মো. ইকবাল হোসেন
মাছে-ভাতে বাঙালি—এই যখন পরিচয়, তখন প্রতিদিনের খাবারে মাছের উপস্থিতি না থাকলে যে পরিপূর্ণতা আসে না, সেটা বলাই বাহুল্য। হরেক মাছের বিভিন্ন পদের তরকারি থাকবে, তবেই না খাওয়ার আনন্দ। তবে সময়ের সঙ্গে সঙ্গে খাবারের প্লেট থেকে যেন মাছের উপস্থিতি কিছুটা কমে যাচ্ছে। মাছের জায়গা দখল করে নিচ্ছে মাংস। মাংসের মধ্যে রেডমিটের উপস্থিতিই যেন বেশি।
মাছ ও মাংস খাওয়ার প্রধান উদ্দেশ্য শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করা। মাছ ও মাংস থেকে আমরা প্রথম শ্রেণির প্রোটিন পেয়ে থাকি। তবে প্রোটিনের পাশাপাশি আমরা বেশ কিছু জরুরি পুষ্টির উপাদানও পাই। তাই মাছ ও মাংস দুটোই আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। দুটিরই কিছু ভালো ও কিছু খারাপ দিক আছে।
কোনটা খাব
দুটোই খাব। তবে মাংসের চেয়ে মাছের উপকারিতা একটু বেশি। তাই মাংসের চেয়ে মাছ বেশি খেতে চেষ্টা করাই ভালো।
কারণ কী
তবে রেডমিটে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন বি২, ভিটামিন বি৩, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ পাওয়া যায়। সে ক্ষেত্রে রক্তস্বল্পতা নিরাময়ে, হাড় ও দাঁতের গঠনে রেডমিট খুব কার্যকরী। তবে সপ্তাহে এক থেকে সর্বোচ্চ দুই দিনের বেশি রেডমিট খাওয়া উচিত নয়।
মাছ কেন বেশি খাব
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
মাছে-ভাতে বাঙালি—এই যখন পরিচয়, তখন প্রতিদিনের খাবারে মাছের উপস্থিতি না থাকলে যে পরিপূর্ণতা আসে না, সেটা বলাই বাহুল্য। হরেক মাছের বিভিন্ন পদের তরকারি থাকবে, তবেই না খাওয়ার আনন্দ। তবে সময়ের সঙ্গে সঙ্গে খাবারের প্লেট থেকে যেন মাছের উপস্থিতি কিছুটা কমে যাচ্ছে। মাছের জায়গা দখল করে নিচ্ছে মাংস। মাংসের মধ্যে রেডমিটের উপস্থিতিই যেন বেশি।
মাছ ও মাংস খাওয়ার প্রধান উদ্দেশ্য শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করা। মাছ ও মাংস থেকে আমরা প্রথম শ্রেণির প্রোটিন পেয়ে থাকি। তবে প্রোটিনের পাশাপাশি আমরা বেশ কিছু জরুরি পুষ্টির উপাদানও পাই। তাই মাছ ও মাংস দুটোই আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। দুটিরই কিছু ভালো ও কিছু খারাপ দিক আছে।
কোনটা খাব
দুটোই খাব। তবে মাংসের চেয়ে মাছের উপকারিতা একটু বেশি। তাই মাংসের চেয়ে মাছ বেশি খেতে চেষ্টা করাই ভালো।
কারণ কী
তবে রেডমিটে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন বি২, ভিটামিন বি৩, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ পাওয়া যায়। সে ক্ষেত্রে রক্তস্বল্পতা নিরাময়ে, হাড় ও দাঁতের গঠনে রেডমিট খুব কার্যকরী। তবে সপ্তাহে এক থেকে সর্বোচ্চ দুই দিনের বেশি রেডমিট খাওয়া উচিত নয়।
মাছ কেন বেশি খাব
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
আমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে শক্তিশালী করছে কিনা, ঋতুকালীন অসুখ–বিসুখ সারাতে সক্ষম কিনা সেটাও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
১ দিন আগেনারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের...
৩ দিন আগেসাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে...
৩ দিন আগেআমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
৩ দিন আগে