Ajker Patrika

অল্পতেই তুষ্ট পুরুষের ত্বক

সানজিদা সামরিন, ঢাকা 
মডেল: সানিয়াৎ, হেয়ারস্টাইল: শোভন সাহা, ছবি: হাসান রাজা
মডেল: সানিয়াৎ, হেয়ারস্টাইল: শোভন সাহা, ছবি: হাসান রাজা

নারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের বিলবোর্ড বা বিজ্ঞাপনে নারীদের মুখই বেশি চোখে পড়ে। কিন্তু জানেন কি, রাজরাজড়াও ত্বকের চর্চা করতেন! তবে হ্যাঁ, সৌন্দর্যচর্চাকে কেবল ত্বক ও চুলের দেখভাল মনে করলে ভুল হবে। সৌন্দর্যচর্চা মানে, ‘আমি আমাকে ভালোবাসি’। আয়ুর্বেদে মানবশরীরকে মন্দিরের সঙ্গে তুলনা করা হয়েছে। আর সৌন্দর্যচর্চা এই মানবদেহকে ভেতর ও বাইরে থেকে সুন্দর রাখে।

এত কথা বলার মূল কারণটাই হলো, পুরুষের যেমন নিজের প্রতি দৃষ্টি দেওয়া উচিত, তেমনি সবার বোঝা দরকার যে শরীরের যত্ন নেওয়া জরুরি। আর এ কথাই আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই। বাড়ির বাইরে থেকে ফিরে কোনোরকমে স্নানঘরে ঢুকে নামমাত্র সাবান ছুঁয়ে গা ধুয়ে বের হয়ে আসার দিন শেষ। এখনকার আবহাওয়া আর দূষণের মাত্রা এটুকু কাজেই আপনাকে ভালো থাকতে দেবে না। অত ঝামেলায় যেতে আপনার মন না চাইতেই পারে। এখন কিন্তু বিশ্বজুড়ে সৌন্দর্যসচেতনেরা ‘লেস ইজ মোর’ মন্ত্রে বিশ্বাসী। ত্বক পরিচর্যার ক্ষেত্রেও এটি বিশেষভাবে প্রযোজ্য। ‘মিনিমালিজম’ শব্দটিকে আমরা জুড়ে নিয়েছি জীবনের সব ক্ষেত্রে। তবে ওই যে সাবান ছুঁয়ে স্নানঘর থেকে বেরিয়ে আসা, সৌন্দর্যচর্চায় মিনিমালিজমের থেকে খানিকটা বেশি, তবে আতিশয্য নয়। অহেতুক খরচ ছাড়াই নিজেকে সুন্দর রাখা যায় সহজে।

ত্বকযত্নে মিনিমালিস্টিক

পুরুষের ত্বক পরিচর্যার ক্ষেত্রে বলতে হয়, প্রাথমিকভাবে ত্বকের যা প্রয়োজন, তা হলো ক্লিনজার, এক্সফোলিয়েটর. ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন। দিনে দুবার ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। শোভন মেকওভারের স্বত্বাধিকারী এবং কসমেটোলজিস্ট শোভন সাহা বলেন, ‘ত্বক পরিষ্কারের জন্য হাইড্রেটিং ক্লিনজার বেছে নিতে হবে। এই ক্লিনজার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় না। তাই সব ধরনের ত্বকের জন্য এটি ভালো।’

শোভন সাহা আরও বলেন, ত্বক গভীরভাবে পরিষ্কারের জন্য বাড়িতে কার্যকরী এক্সফোলিয়েটর তৈরি করে নেওয়া যায়। সে ক্ষেত্রে কফি, ওটমিল, বেসন, দুধের সর, মধু ও টক দই মিশিয়ে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যাবে।

এক্সফোলিয়েট করার পর মুখ ভালোভাবে ধুয়ে ত্বকের ধরন বুঝে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। বাইরে বের হলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। আর যাঁরা বাইক চালান, তাঁদের তো ব্যাগেও রাখা দরকার সানস্ক্রিন।

মডেল: সানিয়াৎ, হেয়ারস্টাইল: শোভন সাহা, ছবি: হাসান রাজা
মডেল: সানিয়াৎ, হেয়ারস্টাইল: শোভন সাহা, ছবি: হাসান রাজা

স্কিন ফাস্টিং

শোভন সাহার পরামর্শ, ত্বকে ময়শ্চারাইজারসহ বিভিন্ন জিনিস সব সময় মেখে না রেখে মাঝে মাঝে একটু ফ্রি রাখার চেষ্টা করুন। ধরুন, বাইরে থেকে ফিরে ত্বক ক্লিনজার দিয়ে ধুয়ে না মুছে রেখে দিন। পানিটা মুখেই শুকিয়ে যাক, এটাই ময়শ্চারাইজার। সোজা করে বললে, ত্বকে অনেক কিছু না মেখে কখনো কখনো এমনি রেখে দেওয়া দরকার। মাসে অন্তত সাত দিন ত্বকে কিছু মাখবেন না। এই কদিন রোদও লাগাবেন না। এতে ত্বক নিজের মতো করে যাবতীয় ক্ষয়ক্ষতি সারিয়ে নেবে।

ত্বকের বিশ্রাম

শুনতে একটু কেমন লাগছে না? ত্বকের আবার বিশ্রাম! কিন্তু এটি খুবই জরুরি বিষয়। এই গরমেও দেখবেন, আঙুলের ডগা ফেটে যাচ্ছে, মরা চামড়া উঠছে। এ ক্ষেত্রে বাটিতে এক্সট্রা ভার্জিন নারকেল তেল নিয়ে তাতে আঙুল ডুবিয়ে রাখুন ১০ মিনিট। এরপর কিছুক্ষণ ম্যাসাজ করে কুসুম গরম পানিতে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে আলতো চেপে মুছে নিন। সপ্তাহে তিন দিন করেই দেখুন না, ফল পাবেন।

মডেল: সানিয়াৎ, হেয়ারস্টাইল: শোভন সাহা, ছবি: হাসান রাজা
মডেল: সানিয়াৎ, হেয়ারস্টাইল: শোভন সাহা, ছবি: হাসান রাজা

যাঁরা সপ্তাহে ৫ থেকে ৬ দিন কম্পিউটারে ৮ ঘণ্টা কাজ করেন, তাদের চোখেও ক্লান্তি জমে। বাড়িতে ফিরে যদি ফেসপ্যাক লাগানোর অভ্যাস থাকে, তাহলে চোখের ওপর গোল করে কাটা দুই টুকরা শসা রেখে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিন। চাইলে একটা সুগন্ধি মোমও জ্বালিয়ে নিতে পারেন। এতে অনেকটাই তরতাজা লাগবে।

এখন যেহেতু গরম বাতাস বইছে, তাই দিনে বেশ কয়েকবার মুখে পানির ঝাপটা দিতে কোনোভাবেই ভুলবেন না। বিভিন্ন কারণে পুরুষের ত্বক খানিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাই অল্প হলেও রোজ তার যত্ন নেওয়া চাই মনে করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত