অলকানন্দা রায়, ঢাকা
রাত পোহালেই দশমী। এ বছরের মতো উৎসব শেষ। কিন্তু দশমীর উৎসব তো রয়েই গেল, তাই না? দশমী, অর্থাৎ পূজার শেষ দিনেও ঘোরাফেরা ও নিমন্ত্রণ রক্ষা করতে হবে। আর এগুলোতেও সাজগোজের বিষয় থেকেই যায়।
সাজ যখন পূজার, তখন সাবেকি গয়নায় ভরসা রাখা যেতে পারে নিজেকে নান্দনিকভাবে উপস্থাপন করতে। এক প্যাঁচের শাড়ি আর সনাতনী গয়নায় যে কেউ হয়ে উঠতে পারে অনন্য।
পূজার একটি দিনে পরা যেতে পারে জমাট কাজ করা বেনারসি কাতান, জামদানি বা পেটানো সোনালি কাজের চওড়া পাড়ের সিল্কের লাল, বেগুনি, গোলাপি কিংবা মেরুন রঙের শাড়ি। সঙ্গে গলায় পরা যেতে পারে সীতাহার। কেউ চাইলে চোকার আর সঙ্গে কয়েক লহরের লম্বা মালা পরতেই পারেন।
কানে পরা যেতে পারে কানপাশা কিংবা ঝুমকা। ঝোলানো বড় দুলে কানটানা থাকলে বেশ মানিয়ে যাবে, মায়াময় লাগবে মুখটি। হাতে কয়েক গাছি চুড়ি নয়তো গোলাপ বালা, কোমরে বিছা, বা চাবির গোছা, বাহারি খোঁপায় চুলের কাঁটা। একটু ভিন্নরকম সাজতে চাইলে নাকে নথ আর সিঁথিতে টিকলি পরলে পূজার আবহে আনবে ভিন্নতা। সেই সঙ্গে কাজল আঁকা চোখ আর দুই ভ্রুর মাঝে পোশাকের সঙ্গে মিলিয়ে গোল টিপ—হয়ে গেল সাবেকি গয়নায় পূজার জমকালো সাজ।
রাত পোহালেই দশমী। এ বছরের মতো উৎসব শেষ। কিন্তু দশমীর উৎসব তো রয়েই গেল, তাই না? দশমী, অর্থাৎ পূজার শেষ দিনেও ঘোরাফেরা ও নিমন্ত্রণ রক্ষা করতে হবে। আর এগুলোতেও সাজগোজের বিষয় থেকেই যায়।
সাজ যখন পূজার, তখন সাবেকি গয়নায় ভরসা রাখা যেতে পারে নিজেকে নান্দনিকভাবে উপস্থাপন করতে। এক প্যাঁচের শাড়ি আর সনাতনী গয়নায় যে কেউ হয়ে উঠতে পারে অনন্য।
পূজার একটি দিনে পরা যেতে পারে জমাট কাজ করা বেনারসি কাতান, জামদানি বা পেটানো সোনালি কাজের চওড়া পাড়ের সিল্কের লাল, বেগুনি, গোলাপি কিংবা মেরুন রঙের শাড়ি। সঙ্গে গলায় পরা যেতে পারে সীতাহার। কেউ চাইলে চোকার আর সঙ্গে কয়েক লহরের লম্বা মালা পরতেই পারেন।
কানে পরা যেতে পারে কানপাশা কিংবা ঝুমকা। ঝোলানো বড় দুলে কানটানা থাকলে বেশ মানিয়ে যাবে, মায়াময় লাগবে মুখটি। হাতে কয়েক গাছি চুড়ি নয়তো গোলাপ বালা, কোমরে বিছা, বা চাবির গোছা, বাহারি খোঁপায় চুলের কাঁটা। একটু ভিন্নরকম সাজতে চাইলে নাকে নথ আর সিঁথিতে টিকলি পরলে পূজার আবহে আনবে ভিন্নতা। সেই সঙ্গে কাজল আঁকা চোখ আর দুই ভ্রুর মাঝে পোশাকের সঙ্গে মিলিয়ে গোল টিপ—হয়ে গেল সাবেকি গয়নায় পূজার জমকালো সাজ।
আমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে শক্তিশালী করছে কিনা, ঋতুকালীন অসুখ–বিসুখ সারাতে সক্ষম কিনা সেটাও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
১ দিন আগেনারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের...
২ দিন আগেসাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে...
২ দিন আগেআমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
২ দিন আগে