য আজও সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে গেঁথে রয়েছে। এই সৌন্দর্যের জন্য কী করতেন তিনি? খুব বেশি কিছু নয়, বেশ কয়েকটি ভালো অভ্যাসই তাঁকে এত
১ দিন আগে