রিক্তা রিচি, ঢাকা
পুরুষের পোশাকে খুব একটা বৈচিত্র্য থাকে না। তবে ফ্যাশন হাউসগুলো কাপড়, রং, নকশা ও কাটে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করে প্রতিবছরই। ফ্যাশন হাউসগুলো পুরুষদের জন্য নিয়ে এসেছে হাফ হাতা শার্ট, টি-শার্ট, প্যান্ট, ফুল হাতা শার্ট, জিনস, ডেনিম, চিনো, কটি, পাঞ্জাবি ইত্যাদি। এগুলোর রঙে, ভ্যালু অ্যাড মিডিয়ার ব্যবহারে, কাটে ও নকশায় নতুনত্ব এসেছে এবার বেশ খানিকটা।
রঙের প্রাধান্য
হালকা ও গাঢ় দু ধরনের রঙেরই পোশাক এসেছে বাজারে। তবে আবহাওয়ার কারণে প্রাধান্য পাচ্ছে হালকা রং। সাদা, ধূসর, ঘিয়ে, ছাই, ক্রিম, পেস্ট রঙের দেখা মিলছে এবার। এর সঙ্গে আছে বিভিন্ন রঙের শেড ও মিশ্রণ নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা। এই রঙের এই পরীক্ষা বেশ অভিনব। এই অভিনবত্বই মন কেড়েছে বিশেষ করে তরুণদের।
ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার
প্রিন্ট, এমব্রয়ডারি,স্ক্রিন প্রিন্ট, টাই ডাই, ব্লক প্রিন্ট ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়া প্রাধান্য পেয়েছে পুরুষের পোশাকে। উৎসবের পাঞ্জাবিতে এমব্রয়ডারি বা কারচুপির কাজ করা হয়েছে। শার্টে বিমূর্ত ও বিভিন্ন ফুলের মোটিফ ব্যবহার করা হয়েছে কখনো কখনো। নকশার অভিনবত্ব আনার চেষ্টা করা হয়েছে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে।
প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন ডিজাইন নিয়ে কাজ করতে। শুধু মুনাফা নয়। কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। প্রতিটি পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে এই আশা রাখি।
-মাহফুজ আহম্মেদ, স্বত্বাধিকারী ও ডিজাইনার, ইজি
কাটে ভিন্নতা
ঈদ মানে পাঞ্জাবির জয়জয়কার। তাই প্রতিবছর পাঞ্জাবির কাটেই বেশি ভিন্নতা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নেই। কলিকাট, একছাট রেগুলার ফিট ও স্ট্যান্ডার্ড ফিট পাঞ্জাবি থাকছে এবারের ঈদ আয়োজনে। তরুণদের মধ্যে সোল্ডার বেল্ট কিংবা শার্ট ও কাবলির বুক পকেটে কাটের নতুনত্ব এসেছে। এ ছাড়াও পাওয়া যাবে প্রথাগত কাটের কাবলি, কটি, শার্ট, পোলো শার্ট, ডেনিম, টি-শার্ট ইত্যাদি।
কাপড় ও নকশা
সুতি, সিল্ক, লিনেন, ভয়েলসহ সব ধরনের কাপড়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক। নকশায় থাকছে এমব্রয়ডারি, কারচুপি ছাড়াও ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট বিভিন্ন ধরনের কাজ।
দরদাম
ব্র্যান্ড অনুসারে পোশাকের দামের তারতম্য আছে বেশ খানিকটা। তবে পাঞ্জাবি ১ হাজার থেকে শুরু করে ৪ বা ৫ হাজার টাকায় কেনা যাবে। শার্টের দামও সেরকম। টি-শার্টের দাম ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। এ ছাড়া ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে প্রায় যেকোনো পোশাক।
পুরুষের পোশাকে খুব একটা বৈচিত্র্য থাকে না। তবে ফ্যাশন হাউসগুলো কাপড়, রং, নকশা ও কাটে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করে প্রতিবছরই। ফ্যাশন হাউসগুলো পুরুষদের জন্য নিয়ে এসেছে হাফ হাতা শার্ট, টি-শার্ট, প্যান্ট, ফুল হাতা শার্ট, জিনস, ডেনিম, চিনো, কটি, পাঞ্জাবি ইত্যাদি। এগুলোর রঙে, ভ্যালু অ্যাড মিডিয়ার ব্যবহারে, কাটে ও নকশায় নতুনত্ব এসেছে এবার বেশ খানিকটা।
রঙের প্রাধান্য
হালকা ও গাঢ় দু ধরনের রঙেরই পোশাক এসেছে বাজারে। তবে আবহাওয়ার কারণে প্রাধান্য পাচ্ছে হালকা রং। সাদা, ধূসর, ঘিয়ে, ছাই, ক্রিম, পেস্ট রঙের দেখা মিলছে এবার। এর সঙ্গে আছে বিভিন্ন রঙের শেড ও মিশ্রণ নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা। এই রঙের এই পরীক্ষা বেশ অভিনব। এই অভিনবত্বই মন কেড়েছে বিশেষ করে তরুণদের।
ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার
প্রিন্ট, এমব্রয়ডারি,স্ক্রিন প্রিন্ট, টাই ডাই, ব্লক প্রিন্ট ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়া প্রাধান্য পেয়েছে পুরুষের পোশাকে। উৎসবের পাঞ্জাবিতে এমব্রয়ডারি বা কারচুপির কাজ করা হয়েছে। শার্টে বিমূর্ত ও বিভিন্ন ফুলের মোটিফ ব্যবহার করা হয়েছে কখনো কখনো। নকশার অভিনবত্ব আনার চেষ্টা করা হয়েছে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে।
প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন ডিজাইন নিয়ে কাজ করতে। শুধু মুনাফা নয়। কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। প্রতিটি পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে এই আশা রাখি।
-মাহফুজ আহম্মেদ, স্বত্বাধিকারী ও ডিজাইনার, ইজি
কাটে ভিন্নতা
ঈদ মানে পাঞ্জাবির জয়জয়কার। তাই প্রতিবছর পাঞ্জাবির কাটেই বেশি ভিন্নতা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নেই। কলিকাট, একছাট রেগুলার ফিট ও স্ট্যান্ডার্ড ফিট পাঞ্জাবি থাকছে এবারের ঈদ আয়োজনে। তরুণদের মধ্যে সোল্ডার বেল্ট কিংবা শার্ট ও কাবলির বুক পকেটে কাটের নতুনত্ব এসেছে। এ ছাড়াও পাওয়া যাবে প্রথাগত কাটের কাবলি, কটি, শার্ট, পোলো শার্ট, ডেনিম, টি-শার্ট ইত্যাদি।
কাপড় ও নকশা
সুতি, সিল্ক, লিনেন, ভয়েলসহ সব ধরনের কাপড়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক। নকশায় থাকছে এমব্রয়ডারি, কারচুপি ছাড়াও ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট বিভিন্ন ধরনের কাজ।
দরদাম
ব্র্যান্ড অনুসারে পোশাকের দামের তারতম্য আছে বেশ খানিকটা। তবে পাঞ্জাবি ১ হাজার থেকে শুরু করে ৪ বা ৫ হাজার টাকায় কেনা যাবে। শার্টের দামও সেরকম। টি-শার্টের দাম ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। এ ছাড়া ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে প্রায় যেকোনো পোশাক।
২০২৪ সালের এপ্রিলে কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর শিল্পী লিসা লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ইনস্টাগ্রাম স্টোরিই লাবুবুকে জনপ্রিয় করে তোলে। ২০১৯ সালে বাজারে এলেও এত বছরে খুব একটা জনপ্রিয়তা পায়নি বিদঘুটে দেখতে এই পুতুলগুলো।
১৫ ঘণ্টা আগেএখন আমড়ার সময়। বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের আমড়া। শখের রাঁধুনি যাঁরা এই প্রথমবারের মতো আমড়ার আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগেঅফিস থেকে বাড়ি ফিরেই তড়িঘড়ি—দাওয়াতে যেতে হবে। ওদিকে সারা দিনের স্ট্রেসে ত্বক নিষ্প্রভ দেখাচ্ছে। বেশ সময় নিয়ে ত্বকচর্চা করার উপায়ও তো নেই, তাহলে? ঝটপট ত্বকের ক্লান্তি দূর করতে কয়েকটা টোটকা জেনে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
২ দিন আগেএকজন গর্ভবতী তাঁর অনাগত সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নেন। এ সময় তিনি সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতা আশা করেন। এসব পাওয়ার পরিবর্তে যদি তিনি আবিষ্কার করেন, তাঁর সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন; তাহলে এর ফল তাঁর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি অনাগত সন্তানের...
২ দিন আগে